প্যাস্টেল কালার দিয়ে চাঁদনী রাতে গাছের ডালে ঝুলে থাকা ল্যাম্পোষ্টের ছবি অংকন।

in hive-120823 •  5 days ago  (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



1000007386.png
ছবিটা Canva দিয়ে তৈরি

1000007354.png

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকের দিনটা ভালো কাটুক, আনন্দে কাটুক এই প্রার্থনা করি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার নতুন একটা পোষ্ট শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আমার একটা নতুন ড্রইং শেয়ার করব।

কিছু কথা না বললেই নয়। আমি ড্রইং করি সপ্তম শ্রেণিতে থাকা কালীন সময় থেকে।।তারপর থেকে ভালো লাগা আর ইচ্ছায় মাঝে মাঝেই রঙ পেন্সিল নিয়ে বসে যায় আঁকিবুঁকি করতে। মাধ্যমিক বিদ্যালয়ে থাকতে তিন বছর কোনো রকম ড্রইং শিখছিলাম। তারই হাতে খুড়ি নিয়ে এখন মাঝে মধ্যে কিছু ছবি আকায় এবং আপনাদের মাঝে শেয়ার করি। যদিও আমার অংকনের দক্ষতা ততোটা ভালো না। শুধু চেষ্টটা করি মাত্র। ভালো লাগে ছবি আকতে সেটা যেমনই হোক না কেন। নতুন কিছু আঁকতে আর সৃজনশীল হতে বেশ ভালো লাগে। আমি মূলত যখন বাড়ীতে থাকি, তখন ছবিগুলো অংকন করে থাকি। মেসে থাকলে পড়াশুনা আর পরিবেশের কারণে অংকন করা হয়ে ওঠে না। চলুন এবার মূল ড্রইং এ চলে যাওয়া যাক।


1000007354.png


20241221_130547.jpg

প্যাস্টেল কালার দিয়ে চাঁদনী রাতে গাছের ডালে ঝুলে থাকা ল্যাম্পোষ্টের ছবি অংকন।

ছবি সম্পর্কে কিছু কথা:-
  • আসলে ছবি হলো মনের মধ্যে আমরা যে কল্পনা করি সেটাই অংকনের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এটা বাস্তবের সাথে কখন মিলতে পারে আবার কখনও নাও মিলতে পারে। তবে সৃজনশীল চিন্তার প্রকাশ অবশ্যই ঘটবে সেটা ছোট পরিষর বা বড় পরিষরে হোক। আজকের ছবিতে একটা দেওয়ালের পিছনে একটা গাছ দেখতে পাবেন। সেই গাছের ডালেই ঝুলে থাকবে কতগুলো লাইটের মতো। আপনারা যেমনটা অনুষ্ঠানে লাইটিং করে থাকেন, ঠিক তদ্রূপ। আকাশে কিছু তারা ও চাদের ঝলমল আলো দেখতে পাবেন। এভাবেই আমি আমার সৃজনশীল চিন্তা দিয়ে ছবিটা সাজানোর চেষ্টটা করেছি। চলুন ড্রইং শুরু করা যাক।

1000007354.png

অংকনের উপকরণ-

১. ড্রইং পেপার।
২. প্যাস্টেল কালার রঙ
৩. পেন্সিল ৬ বি।
৪. রাবার।
৬. কাটার।
৭. কারেকশন কলম।

প্রথম ধাপ:-

20241221_123812.jpg

প্রথমে আমি আমার সকল ড্রইং এর উপকরণগুলো এক সাথে পাশে নিয়ে নিলাম। যাতে অংকন শুরু করার পর কোনো জিনিজ খুজতে না হয়।

দ্বিতীয় ধাপ:-
20241221_123904.jpg20241221_124107.jpg

এবার আমি পেন্সিল দিয়ে প্রথমে পেপারের বেশ কিছুটা নিচের দিকে একটা লম্বা আড়াআড়িভাবে দাগ দিয়ে নিলাম। এরপর দাগের উপরের দিকে দুই পাশে গাঢ় আকাশি বা নীল কালার দিয়ে বেশ কিছুটা অংশ কালার করে নিলাম। চিত্রে দেখানো ছবির মতো।

তৃতীয় ধাপ:-
20241221_124317.jpg20241221_124420.jpg20241221_124535.jpg

এবার আকাশের বাকি কালারটুকু হালকা নীল রঙ দিয়ে করে নিলাম। এবার নিচের দিকে কাঠ কালারের গাঢ় অংশটা বেশ কিছুটা জায়গা জুরে ব্যবহার করলাম। তারপর বাকি অংশ একটু হালকা কাঠ বা বাদামি কালার ব্যবহার করে রঙ করলাম।

চতুর্থ ধাপ:-
20241221_124553.jpg20241221_124903.jpg

20241221_125657.jpg

এবার একটা ৬বি পেন্সিল নিয়ে নিলাম। তারপর আকাশের অংশে হালকা করে গাছের ডালপালা এবং ল্যাম্প পোস্ট গুলো অংকন করে নিলাম। তারপর একই পেন্সিল দিয়ে গাছের ডালপালাগুলো গাছ কালো করে দিলাম।

পঞ্চম ধাপ:-
20241221_130119.jpg20241221_130401.jpg

এবার নিচের দেওয়ালের অংশটা পেন্সিল দিয়ে ইটের গাথুনির মতো ডিজাইন করে দিলাম। এবং একটা কারেকশন কলম ব্যবহার করে আকাশের চাদ ও লাইটগুলোর মধ্যে আলোর মতো উজ্জ্বল করার চেষ্টটা করলাম।

ষষ্ঠ ধাপ:-
20241221_130501.jpg20241221_130516.jpg

এবার কারেকশন কলম দিয়ে আকাশের বাকি জায়গাগুলো ★ তারা দিয়ে দিলাম। যাতে আকাশটা দেখতে ভালো লাগে।

1000007354.png

20241221_130629.jpg

20241221_130527.jpg

20241221_130547.jpg

এভাবে আজকে আমার ড্রইংটা শেষ করলাম। চেষ্টা করেছি সৃজনশীল মনের ভাবগুলো রঙ পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টটা করেছি।আশা করি আমার প্রত্যেকটা ধাপ আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

বরাবরের মতোই বলব আপনি আর্ট করতে যেমন পছন্দ করেন ঠিক তেমনি প্রতিটা আর্ট মনে হয় কথা বলে আপনি ঠিকই বলেছেন ছবি হচ্ছে মনের কল্পনা যেটা আমরা কল্পনা করি সেটা বাস্তবে রূপান্তর করার জন্য ড্রইং করা হয়ে থাকে আপনার ছবিটা দেখে সত্যিই অনেক বেশি ভালো লাগছে তবে এভাবে ঝুলন্ত ল্যাম্পপোস্ট আমি কখনো দেখিনি একবার মনে হয় দেখেছিলাম ভুলে গিয়েছি অনেক আগে যখন ছোট ছিলাম অসংখ্য ধন্যবাদ চমৎকার ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ বোন, সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আসলে এমন ল্যাম্পোষ্টগুলো কল্পনা আর শিল্পকর্মেই শোভা পায়।