ভালোবাসার বন্ধন প্রমাণিত হয় ঐক্যতায়, কিছু ফুলের ছবিসহ রইলো কথার যথার্থতা।

in hive-120823 •  2 years ago 

IMG_20221215_192546.jpg

প্রিয় বন্ধুরা,
আশাকরি বৃহস্পতি বারের দিনটি আপনাদের কুশলেই কেটেছে। আজকে নিজের কথা প্রকাশের জন্য নিয়ে এসেছি বিভিন্ন সময় তোলা নানা ধরনের ফুলের ছবি।

ভালোবাসা এই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত, আমার কাছে ভালোবাসার পরিভাষা কিন্তু কোনো সম্পর্কের নামের সঙ্গে যুক্ত নয়।

ঠিক যেমনি অনেক নাম না জানা অজানা ফুল আমাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম, তেমনি অন্তরের কথা বুঝতে পারে এমন মানুষ কিন্তু আমাদের মনে ভালোবাসার জায়গা করে নিতে সক্ষম।

মায়া, মমতাও ভালোবাসার পরিভাষা, এবং কেবল রক্তের বা জন্মানোর সাথে যুক্ত সম্পর্কের পাশাপাশি সময়ের সাথে আমাদের জীবনে এমন অনেক মানুষ আসেন, যারা দেখা যায় সেই রক্তের সম্পর্কের থেকেও অধিক মূল্যবান প্রমাণিত হয় পরিস্থিতির নিরিখে।

একটি ডালে অনেক কুড়ির দেখা মিললেও, সব ফুল কিন্তু সঠিকভাবে ফুটে ওঠে না, কিছু কুড়ি অবস্থায় ঝরে পড়ে, আবার কিছু ফুলের অর্ধ প্রস্ফুটিত অবস্থায় হারিয়ে যায় এবং শেষমেষ বেচে থাকে মুষ্টিমেয় ফুল যারা মৌমাছিদের মধু সংগ্রহের সুযোগ করে দেয়।

IMG_20221215_192515.jpg

তেমনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সম্পর্ক সময়ের সাথে সাথে হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত রয়ে যায় হাতে গোনা মুষ্টিমেয় সম্পর্ক।

কাজেই আমাদের গোটা জীবনে পাওয়া আর হারানোর সম্পর্কের মাঝে টিকে থাকা সম্পর্কের নাম ভালোবাসার সম্পর্ক।

সেটা সবসময় রক্তের হবে এমন কোন কথা নেই, সময় এবং সর্বোপরি জীবনের তমসা ঘেরা পরিস্থিতি আমাদের কাছের এবং দূরের সম্পর্কের পার্থক্য বুঝিয়ে দিতে সক্ষম।

প্রথম চাকরিটা হটাৎ ছেড়ে দেবার পরে আমি বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেই, দ্বিতীয়বার চাকরিতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলাম।

অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমরা অর্থের চাইতে অনেক কিছুর মূল্য সম্পর্কে কথা বলে থাকি;
কিন্তু যেই মুহুর্তে আপনি আর্থিক সংকটের মুখোমুখি এসে দাড়াবেন, আপনি বুঝতে পারবেন মুহূর্তের মধ্যে ভালোবাসা এবং কাছের সম্পর্কগুলো কেমন অচেনা হয়ে গেছে।

IMG_20221215_192728.jpg


IMG_20221215_192652.jpg


IMG_20221215_192628.jpg

একসময় যাদেরকে সবচাইতে আপন ভেবেছিলেন, তারাই আপনাকে দেবার মত সময় পাচ্ছে না।

যারা অবাদে বিচরণ করতেন আপনার বাড়িতে, আপনিও বিনা অনুমতিতে যেখানে অবলীলায় যাতায়াত করতেন, হটাৎ করে সবটাই অনুমতির অধীন হয়ে গেছে।

এমন অনেক মানুষ এখনও আমার জীবনে আছে যারা উপকার প্রত্যাশা করলেও, বিপদে পাশে দাড়াতে নারাজ।

