ম্যাম যেকোন কমিউনিটির এনগেজমেন্ট চ্যালেঞ্জ পাওয়া সত্যি অনেক ভালো একটি ব্যাপার। কারণ এতে করে কমিউনিটির সকলেই উপকৃত হয়। প্রতি সপ্তাহে প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটায়, সেইসাথে অন্য বন্ধুদের লিখা পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। যেহেতু চ্যালেঞ্জে যেকোন কমিউনিটির এবং যেকোন দেশের লোক অংশগ্রহন করে থাকে তাই বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করা যায় তাঁদের লিখা পড়ার মাধ্যমে।
এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ঊনিশ এর জন্য কমিউনিটির পক্ষ হতে আপনি একটি আবেদন করেছেন। স্টিমিট কর্তৃপক্ষ আপনার এবং আমাদের কমিউনিটি সম্পর্কে বিস্তারিত ধারণা রাখে। আপনার পরিশ্রম এবং সততার মূল্য তাঁরা নিশ্চই দেবে। এর আগেও আমরা চ্যালেঞ্জ পেয়েছিলাম এবং সেগুলোতে ভালো ফলাফল পেয়েছিলাম। তাই আশা রাখছি সিজন ঊনিশ এ কর্তৃপক্ষ আমাদের কমিউনিটিকে বিবেচনা করবেন।