ছোটবেলায় আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল রাতে গরম রসগোল্লা রুটি না খেলে আমার ঘুম হত না ।
এইটুকু পড়েইএই মাঝরাতে ও আমি খানিকক্ষণ হেসেছি কারণ এইরকম আমারো একটা অভ্যাস ছিল। তবে হ্যাঁ সেইটা বলবো না তাহলে আপনিও হাসবেন। আমাদের সকলের বাস্তব জীবনের সাথে এইরকম কিছু আনন্দের স্মৃতি হয়তো জড়িয়ে আছে যেটা মূহুর্তের মধ্যেই আমাদের মনকে আনন্দ দিতে পারে।
উপরোল্লেখিত ছোট শিশু বিষয়ক যেটা আপনি উপস্থাপন করেছেন অনুরূপ ঘটনা যদিও নেই। তবে আমার বোনের সিজারের সময় যে পরিস্থিতি সেটা ঠিকই মনে পড়ছিল। কতোটা দুশ্চিন্তা এবং খারাপ সময় অতিবাহিত করছি সেটা ভাবতেই খারাপ। কিন্তু মোবাইলটা রিভিভ করলে যখন আমার ভয়েস শুনেই বোনের মেয়ে আমার সাথে কথা বলে তখন যেন অতীতটা ধারে কাছেই আসতে পারে না।