কমিউনিটি কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত জুন মাসের দ্বিতীয় প্রতিযোগীতার বিষয়টি চমৎকার হয়েছে। ম্যাম সবসময় আমাদের জন্য ইউনিক বিষয় নির্বাচন করেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই এবারের প্রতিযোগীতা এবং প্রতিযোগীতার বিষয়বস্তুর জন্যে। আমরা সকলেই কোন না কোন জীবনধারার সাথে অভ্যস্থ। জীবন যাপনের মধ্যে আমরা অনেক কিছুই বেছে নিই।
তবে আমার কাছে ভালোবাসায় পরিপূর্ণ জীবন ভালো লাগে। যেখানে সামান্য সুখেই সকলে সুখী হবে এবং একে অন্যকে ভালোবাসবে। যাইহোক আমি নিজে প্রতিযোগীতায় অংশ নেবো এবং অন্য বন্ধুদের আমন্ত্রন জানাবো অংশগ্রহনের জন্যে।