এটাই আমাদের সমাজ ব্যবস্থা যেখানে আমরা বড্ড অসহায়। ব্যক্তিগতভাবে আমি নিজেও বেকারত্বের কাতারে এখন। তাছাড়া দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের পরিস্থিতি এই ক্ষেত্রে আরো ভয়াবহ।
লক্ষ লক্ষ শিক্ষার্থী বেকারত্বের শিকার। শৈশবের দেখা স্বপ্ন যেন বড় হওয়ার সাথে সাথেই বিলীন হতে শুরু করে। যেটা হাঁড়ে হাঁড়ে উপলব্ধি করছি। আমি নিজেও এই পর্যন্ত সতেরোটা ভাইভা তে অংশগ্রহণ করেছি তাহলে আমি কি কোনো চাকরির যোগ্য ছিলাম না? যদি যোগ্য না ই হতাম তাহলে এম সি কিউ এবং লিখিত পরীক্ষায় পাশ কিভাবে করলাম? নিজেকে প্রশ্ন করলেই যেখানে উত্তর পাই না সেখানে অন্য কেউ উত্তর দিতে পারবে বলে আমার মনে হয় না।