কুয়াশাচ্ছন্ন প্রকৃতির কিছু আসাধারণ শোভার ছবি।

in hive-120823 •  2 years ago 

IMG_20220621_183238.jpg

(কুয়াশায় ঘেরা সিকিম)

IMG_20220621_183150.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আপনাদের সকলের দিন ভালোভাবেই কাটছে। কাজের শেষে আপনাদের মাঝে চলে আসতে পারলে ভালোই লাগে।

একঘেয়ে জীবনের ফাঁকে আপনাদের সাথে ভাগ করে নেওয়া কিছু কথা, অনুভূতি এবং আমার কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরতে পারার সুযোগ সত্যি বলতে হাতছাড়া করতে এখন মন চায় না।

আর ঠিক সেই কারণেই যতই ক্লান্ত থাকি, বা বাইরে থাকি নিজের কথা আপনাদের সাথে ভাগ করে নিতে প্রতিদিন হাজির হয়ে যাই।

IMG_20220621_183336.jpg


IMG_20220621_182925.jpg

এমনকি এখন আমার টুর অপারেটর বন্ধুকেও অনুরোধ করি এমন হোটেল ঠিক করতে যেখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে।

যাইহোক, মানুষ অভ্যাসের দাস আর সেই কারণেই হয়তো একটি বয়েস অতিক্রম করবার পর যখন নিঃসঙ্গতা তারা করে তখন কোনো একটা জায়গা খুঁজে পেলেই সেটা আঁকড়ে ধরবার প্রবণতাও বেড়ে যায়।

আজ আমি এখানে সিকিমের কিছু ছবি আপনাদের সাথে ভাগ করতে উপস্থিত হয়েছি।

IMG_20220621_182858.jpg


IMG_20220621_182755.jpg

প্রকৃতির সৌন্দর্য্য এক এক সময় এক এক রকম ভাবে উঠে আসে আমাদের চোখের সামনে। ঠিক যেমনি কুয়াশা ঘেরা সিকিমে তোলা ছবিগুলো দেখলে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন।

এমনিতেই সিকিম আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি, একাধিক বার ঘুরতে যাবার সুযোগ হয়েছে আমার কিন্তু প্রতিবার এখানের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আমাকে মোহিত করেছে।

আবহাওয়ার পাশাপাশি, এখানের রাস্তার ধারের কমলা লেবু গাছ, স্কোয়াশ গাছ, আঁকা বাঁকা পাহাড়ি পথ সবটাই মন কেড়ে নেবার মত।

এছাড়া এখানের মোমো, ভুট্টা খেতে অসাধারণ লাগে। রাস্তার ধারের তিস্তার বয়ে চলা নিজেকে হারিয়ে যেতে বাধ্য করে।

বেশ কিছু বৌদ্ধ মন্দির পরিদর্শনে অভিজ্ঞতাও কোনো অংশে কম আনন্দদায়ক নয়; বিশেষ করে যখন সেই মন্দিরের বারান্দায় দাড়িয়ে আপনি একমুঠো মেঘ ছুঁয়ে দেখবার সুযোগ পাবেন।

আজ যে ছবিগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম, আশাকরি সেগুলো আপনাদের ও ভালো লাগবে।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই এই কামনা করে আজ চললাম। আবার দেখা হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!