হ্যাংআউট যেন সপ্তাহ শেষে এনার্জি বৃদ্ধির ওষুধ সরূপ সাথে যদি আপনি আর দিদি উপস্থিত থাকেন। এটা সঠিক যে সেদিন বিভিন্ন কারণে আমি রীতিমত মতো অন্যায় করেছি যেটা আপনাকে কষ্ট ও দিয়েছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দিদি। মন থেকে বলছি সকলের মাঝে দিদি ও আপনার উপস্থিতি আমাদের সকলেরই কাম্য।
শুধুমাত্র কো-এডমিন হিসেবে না বরং একজন স্টিমিয়ান হিসেবে ও আপনার কার্যক্রম প্রশংসনীয়। আমাদের মতো না যে হঠাৎ বৃদ্ধি আবার হঠাৎ হ্রাস। কাজ তো এমনই হওয়া উচিত যেখানে থাকবে ধারাবাহিকতা। সমস্যা হীন কেউই না কিন্তু সেটার সাথে তারতম্য ঠিক রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া শেখার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি।
কমিউনিটিতে আপনার সক্রিয়তা প্রশংসনীয় এবং এভাবেই থাকুন দিদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Will it help, those words of praise?
All the best
🍀♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit