এলোমেলো ফটোগ্রাফি :

in hive-120823 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে নিলাম। কিছু এলোমেলো ফটোগ্রাফি।

img_1677651055954_1.jpg

উপরের
যে, ফটোগ্রাফি গুলো দেখা যাচ্ছে ওগুলা হচ্ছে এলোভেরা এর গাছ।

আমার ছোট বোন কিছুদিন আগে একটা অ্যালোভেরার গাছ তার একটা বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছিল। ওগুলো নাকি ওষুধের গাছ। গাছগুলোর পাতা খুব উপকারে আসে। অ্যালোভেরা পাতা দিয়ে শরবত খেলে শরীর এর ক্লান্তি দূর হয়।

IMG_20230216_124904_722.jpg

আমার ছোট বোন আমাকে বলেছিল আমি এর আগে এগুলা সম্পর্কে জানতাম না। বা কোনদিন খাইনি।
একদিন আমার শরীর একটু হালকা ক্লান্তি লাগছিল। আমার ছোট বোন আমাকে আর অ্যালোভেরা পাতা দিয়ে শরবত বানাইয়া দিয়েছিল। আমি প্রথমে খাইতে চাইছিলাম না। ছোট বোন জোর করে খাওয়াই দিল। পরে দেখলাম শরীরের ক্লান্তি আসলেই দূর হয়েছে কিছুটা।

IMG_20230216_124912_729.jpg

অ্যালোভেরার পাতাগুলো দিয়ে শরবত বানাইছিল ওগুলা পিচ্ছিল পিচ্ছিল লাগছিল। প্রথমে খাইতে একটু খারাপ লাগলেও পরে অবশ্য ভালো রাখছিল। খেয়ে খুব উপকার হলো।

আমি তবু তুমি আমার ছোট বোনের কথা বিশ্বাস এই করতাম না যেগুলা খাইলে আবার শরীর এর ক্লান্তি দূর হয় নাকি পরে খেয়ে দেখলাম আসলেই তোর শরীরের ক্লান্তি দূর হয়।

অ্যালোভেরার পাতা আরো অনেক উপকারে আসে এগুলো আমার ছোট বোনের থেকে আমি জানতে পারলাম তাই আমি ঠিক করলাম বাজারে গেলে আরো গাছ নিয়ে আসব।

আমাদের বাড়ির পাশেই একটা নার্সারি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ঔষধি গাছ বিক্রি করে।

img_1679957263527.jpg

তাই সকাল উঠে উনার নার্সারিতে গেলাম।অ্যালোভেরার গাছ কেনার জন্য ওখানে গিয়ে দেখি। অনেক ধরনের ওষুধের কাজ রয়েছে। আর ছোট বড় অনেক প্রকার এলোভেরা গাছ রয়েছে।

আমি ওখান থেকে তিনটায় এলোভেরারগাছ নেওয়ার সিদ্ধান্ত নিলাম । উনি আমার কাছে প্রতি পিস অ্যালোভেরা গাছ ১০০ টাকা করে চাইলেও। আমি তিনটে গাছ ২৫০ টাকা দিতে চাইলাম।

উনি না বললেন না ২৫০ টাকায় আমায় তিনটি এলোভেরা গাছ দিলে দিলেন। আমি গাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আমার ছোট বোন গাছ গুলো দেখে খুবই খুশি হয়েছিল।

IMG_20230216_124914_736.jpg

এবং আমার ছোট বোন গাছগুলো আমার কাছ থেকে নিয়ে। অনেক যত্ন সহকারে আমাদের বাসার একটু ফাঁকা জায়গায় রোপণ করে দিল। গাছ গুলো দেখতে খুবই সুন্দর তার থেকে গাছগুলোর উপকার অনেক ভালো।

আসলে আমাদের এই পৃথিবীতে অনেক ওষুধের গাছ রয়েছে। কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু জানিনা। আমার ছোট বোনের কাছ থেকে এই গাছের গুণাবলী গুলো জেনে খুবই ভালো লাগলো। তাই আমি মোট চারটি অ্যালোভেরার গাছ ছোট বোনকে এনে দিলাম। রোপন করার জন্য। গাছগুলো আমার ছোট বোন খুবই যত্ন সহকারে রোপন করলো।

আজ এই পর্যন্ত বন্ধুরা,
আপনাদের সাথে আবার দেখা হবে। অন্য কোন দিন, অন্য কোন প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সত্যিই এলোমেলো ফুলগুলো খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেন দেখে খুবই ভালো লাগে আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটা সুন্দরভাবে পড়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

আপনি সত্যিই এলোমেলো অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন এলোভেরা আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হয়তোবা আমরা সবাই জানি।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা এলোমেলো ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং তার সাথে কিছু কথা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছ natural facewash হিসেবেও ত্বকেৱ জন্য কাজ করে। এছাড়া চুলের জন্যে ও অনেক উপকারী এই গাছ। ধন্যবাদ আপনাকে অ্যালোভেরা গাছের উপকারিতা জানানোর জন্য।

Loading...