আমার তো মনে হয় ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই শপিং করতে পছন্দ করে, যদি কিনা হাতে আপনার মতন এতো এতো টাকা থাকে।
আপনার ধারণা একদমই সঠিক। কারণ ১০০ জনের কাছে প্রশ্ন করলেই পছন্দ এটাই তাঁদের থেকে উত্তর আসবে।
কিন্তু আমার একদমই ভালো লাগে না এবং এটা সেই ছোট থেকেই। আমার তো এখনো এটার জন্য মায়ের বকা শুনতে হয় আমি কেন কিছু কিনতে যাই না। অবশেষে বিরক্ত হয়ে মা আর বাবাই কিনে নিয়ে আসেন বিশেষ করে পূজোর সময়।