প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন, আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি আরো কিছু ছবি নিয়ে যেগুলো আমার দুই বন্ধু পাঠিয়েছে গতকাল।
তাদের বাড়িতে প্রতি বছর জন্মাষ্টমী পালিত হয় এবং এবছর ও তার অন্যথা হয়নি। আমি প্রতি বছর উপস্থিত থাকার চেষ্টা করি কিন্তু করবার কারণে দু বছর সেই সুযোগ হয়নি।
এই বছর অফিসের কাজের চাপে সুযোগ হয়নি, তাই আমার বন্ধু ছবি পাঠিয়ে দিয়েছে।
সম্পর্ক হয়তো এটাকেই বলে যেখানে আমাদের উপস্থিতির চাইতেও মনে রাখাটা গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের সম্পর্ক যদি নিঃস্বার্থ হয় তাহলে সেখানে বিশেষ হিসেব নিকেষ থাকে না।
বন্ধুত্বের কথা বলছি কারণ জন্মাষ্টমী যার জন্ম দিবস হিসেবে পালিত হয় সেই কৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বের অনেক গল্প নিশ্চই আপনারাও পরে থাকবেন।
কাজেই আজকের দিনে বন্ধুত্বের উদাহরণ কোনো আলাদা কিছু নয়, আসলে আমরা জীবনে যায় কিছু শিখি সবটাই এসেছে পুরান থেকে।
যুগ যুগ ধরে সম্পর্কের ওঠাপরা, সম্পর্কের মূল্যবোধ সব কিছুই আমাদের পূরণের বিভিন্ন কাহিনী আমাদের শিখিয়েছে।
পৌরাণিক মহাগ্রন্থ থেকে আমরা জীবনের অনেক শিক্ষা পেয়ে থাকি। তাই কেবল শ্রী কৃষ্ণের পুজো নয়, শেখার চেষ্টা করা উচিত তার নীতি এবং সম্পর্কের মূল্যায়ন।
আমরা কথায় কথায় বলি ভালোবাসা এবং যুদ্ধে সব কিছু চলে, দেখুন এখানেও কিন্তু শ্রী কৃষ্ণের ভালোবাসার গাঁথা আজ ও ততটাই জনপ্রিয়।
আবার যুদ্ধের কথা বললে নিজের মামাকে বাঁধ করতে পিছপা হন নি তিনি।
কাজেই অবশেষে বলবো, জীবনে চলার পথে সবরকম শিক্ষা পেতে হলে ধর্মগ্রন্থ গুলি পড়ুন।
আজ এখানেই শেষ করছি, আবার চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।