অনেকটা হেঁটে যাওয়াটা একটু কষ্টকর তবে ঠাকুর দর্শেন মূহুর্তে যেন সেট কষ্ট বিলীন হয়ে যায়। আমাদের পাড়াতে একটাই পূজো হয় প্রতিবছর এবং আপনাদের মতো পূজোর পরেই গঙ্গাতে দেওয়া হয় না। যদিও বিসর্জন হয়েছিল কিন্তু মায়ের প্রতিমা মন্দিরেই রাখা হয়েছিল।
মানুষের ঠাকুর পরিদর্শনের যে টান টান উত্তেজনা সেখানে ভীড় হবে এটাই স্বাভাবিক। এতো আয়োজন করে মাকে আবাহন এবং পূজোর পরে বিসর্জনের কথা ভাবলেই ভীষণ কষ্ট হয়।
আমার মনে হয় প্রাশাসনিক ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণই ছিল। আপনাকে অনেক ধন্যবাদ মায়ের বিসর্জন সম্পর্কে এই লেখাটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।