প্রিয় বন্ধুরা,
শনিবারের সন্ধ্যেয় শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি।
নতুন মাস পড়েছে এবং এই মাসটি অনেক নবী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বিশেষ বার্তা বহন করে, কারণ সামনেই ভ্যালেন্টাইন্স ডে, কাজেই প্রেমিক প্রেমিকার কাছে নিজেদের ভাব বিনিময়ের একটি আদর্শ সময়।
আমাদের সময় এইসব বিষয় ছিল না, তখন চিঠি ছিল একমাত্র নিজের মনের কথা ভাষায় প্রকাশের একমাত্র মাধ্যম।
যাইহোক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পুরীর সমুদ্রের বেশ কিছু ছবি। যারা আমার লেখায় কম বেশি শুরু থেকে চোখ রেখেছেন, তারা জানেন যে, যদি কোনো জায়গায় আমি রেকর্ড সংখ্যক বার ঘুরতে গেছি সেটা এই পুরী।
অবশ্য সবসময় যে, ঘুরতে যাবার উদ্দেশ্যেই গিয়েছিলাম সেটা সঠিক নয়, আমার অফিসের মিটিং এর জন্য আবার নিজের কাজের টার্গেট পূরণ করতে পারার খুশিতে আমাদের উৎসাহ দেবার জন্য কোম্পানী থেকে আমাদের পুরীতে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কিছুবার।
সেই সুবাদে কমপক্ষে ২৫ বার বা তার অধিকবার আমার পুরী দর্শনের সুযোগ হয়েছে। সমুদ্রের উঁচু ঢেউ এসে মুছে দিয়েছে আমার সেই পদচিহ্ন কিন্তু আমার মনে আজও আঁকা রয়েছে সময়ের সেই পদাঙ্কন।
মুহূর্তের সাথে পরিবর্তিত হয় অনেক কিছু, তবে স্মৃতির পাতায় রয়ে যায় সেই সময়ের কাটানো ভালো লাগা মন্দ লাগা এবং অর্জিত নানান অভিজ্ঞতা।
কিছু মানুষ হারিয়ে যায় সময়ের স্রোতের জোয়ারে আবার কত মানুষ মনে দাগ কেটে রাখে সারাজীবন, কখন তাদের ব্যবহারে আবার কখনো তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে।
একটা বিষয় হয়তো আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন, আমরা দুটো বিষয় সারাজীবন মনে রাখি, খুব খারাপ মুহূর্ত আর খুব ভালো মুহূর্ত; মাঝারি কিছু সহসা আমরা মনে রাখি না।
জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত যেমন কঠিন আঘাত পাওয়া, সেটা শারিরীক, মানসিক বা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাওয়া এগুলো আমরা কখনো ভুলি না।
অন্যদিকে খুব ভালো নম্বর নিয়ে পাশ করা হোক, ভালো চাকরি পাওয়া হোক, জীবনে সম্পর্কের বৃদ্ধি হোক সবটাই আমাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে চিরকাল।
কাজের জায়গা হোক না ব্যক্তিগত জীবনে আমরা এমন অনেক কিছুই ভুলি না এবং একসময় যেটা নালিশ, অভিযোগ বলে মনে হয় সেটাই সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া মানুষের ক্ষেত্রে ক্ষমায় পরিবর্তিত হয়।
আমি মনে করি অপরাধ যারা করে মানুষের বিশ্বাস নিয়ে বা ভরসা কে কাজে লাগিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করে উপকারী মানুষকে পিঠে চুরি মারে, এবং সেই ছুরিকাঘাত খাবার পরেও সেই মানুষটি ক্ষমার দৃষ্টিতেই তাকে দেখে সেটাই বোধ হয় প্রকৃত মানুষের সংজ্ঞা।
তবে ক্ষমা করলেও সেই মানুষকে জীবনে আর কখনো সেই জায়গা দেওয়া উচিত নয়, অর্জিত শিক্ষাকে কাজে লাগানো উচিত।
কখনো কখনো সুযোগ পেলে তাকে বুঝিয়ে দেওয়া উচিত একি আঘাত সে পেলে কেমন লাগতো। কথিত আছে সমুদ্র নিজের মধ্যে কিছু ধরে রাখে না, সময়ের সাথে পুনরায় ফিরিয়ে দেয় সেগুলো তটে।
কাজেই ক্ষমার দৃষ্টিতে দেখলেই অর্জিত শিক্ষাকে মনে রাখা উচিত, নতুন সূর্যোদয় সবসময় নতুন দিনের বার্তার সাথে পুরনো দিনের শিক্ষাকে কাজে লাগানোর সুযোগ নিয়ে আসে।
আশাকরি আজকের ভাগ করে নেয় ছবিগুলো আপনাদেরকেও কিছু শিক্ষার বার্তা দিতে সক্ষম হবে।
আজ এই পর্যন্তই, ভালো থাকুন এবং সুস্থ্ থাকুন সকলে এই কামনা করি।