হুম, রাম মন্দিরের কথা শুনেছি এবং প্রথম থেকেই। তবে দুর্ভাগ্যবশত হয়তো আপনাদের মত উপলব্ধি করতে পারেনি এবং স্বচক্ষে দেখার সুযোগ হয়নি। বর্তমান যুগ প্রযুক্তির যুগ তাই পৃথিবীর যেকোন প্রান্তে ঘটা ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য আমরা খুব সহজেই জানতে পারি। তবে বিব্রত হতে হয় অধিকাংশ সময়ই। কারণ কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝা বড্ড মুশকিল।
তবে হ্যাঁ এই মন্দির নিয়ে অনেক তথ্যই জেনেছিলাম ওই মুহূর্তে। এইরকম একটি শুভদিনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলতে হয়। আমি সর্বশেষ গীতা পাঠ শুনেছি আমার মা-বাবার গুরুদেবের মুখে যিনি প্রতিবছর একবার আমাদের বাড়িতে গীতা পাঠ করতেন।
ঈশা দিদির প্রশংসা করতেই হয়। এটা শতভাগ সঠিক যে গীতা পাঠ সঠিকভাবে সবাই করতে পারে না। এরকম আয়োজনগুলো খুব প্রয়োজন আমাদের ধর্মীয় অনুভূতিকে আরো বেশি জাগ্রত করতে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা বিষয় লেখার মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।