জিরো পয়েন্ট লাচুং এর কিছু ছবি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম।

in hive-120823 •  2 years ago 
IMG_20230119_193137.jpg
(নর্থ সিকিম - লাচুঙ্)

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের দিন অতিবাহিত হচ্ছে কারণ এই মুহূর্তে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে তাই পোস্টের পরিমাণ দেখে।

এটা আমার কাছে বেশ উৎসাহ পূর্ণ বিষয় কারণ আপনাদের পরিশ্রম এবং কাজের গতি সত্যি প্রশংসনীয়।

ঐক্যবদ্ধভাবে আগামীতেও আপনাদের পথ চলা অব্যাহত থাকুক এই কামনা করি।
আজকে আমার চোখে সৌন্দর্য্যের পরিভাষা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকে যে ছবিগুলো নিয়ে আপনাদের মাঝে আসা সেটা জিরো পয়েন্ট লাচুঙ্ এর ছবি।

জায়গাটি সিকিমে ১৫০০০ ফুট উঁচুতে অবস্থিত, সাধারণ ব্যাক্তিদের এই জায়গার বাইরে যাবার অনুমতি না থাকার জন্য এই নামটি দেওয়া হয়েছে। মানে সাধারণ মানুষের জন্য নির্ধারিত রাস্তা এখানেই শেষ।

IMG_20230119_192939.jpg

এটি ভারত এবং চীন সীমারেখায় কাছে অবস্থিত, এতখানি উচ্চতার কারণে অক্সিজেন এর লেভেল এখানে কম কাজেই সকলের ক্ষেত্রে এখানে পৌঁছনো ততটাও সহজ নয়।

তবে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, কাজেই তার প্রমাণস্বরূপ আপনাদের মাঝে ছবিগুলো নিয়ে আসা।

যেকোনো ভালো কিছু যেমন সহজলভ্য নয়, তেমনি প্রকৃতির কাছে পৌঁছতেও অনেক সময় বেগ পেতে হয়।

সৃষ্টিকর্তা যখন কোনো কিছু নিজের হাতে সাজান, তার রূপ কতখানি মন মোহিত হতে পারে তার উদাহরণ উপরিউক্ত ছবিগুলো।

প্রায় সময় আমি একটা কথা বলে থাকি, আর সেটা হলো, পুরো পৃথিবী দেখার সুযোগ যদি আপনার না থাকে তাহলে অনুশোচনা না করে একবার ভারত ভ্রমণ করে দেখবেন, আপনার আর কোনো দেশ দেখবার প্রয়োজন পড়বে না।

IMG_20230119_193827.jpg

IMG_20230119_193717.jpg

আমি মোটামুটি ভারতবর্ষের মোটামুটি সর্বত্রই ঘুরে বেড়িয়েছি তাই অবলীলায় কথাটা আপনাদের আজকেও বলতে পারছি।

মানুষের তৈরি আজ অনেক কিছুই আছে যেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে যেমন ধরুন কলকাতার কথা বললেই বিশ্ব বাংলা গেট, ইকো পার্ক, বিভিন্ন আধুনিক মল, এছাড়াও রয়েছে গগনচুম্বী অট্টালিকা যেগুলোতে মানুষ আজ পিপীলিকার মত বসবাস করছে।

এই খোলা আকাশের নিচে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে এইসকল মানব নির্মিত সৌন্দর্যের কোনো তুলনা চলে না।

নকলের সাথে আসলের কতখানি পার্থক্য আমার কাছে মানব নির্মিত যেকোনো জিনিসের সাথে প্রকৃতির পার্থক্য ততখানি।

আপনারা যারা আমার মতন শহরবাসী তারা আমার কথার সাথে ছবিগুলো মিলিয়ে নেবেন আশাকরি পার্থক্য নিজেরাই অনুধাবন করতে পারবেন।

দমবন্ধ করা ধুলো ধোঁয়া থেকে ক্ষণিকের বিরতি নিয়ে সুযোগ করে দেখে আসবেন এই সকল স্থানগুলো তাহলে বুঝতে পারবেন সৃষ্টিকর্তার সৃষ্টির মহিমা।

আজকে এই পর্যন্তই এসে বিদায় নিলাম জানাতে ভুলবেন না আপনাদের ছবিগুলো কেমন লেগেছে।

ভালো থাকুন সবাই আর এই পরিবারের সাথে জুড়ে থাকুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...