আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই??
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন
প্রায় এক কোটি বছর পর আমি পোস্ট করতে আসলাম ,আপনাদের খোজ খবর নিতে আসলাম
হয়তো আমাকে সবাই ভুলে গেছেন, কেউ কেউ হয়তো মনে রেখেছেন।
যাক সেসব কথা আমি আজ আপনাদের সামনে আমার কিছু ফটোশুট দেখাবো । বিভিন্ন ধরনের ছবি আমার আবার প্রকৃতি ছবি তুলতে ভালো লাগে,
আমি যখন ই আল্লাহর সুন্দর সৃষ্টি দেখি তখন আল্লাহ প্রশংসা করে প্রকৃতিকে ক্যামেরা বন্ধি করার চেষ্টা করি
সব কিছুই ক্যামেরা বন্ধী করলে তার সৌন্দর্য যেনো আরো বেড়ে যায়, ক্যামেরা বন্ধী টা থেকে যায় স্মৃতি হয়ে, কিছুদিন যাবত খেয়াল করছি আকাশ টা সবসময় যেন তার নিত্য নতুন রূপ নিয়ে সেজে সেজে থাকছে । আকাশ টা কে এতো সুন্দর লাগে যেটা বাসায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই
তবে যুগে যুগে লেখকরা কবিতা খুব বেশি সুন্দর কে ভয়ংকর সুন্দর বলে আক্ষা দিয়েছে ।
খোলা আকাশ যেনো নীল চাঁদোয়া মাঝে মাঝে সাদা মেঘের খেলা
আমি এই ভয়ংকর সুন্দর কে উপেক্ষা করতে পারিনা তাই তাকে স্মৃতিতে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলেই আমার হাতের মুঠো ফোনে বন্ধী করে ফেলি আকাশের সৌন্দর্য, কখনো নীল আকাশ,কখনো মেঘলা আকাশ ।
আমি ফুল খুব ভালোবাসি ,ফুলের মধ্যে সাদা ফুল বেশি পছন্দ ,সাদা কালার যেকোনো ফুল আমার পছন্দ ,কিন্তু সবসময় তো সাদা ফুল পাওয়া যায় না,তাই অন্যান্য কালার ফুলের সৌন্দর্য তে মুগ্ধ হই
মাঝে মধ্যে মনে হয় ফুল ভালোবেসে হই ফুলের মত,
বড় বড় মানুষেরা বলে ফুল আর শিশু যে ভালোবাসে তার মন তুলার মত নরম হয়
আমি প্রকৃতি প্রেমী ,প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেনো আমার মনে দোল খায়
আমার সমুদ্র অনেক পছন্দ যদিও এখনো সমুদ্রের কাছে যাইনি, যাবো কোনো একদিন সমুদ্রের বুকে নিজেকে ভাসিয়ে দিতে,
প্রকৃতি নিয়ে কথা যতই বলি ততই কম হয়ে যায়
অনেক দিন পর এসে কথা শুরু করেছি আর শেষ হচ্ছেই না ,কিন্তু শেষ তো করতেই হবে,
তাই শেষ করি করবো এখানেই ,তাই আর বেশি কথা বলছি না
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ্য রাখুন
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya |