@luckoni,
Hello Friend,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। কিন্তু কমিউনিটির ফরমেট ব্যবহার করে আপনার পোস্টটি যাচাইকরণ করা সম্ভব হচ্ছে না।
![]() |
---|
- বিশেষ দ্রষ্টব্য:
- প্রথমত, আপনার লেখাতে GPT সনাক্ত করা হয়েছে।
- আপনি কোনো ক্লাবের আওয়াতাভুক্ত নেই। আপনাকে club(5050/75/100) এর যেকোনো একটি ক্লাব মেইনটেইন করতে হবে।
- আপনার লেখাতে শব্দ সংখ্যা কম। আমাদের কমিউনিটিতে পোস্ট করার ক্ষেত্রে আপনাকে প্রতিটি পোস্টে সর্বনিম্ন ৩৫০ শব্দ রাখতে হবে।
- Hashtag ও সঠিক নেই।
বার্তাঃ
আমাদের কমিউনিটিতে সর্বদাই স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করা হয়। নিয়মবহির্ভূত কোনো কাজ আমাদের কমিউনিটিতে গ্রহণ করা হয় না।
আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ডিসকর্ড সার্ভারে যোগাযোগ করতে পারেন।