প্রতিদিনের বাঁচার লড়াই এর ফাঁকে প্রকৃতির এই ছবিগুলোই বাঁচার রসদ সরবরাহ করে।

in hive-120823 •  2 years ago 

IMG_20220908_102824.jpg

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? কেমন কাটলো আপনাদের আজকের দিনটি? আশাকরি নির্বিঘ্নে এবং ভালোভাবেই কেটেছে।

এই এক ঘন্টা মতন হলো বাড়ি ফিরেছি, তারপর একটু বিরতি নিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ক বার পর তাড়িয়ে তাড়িয়ে চা খেয়ে খেতে কমিউনিটিতে পোস্ট এ চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ!

ভাবছেন কেনো বলছি কথাগুলো? আজকের প্রজন্ম আমার মত বুড়োর লেখা দেখতে আসে এবং সহমত পোষণ করে এটা দেখেই আমার এই হাল।

আমি সত্যি বলছি প্রতিদিন নিয়ম করে এখানে লেখা নিয়ে আসি এবং সবাই কেমন আছেন সেটা জিজ্ঞেস বা জানতে যেমন ভুলি না; ঠিক তেমনি আমি এটাও বিশ্বাস করতে শুরু করেছিলাম আমার এই জিজ্ঞাসা বা কথাগুলোর মূল্য কারোর কাছে নেই বা সোজা কথায় কেউ আমার লেখাকে পাত্তা দেবে না।

দেখুন আমি কিন্তু স্পষ্ট বক্তা, আমি সব মানতে রাজি কিন্তু সেই নিয়মটা যদি সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হয়।

কথায় আছে যে লঙ্কায় যায় সেই রাবণ, এখানে গুটি কয়েক মানুষ ছাড়া মোটামুটি প্রত্যেকেই তেলমালিশ করে এগিয়েছেন এবং সেই তেল যারা খেয়েছে তারাও তাদের ভুলগুলো অবলীলায় এড়িয়ে গেছেন। শুধু কি তাই তারাই কিন্তু ক্ষমতার অধিকারী হয়ে বসে সেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে।

IMG_20220908_102907.jpg


IMG_20220908_102747.jpg


IMG_20220908_103014.jpg

তারা জানেন কি ভাবে এই জায়গায় ক্ষমতা দখল করে নিতে হয় এবং কোন মানুষগুলোকে কাজের নামে ঠকিয়ে ভোট বাগিয়ে নেওয়া যায়।

কিন্তু মুশকিল হলো সোজা গাছ যেমন আগে কাটে কথাটা সত্যি ঠিক তেমনি সোজা গাছের থেকে কাঠ বের হয় বাজারে তার দাম ও বেশি কাজেই বাজার দরের নিরিখে আমার মনে হয় যারা সততার সঙ্গে কাজ করছে তারা অনেকটাই এগিয়ে।

সবচাইতে বড় কথা আমি যখন এটাই ঘুমোতে যাই কখনো মনে হয় না, যোগ্য লোক বা মানুষকে ঠকিয়ে নিজের পকেট গরম করছি।

আমি বিশ্বাস করি যোগ্যতা বিচারের জন্য ও কিন্তু যোগ্যতা লাগে। যদি সেটা না হতো তাহলে আজকে এমন অনেক মানুষকে আমরা আজ পেতাম না, যায় মধ্যে শুধা মূর্তি অন্যতম।

তিনি যদি প্রতিবাদ করে J. R. D Tata কে কোথায় না লিখতেন কেনো মহিলা কর্মচারীদের তিনি তার কোম্পানিতে সুযোগ দেন না, তাহলে আজকের অনেক সফল নারীদের গল্পো শুধু গল্পো হয়েই থাকতো।

সত্যি কথা বলার জন্য সাহসের পাশাপাশি সততা দরকার এবং সেটা মানুষ যদি নাও বোঝেন একজন আছেন যার আদালতে বিচার সমান তিনি কিন্তু ঠিক রাস্তা তৈরি করে দেবেন।

কাজেই সহজ পথ বেছে যারা উপরে ওঠে তাদের সফলতা ক্ষণস্থায়ী কিন্তু যারা সততা, নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন এই জায়গায় না হলেও জীবনের চলার পথে কোনো না কোনো জায়গাতে সফল হবেন এটা নিশ্চিত।

এই জাহ্! বুড়ো বয়েসের দোষ, দেখেছেন বকা শুরু করলে থামার নাম নেই। কিন্তু যে কথা গুলো লিখলাম একবার ভেবে দেখবেন।

অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না, এদিকে কলকাতায় গরম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাই আজকে বিভিন্ন পাহাড়ে ঘুরতে যাবার ছবিগুলো নিয়ে হাজির হয়েছি, বরফ দেখে যদি একটু সময়ের জন্য গরম ভুলে থাকতে পারি।

ছবিগুলো দেখছি আর ফ্রিজে মুখ ঢুকিয়ে দিচ্ছি, শুধু ছবি দেখলে তো আর অনুভূতি পাওয়া যায় না তাই!

আজ চললাম, আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো ছবি ভাগ করে নিতে। ভালো থাকবেন সবাই এবং সুস্থ্ থাকবেন।

অনেক ধন্যবাদ সম্পা বিশ্বাস, সুনিতাকে তাদের মতামত জানাবার জন্য এবং সহমত পোষণের জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
DescriptionInformation
Verified User
#steemexlusive
Plagiarism Free
Bot Free
300+ Words
Club StatusNo
Feedback / Observation
  • Nowadays the number of honest people is very few. We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments .

Regards
@sampabiswas(Moderator)
Incredible India

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.