বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তোলা কিছু পশুর ছবি।

in hive-120823 •  2 years ago 

IMG-20210228-WA0028.jpg

প্রিয় বন্ধুরা,

গণেশ পুজোর হার্দিক শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। আশাকরি আজকের দিনটি সকলের ভালোই কেটেছে। আজ আমি এখানে এসেছি বেশ কিছু পশুর ছবি নিয়ে যেগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তোলার সুযোগ হয়েছিল আমার।

মানুষের কথা রোজ বলতে গিয়ে এই অবলা জিবগুলোর কথা বলা হয়ে ওঠে না। আমি একজন প্রকৃতি প্রেমীর পাশাপাশি পশু প্রেমী ও বটে।

কারণ আমি দেখেছি, মানুষের থেকে অনুভূতি এবং সততার ক্ষেত্রে এরা অনেক টাই এগিয়ে, বিভিন্ন আবহাওয়ার নিরিখে এদের গঠনগত পার্থক্য রয়েছে।

গরম আবহাওয়া সম্পন্ন এলাকার কুকুরদের যদি দেখেন এদের শরীরে পশমের সংখ্যা কম, যারা বাইরের কুকুর এনে পোষ্য করেছেন তাদের কথা বলছি না।

IMG-20210228-WA0026.jpg


IMG-20210227-WA0056.jpg


IMG-20220802-WA0051.jpg


IMG-20220802-WA0050.jpg

মানুষ বিভিন্ন জায়গায় এই পশুদের নানা প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন, যেমন রাজস্থানে উটের ব্যবহার, কষ্ট সহিষ্ণু এই পশুগুলো সত্যি আকর্ষণের কেন্দ্র বিন্দু রাজস্থানের।

ঈশ্বর কেবল মানুষকেই নয় এই জীবদের সৃষ্টি করেছেন পরিবেশ এবং পরিস্থিতির অনুসারে। এদের জীবন নির্বাহ নির্ভর করে ওই স্থানের পরিস্থিতির উপরে।

খাদ্য, পানীয় সবটাই এর মধ্যে পড়ে, কিন্তু স্বভাবগত কোনো পরিবর্তন আমার নজরে পড়ে নি। এরা সত্যি ভালোবাসা কেবল বোঝে না, ততোধিক সেই ভালোবাসার উত্তর নিজের আকার ইঙ্গিতে দিয়ে থাকে।

আমার কাছে এদের সাহচর্য কম প্রাপ্তি নয়, কারণ আজও এরা অবহেলিত যদিও ভুলে গেলে চলবে না যে, প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এদের অনেক বড় ভূমিকা রয়েছে।

কাজেই, এই গরমে পশু পাখিদের জন্য খাদ্য, জল রাখতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপনার ছবিগুলো সবসময় খুব সুন্দর হয়, পাশাপাশি আপনি একটা সামাজিক সচেতনতা ভাগ করে নেন সেটা সবচাইতে দামী।

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট এর জন্য।

DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words184 words
Club status
Feedback / Observation
  • Our community accept over 150 words for photography posts only.

  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sampabiswas (Moderator)
Incredible India