প্রকৃতির নিঃস্বার্থ অবদান মানব সমাজকে, কিছু ছবি রইলো তার উদাহরণস্বরূপ।

in hive-120823 •  2 years ago 

IMG_20220905_222954.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন কাটলো সপ্তাহের প্রথম দিনটি আপনাদের? আশাকরি ক্লান্তির পাশাপাশি নির্বিঘ্নে কেটেছে আপনাদের আজকের দিন।

আজ আমি প্রকৃতির কিছু নিয়ে এসেছি রোজকার মত, হয়তো ভাবতে পারেন এর মধ্যে আলাদা কি আছে!

যদি ছবিগুলো মন দিয়ে দেখেন তাহলে কারণটা অবশ্যই বুঝতে পারবেন।
আমরা যারা নিজেদের সভ্য সমাজের অংশ বলে মনে করি, তাদের তিনটি মূল্যবান চাহিদা পূরণ কিন্তু আজও প্রকৃতি করে যাচ্ছে।

খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই তিনটি আমাদের সবচাইতে প্রয়োজনীয় বাঁচার জন্য, কিন্তু কখনো আমরা ভাবী না কথা থেকে এইসবের উৎস।

প্রকৃতির থেকে নিত্য প্রয়োজনীয় সব জিনিস আমরা পাই, সেটা পেট ভরাবার জন্য চাল, ডাল, তেল, নুন , তরি তরকারি সবকিছুই।

এমনকি বস্ত্র যার সাহায্যে লজ্জা ঢাকে সভ্য সমাজ তার অবদান কিন্তু এই প্রকৃতি থেকেই আমরা পাই।

এবার আসি বাসস্থান, কাঁচা বা পাকা বাড়ির সামগ্রী যোগান দেয় এই প্রকৃতি, কিন্তু বলতে পারেন কতজন আজ এই আধুনিক যুগে দাড়িয়ে সেই কৃতজ্ঞতা স্বীকার করি!

IMG_20220905_222630.jpg


IMG_20220905_222847.jpg


IMG_20220905_222744.jpg

আশ্চর্যের বিষয় যেখান থেকে আমরা যুগ যুগ ধরে নিজেদের নিত্য প্রয়োজনীয় পেয়ে আসছি বা যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিচ্ছে তাকে ধ্বংস করে আমরা নিজেদের আধুনিক করে গড়ে তুলছি।

আমরা সব কথাতেই ব্যবহার করি মানুষ হলো সবচাইতে বেইমান জাতি, কথাটা কিন্তু একাধারে সত্যি, প্রয়োজনে গাছ যতটা কেটে পকেট গরম করেছে মানুষ, ততটা গাছ লাগানোর প্রয়োজন কখনো মনে করে নি।

সূর্যালোক যদি না থাকতো, জল যদি আমরা না পেতাম এই প্রকৃতি থেকে তবে কি প্রাণের অস্তিত্ব থাকতো এই পৃথিবীতে!

আরো একটা অবাক করা বিষয় হলো যারা চাষাবাদের সাহায্যে আমাদের ঘরে খাবার সরঞ্জাম আসে, তারাই আত্মহত্যা করে কম ফসল হবার কারণে, আবার এটাও সত্যি আমাদের মত সভ্য সমাজের তকমা পাওয়া মানুষদের মত বড় বড় রেস্তোরাঁতে খাবার ক্ষমতাও নেই এদের।

এদিকে রেস্তোরাঁতে খেতে গিয়ে গলা অবধি খাবার পর বাকিটা অবলীলায় ফেলে দিয়ে আসছি, কিন্তু এই পার্থক্যের জন্য দায়ী কারা? আমরাই যারা সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছি।

যার বেশি আছে ভাগ করতে নারাজ, সে আরো উঁচুতে ওঠার খেলায় মেতে রয়েছে, কিন্তু দিন শেষে তার মুখের খাবার যোগান দিচ্ছে প্রকৃতি এবং সেই দিন খাটা মানুষগুলো যারা দুবেলা ঠিক মত খাবার পেলেই খুশি।

তারা অন্নের মূল্য বোঝে তাই শুধু ভাত খেলেও সেই অন্ন কখনো অপচয় করেন না। তাহলে কি বোঝা গেলো এই মানুষ গুলোই প্রকৃতিকে যোগ্য সন্মান দিচ্ছে যাদের সন্মান দেবার কথা সভ্য এবং উন্নত মানুষদের মাথায় কখনো আসে না।

কথাগুলো ভেবে দেখবেন, আজ এখানেই শেষ করছি।
ভালো থাকবেন এবং সুস্থ্ থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club StatusNo
Feedback / Observation

*Many of us have not thought so deeply about nature's contribution to our lives. Beautifully written by you. The pictures are also wonderful.

We would like to appreciate your presence and activities towards the community.Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .


Regards
@sampabiswas(Moderator)
Incredible India