জীবনের ওঠা পড়া গুলো সময়ের দিন রাত্রির মত।

in hive-120823 •  2 years ago 

IMG_20220909_185444.jpg

প্রিয় বন্ধুরা,
আরো একবার চলে এসেছি আপনাদের মাঝে, নিজের কিছু ছবি ভাগ করে নিতে।

সেই বিষয় কথা বলবার আগে অবশ্যই প্রতিদিনের মতো আজকেও জানতে চাইবো কেমন আছেন সবাই? আজকের দিনটি কেমন কাটলো সবার? নিশ্চই আমার ভাগ করে নেওয়া ছবিগুলোর মত ভালো মন্দ মিশিয়ে কেটেছে।

কারণ প্রতিদিন কিন্তু শুধু ভালো না শুধু মন্দের মধ্যে দিয়ে করে না, কখনো কখনো ভালো মন্দ মিশিয়েও আমাদের দিন কাটে।

জীবনের অনেক খানি পথ চলার মাঝে প্রতিদিনের ওঠা পড়ার সাথে প্রকৃতির মিল আছে শুধু তাই নয় অনেক কিছু শেখার আছে।

আসলে যেটা বলতে চাইছি বা আমি শিখেছি সেটা হলো জীবনযাত্রার পথে আমাদের যেমন আলোর প্রয়োজন ততটাই প্রয়োজন অন্ধকারের।

অবাক হচ্ছেন না তো? কিন্তু ভেবে দেখুন আলো আঁধারির খেলার নামই কিন্তু জীবনযাত্রা। আলো যেমন শেখায় উঠে দাড়াতে, পথ দেখাতে, এগিয়ে যেতে, লড়াই করতে এবং সর্বোপরি একটি নতুন দিন নিয়ে আসে নতুন করে বাঁচার সুযোগ নিয়ে।

IMG_20220909_185522.jpg


IMG_20220909_185753.jpg

ঠিক তেমনি আঁধার আমাদের শেখায় একা চলতে, মানুষ চিনতে, সারাদিনের নিজের লড়াই কে শক্ত হাতে ধরার সুযোগ দিতে, যাতে পরের দিনটিকে ভুল গুলোকে শুধরে আরো একবার পথ চলা শুরু করতে পারি আমরা নতুন করে।

এছাড়া, জীবনের অন্ধকার মুহূর্তগুলো একটা মানুষকে অভিজ্ঞ হতে শেখায়, কে আপন, কে পর, কে শুধু আপনার উজ্জ্বল মুহূর্তের সঙ্গী এবং কে আঁধারে ও আপনার পাশে রয়েছে সাহস জোগাতে সেটা এই পরিবর্তনের ফলে জানা সম্ভব।

আমি জানি বলাটা সহজ কিন্তু এটাও ঠিক এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই যিনি জীবন যুদ্ধের মধ্যে দিয়ে যান নি, সেটা ছোট, মাঝারি বা বড় যেকোনো আকারের হোক না কেনো।

জীবনের অভিজ্ঞতা বাড়ে এই আলো এবং আঁধার পার করবার পর, কারণ প্রতিদিনের যে সিদ্ধান্ত গুলো আমরা নিয়ে থাকি, তার মধ্যে কিছু সঠিক প্রমাণিত হয় যেটা আলো বয়ে নিয়ে আসে জীবনে আবার এমন বেশ কিছু এমন সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি যেটা আমাদের জীবনে আঁধার বটে নিয়ে আসে।

সত্যি বলতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী ভাবে জীবনে থাকে না ঠিক যেমন সূর্য উদিত যেমন হয় তেমনি অস্তমিত হয় প্রতিদিন কিন্তু অমাবস্যার পাশাপাশি পূর্ণিমা ও আসে যাতে সেই রাতের আঁধারেও সঠিক সিদ্ধান্ত বা মানুষগুলোকে আমরা চিনে নিতে পারি।

সমস্যা হলো একটাই জীবনের আঁধারের পরিমাণ বাড়া বা কমা কিন্তু নির্ভর করে আমার সেই সিদ্ধান্তের উপরে যেগুলো আমরা সময় সময় নিয়ে থাকি।

জানিনা কতটা নিজের কথা আপনাদের কাছে পৌঁছতে পারলাম তবে, অনেকটা পথ চলে যা কিছু উপলব্ধি হয়েছে সেটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম।

দুটো জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং সেগুলো হলো কর্ম ও সঠিক সিদ্ধান্ত।
যদি কর্ম ঠিক রাখা যায় তাহলে তার ফল সবসময় না হলেও বেশিরভাগ সময় ভালো হয়।

আবার অন্যদিকে আবেগ কে সরিয়ে কিছু সময় যদি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় তার ফল ও কিন্তু ভালো হয়।

তবে কি জানেন, মানুষ কিন্তু দেখের থেকেও ঠেকে বেশি শেখে, কাজেই ভাবনার বিষয়টি ঠেকার নয় তার থেকে কতটা শিখলেন এবং সেটাকে কতটা কাজে লাগাতে পারলেন ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে।

আজ অনেক কথা বলে ফেললাম, জানিনা কেমন লাগবে আপনাদের। ভালো থাকবেন সবাই এবং সুস্থ্ থাকবেন। আজ এই পর্যন্তই এসে ইতি টানলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I agree with your opinion! we need to keep learning to exploit our own abilities and keep fighting and be patient to achieve a goal in our life. Sir @pulook ! thank you for writing a few "devotional" sentences for all of us .


Imagen2.png
CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @ridwant

  ·  2 years ago (edited)

Thank you so much that some curators now notices other languages, finding quality post and appreciating them. If you people are working like this way several new joiners will get encouragement and the price of steem will again increase.

@steemcurator09 and @ridwant

you are welcome.. sir

Loading...

আমার অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য, আশাকরি আগামী দিনেও আপনার লেখা একরকম ভাবে মূল্যায়িত হবে।