প্রিয় বন্ধুরা,
সকলকে শুক্রবারের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। গত সপ্তাহে অফিসের একটা মিটিং এর প্রয়োজনে দীঘায় যেতে হয়েছিল।
কাজ শেষে সন্ধ্যায় ফাঁকা সমুদ্রতটে দাড়িয়ে সূর্যাস্তের সাক্ষী হতে পেরে বেশ ভালো লাগছিল।
শহরের ব্যস্ত জীবনের মাঝে যখন নিশ্বাস নেবার অবকাশ পাওয়া যায় না, তখন এরকম একদিনের সফর অনেকখানি প্রশান্তি বয়ে নিয়ে আসে জীবনে।
আমরা মানুষ হয়ে সফলতার সিড়ি পেতে না পেতেই অহঙ্কার আমাদের ঘিরে ধরে, হারিয়ে যায় সকল স্মৃতি, কোথা থেকে শুরু করেছিলাম যাত্রা একমুহূর্তে সব ভুলে যায় মানুষ।
ঠিক সেখানে দাড়িয়ে এই সুবিশাল সমুদ্র আর পৃথিবী থেকে তমসা মুছে ফেলার ক্ষমতা রাখা সূর্য্য কতখানি নিরহঙ্কারতা যুগ যুগ ধরে;
একই ভাবে ধরে রেখেছে নিজের মধ্যে।
সফলতা পাওয়ার মধ্যে নয়, ধরে রাখা এবং সঠিকভাবে বয়ে নিয়ে যাওয়ার মধ্যে কৃতিত্ব লুকিয়ে থাকে।
সূর্য্য প্রতিদিন উদিত হয় এবং একটি নির্দিষ্ট সময়ে অস্তমিত হয়, এই কাজটি হাজার হাজার বছর পালন করা সত্যেও কখনো সূর্যের ছুটি নেবার কথা মনে হয় না!
একঘেয়েমি আসে না তার একই কাজ করতে করতে, কারণ সে জানে নিজের কাজের দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্যে দিয়েই নিজের আনন্দ খুঁজে নিতে হয়।
তাই তার আলোতে যখন প্রকৃতি নিজের সালোকসংশ্লেষণের মধ্যে দিয়ে যায়, প্রাণী জগৎ নিজের ঠিকানা থেকে বেরিয়ে খাদ্যের সন্ধান করে, তখন তাদের আনন্দের মধ্যে দিয়ে সূর্য্য নিজের খুশির সন্ধান পায়।
অপরদিকে সমুদ্র ছোটো থেকে বড়ো সমস্ত জলজ প্রাণীদের আশ্রয় দেয় নিজের বুকে, কখনো সে অহঙ্কার দেখিয়ে ছোটো প্রাণীদের অবহেলা করে না।
নৌকা থেকে জাহাজ সমস্ত তার বুকে রাজত্ব করে বেড়ায়, এবং নিজেদের প্রয়োজন মেটায়।
তার মানে দাড়ালো প্রকৃত সফলতা সেটাই যেখানে নিজের থেকেও অন্যের প্রয়োজনের খেয়াল বেশি রাখা হয়।
এই সময়টা পর্যটকের ভিড় বিশেষ একটা থেকে না, কারণ স্কুলের ছুটি নেই, সাথে ঠান্ডার কারণে এখন মানুষ অন্যত্র বনভোজনে ব্যস্ত, তাই সমুদ্র খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।
বিশালতার পরিভাষা নিজেকে জহির করবার মধ্যে দিয়ে পাওয়া যায় না, বিশালতার মানে নিজের ক্ষমতাকে অন্যের মধ্যে ভাগ করে নিয়ে একত্রে এগিয়ে যাওয়া।
তাই যখনই নিজেকে সবজান্তা বলে মনে হবে, একবার এই সুবিশাল সমুদ্র এবং সূর্যের দিকে চেয়ে দেখবেন, আপনার ক্ষমতা কত নগণ্য।
মানুষের পক্ষে না, খালি চোখে উদিত সূর্যের দিকে তাকানো সম্ভব আর না সমুদ্রের শেষপ্রান্ত খালি চোখে পর্যবেক্ষণ করা সম্ভব;
কাজেই নিজেকে বড়ো বা সুবিশাল, জ্ঞানী ভাবার আগে একবার প্রকৃতির এই সৃষ্টির সামনে নিজেকে দার করিয়ে দেখবেন, তাহলে নিজের অর্জিত বিষয় নিয়ে অহঙ্কার কখনো আপনাকে পেয়ে বসবে না।
নিজেকে সঠিকভাবে গড়তে হলে নিজের চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন, তাহলে বুঝবেন নিরহঙ্কার বিশালতার উপমা ছড়িয়ে রয়েছে আপনার চারপাশে।
আজ এই পর্যন্তই এসে আমার লেখায় ইতি টেনে বিদায় নিলাম, আবার চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো ছবি এবং বিষয় ভাগ করে নিতে।
ততক্ষণ ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার কাছের মানুষদের।
অনেকদিন পরে দীঘার সমুদ্র দেখলাম।প্রত্যেকটা ছবিই অপরূপ এক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কখনো যাইনি।
আপনার পোস্ট পড়ে যাওয়ার ইচ্ছে জেগে গেলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চলে আসুন, দূরত্ব বেশি নয় শুধু বাঁধা এখন কাটা তারের বেড়া, আর কিছু নিয়ম যা মানুষের তৈরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This piece of writing is so deep and philosophical that it tells a man his actual value. True, a man must think about his own value before boasting in front of others because there is so much in this world that teaches us to behave ethically.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Sorry for late reply and thank you for express your opinion by translet my writing. Stay connected with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@pulook একটি দুঃখের বিষয় হল আমার কোনোদিন দেখাই হল না এত সুন্দর একটি দৃশ্য। আসলে কোনোদিন যাওয়াই হয় নি।
সময় সুযোগ হলে যাবো কোনো এক দিন। ধন্যবাদ এত সুন্দর ছবি এবং লেখা ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit