এই পৃথিবীতে সবকিছুই নিজস্য অস্তিত্ব বহন করে।

in hive-120823 •  2 years ago  (edited)

IMG_20220501_191832.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আজ আমার লেখাটা একটু দেরি হয়ে গেল কারণ দুদিন শারিরীক অবস্থার অবনতির কারণে সেই ভাবে অফিসের কাজ করতে পারিনি তাই আজ কাজের চাপ ছিল বেশ বেশি।

বাড়ি ফেরার পর এতোটাই ক্লান্ত ছিলাম যে আজ লিখতে পারবো ভাবিনি। কিন্তু রাতের খাবার খেয়ে শুতে এসে মনে হলো কি যেনো বাকি রয়ে গেছে।

এটাকেই বোধ হয় অভ্যেস বলে, তাই ভাবলাম দেরি হলেও দুয়েকটা কথা লিখেই ফেলি। এখন আমি অনেক নিয়মের বাইরে কাজেই সেই ভাবে লেখার চাপ অনুভব করি না।

নয়তো রোজ ভাবতে হতো কি নিয়ে লেখা যায়, কারণ এখানে সমর্থন পেতে গেলে বেশ কিছু নিয়মাবলী এবং বাঁধাধরা লেখার গণ্ডিতেই থাকতে হয়।

সত্যি বলতে সেটা সবসময় সম্ভব হয় না, আবার হলেও আমার মনে হয় জেলখানায় আছি।

কাজের শুরুতে জানতাম এটা একটা স্বাধীন জায়গা যেখানে যা ইচ্ছে লেখা যায় কিন্তু দিন বাড়ার সাথে সাথে বুঝলাম, সমর্থন পেতে হলে স্বাধীনতা ত্যাগ করতে হবে।

IMG_20220529_222654.jpg


IMG_20220511_192923.jpg


IMG_20220501_192403.jpg

এতগুলো বছর পরাধীনতার গ্লানি মেনে নেবার পর সত্যি বলতে শুধুমাত্র রোজগারের খাতিরে আর তোষামদ করবার ইচ্ছে হলো না।

মনের ভাব প্রকাশ বা অভিজ্ঞতা ভাগ করে নিতে হলে কোনো সমর্থন আসে না, কারণ সেই ভাবে এখানে কেউ লেখা পড়েই না, লেখাটা লেখার মতোই রয়ে যায়, কেবল দেখা হয় নিয়মাবলী।

যাক আজ কিছু ফুলের ছবি নিয়ে এসেছি, যারা হয়তো অন্যান্য অনেক ফুলের মত গন্ধ বিতরণ করে না কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।

কাজেই একথা অনস্বীকার্য যে কেবলমাত্র গন্ধ দিয়েই সবকিছুকে আকৃষ্ট করা যায় না, তা যদি হতো পৃথিবীতে অনেক ফুল নাম এবং পরিচয় পেত না।

যারা আমার লেখা পড়েন তারা ভাবতেই পারেন এমন কথা কেনো বলছি, তার কারণ আমরা যারা নামের দিক থেকে প্রসিদ্ধ হতে পারি না, তারা অনেক সময় ভাবী জীবনে কিছুই করতে পারলাম না।

কথাটা একেবারেই ঠিক নয়, কারণ প্রতিটি মানুষের মধ্যে কিছু গুন থাকে এবং আমার বিশ্বাস ঈশ্বর প্রত্যেক মানুষকে কিছু না কিছু গুণাবলী দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন।

পার্থক্য শুধু সেটা খুঁজে নেবার, যারা সেটা খুঁজে পায়, তারা প্রসিদ্ধ আর যারা পায় না তাদের মধ্যে কেউ কেউ হারিয়ে যায়;
আবার কেউ কেউ অন্য কোথাও নিজের জায়গা করে নেয়, এই যা পার্থক্য।

আপনারা কি বলেন? জানি কোনো উত্তর পাবো না, তবুও প্রশ্নটা রাখলাম।

আজ এখানেই শেষ করছি, আবার চলে আসবো, আপনাদের মাঝে, ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Lekha ta porlam apnar, valo laglo, follow korlam
valo thakben

ভালো লাগলো আপনার উপস্থিতি, ধন্যবাদ আপনাকে।

We're in this together.🌞🌄 Resteem to our profile!

Thank you