তখন তারা নিজেদের ব্যক্তিগত জীবনের সুবিধা ও অসুবিধা বুঝে এগোতে পছন্দ করেন। আমি বেশ কয়েকটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাবার পরে, এখন তাদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি।

একটি মানুষ যখন নিজের অসুবিধাকে উপেক্ষা করে অন্যের সাহায্যার্থে এগিয়ে যান, তখন সেই মানুষগুলোর এইটুকু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যেখানে দাড়িয়ে সেই মানুষটির অসুবিধায় পাশে দাঁড়ানো।

এটাকেই তো মনুষ্যত্ব বলে! যদি দেখা যায় একাধিকবার একই মানুষ আপনাকে বারংবার ব্যবহার করছে আত্মস্বার্থ চরিতার্থের জন্য, তাহলে পথ বদলে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আমরা ভালোবাসার মানুষদের থেকেই প্রত্যাশা করি, কারণ কোথাও না কোথাও সেখানে একটা অব্যক্ত অধিকার কাজ করে।

তবে সেটা উভয়ক্ষেত্রেই প্রযোজ্য হবার প্রয়োজনীয়তা আছে। একপক্ষ থেকে কেবল নিগড়ে নেবার মানসিকতা যারা রাখেন তারা ওই অর্ধ প্রস্ফুটিত ফুলের মত হয়, কারণ তাদের কৃতকর্ম তাদেরকে পূর্ণ বিকাশের সুযোগ দেয় না।

তাই পরিশেষে বলবো, নিজেকে প্রস্ফুটিত ফুলেদের মত করে বিকশিত করুন, যেখানে মৌমাছি মধু সংগ্রহের সুযোগের সাথে সাথে, আপনার গুণগুলোকে বিস্তারে সাহায্য করতে সক্ষম হয়।

আজ এই পর্যন্তই এসে ইতি টানলেন, ভালো থাকুন সকলে এবং ভালোবাসা পাবার প্রত্যাশার সাথে নিঃস্বার্থ ভালোবাসা দিতে শিখুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটা ছবি সত্যিই খুব সুন্দর ভাবে তোলেন।প্রত্যেকটা ফুলের ছবি দেখতে দারুন লাগছে।আপনার লেখাতো অসাধারণ হয়।আপনার লেখা পড়ে জীবনের অনেক কিছু শেখা যায়।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুব ভালো উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়েছেন স্যার, আমি আপনার কথার সাথে সহমত পোষণ করি। শিক্ষণীয় লেখা আমাদের সাথে সবসময় ভাগ করে নেবার জন্য ধন্যবাদ আপনাকে।

আমারও ততটাই ভালো লাগা কাজ করে যখন সুন্দর মন্তব্য দেখতে পাই লেখার শেষে, আসলে এই বয়েসে এর চাইতে কি বা আর বেশি চাইতে পারি।

Loading...

@pulook প্রতি বারের মতো এবারও আপনার লেখা পড়ে অনেক কিছু শিক্ষা অর্জন করলাম।আপনি ফুলের সাথে মিলিয়ে বাস্তব জিবনটা যেভাবে ব্যাক্ষা করেছেন পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন স্যার।

আপনার বাস্তব জীবন সম্পর্কে লেখা সবসময় আমার মন কেড়ে নেয়, আজও যার অন্যথা হলো না।

অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমরা অর্থের চাইতে অনেক কিছুর মূল্য সম্পর্কে কথা বলে থাকি;
কিন্তু যেই মুহুর্তে আপনি আর্থিক সংকটের মুখোমুখি এসে দাড়াবেন, আপনি বুঝতে পারবেন মুহূর্তের মধ্যে ভালোবাসা এবং কাছের সম্পর্কগুলো কেমন অচেনা হয়ে গেছে।

এই পরিস্থিতির ভুক্তভোগী অনেকেই স্যার। ভীষন ভালো লিখেছেন। অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফুলের ছবির সাথে লেখাটি ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন।

@pulook আপনার লেখা পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। আর আপনার তোলা প্রতিটি ছবি দূর্দান্ত হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিষয় আমাদের মধ্যে ভাগ করে নেবার জন্য। ভালো থাকবেন।