আবারো হাঁসের খামার দেওয়ার প্রচেষ্টা:

in hive-120823 •  2 years ago  (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার ছোট হাসির খামার শুরু করার প্রচেষ্টা।

img_1677758352807_2.jpg

আমি এর আগেও একটি ছোট হাঁসের খামার গড়ে তুলেছিলাম। আমি আগের হাঁসের খামারটি থেকে কোন লাভ করতে পারিনি। আমার কিছু টাকা লস হয়েছে। কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি ওই ছোট্ট হাসির খামার থেকে।

IMG_20230302_145114_422.jpg

তাই আবারো শুরু করতে যাচ্ছি। ছোট একটি হাঁসের খামার। আমি এই ছোট হাঁসের খামারটি গড়ে তোলার জন্য পুকুরের উপর একটি ছোট ঘর তুলেছি। এবং হাঁসের বাচ্চা থেকে হাঁস বড় করার পর্যন্ত যে জিনিস প্রয়োজন তা সংগ্রহ করে রেখেছি।

এগুলো সব প্রস্তুত করে আমি বৃহস্পতিবার হাস কেনার জন্য হাটে চলে যাই হাটে গিয়ে দেখি অনেক প্রকার হাসির বাচ্চা হাটে রয়েছে।

IMG_20230302_145225_846.jpg

আমি এর আগে খাঁকি ক্যাম্বেল হাসির বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম। খাঁকি ক্যাম্বেল হাঁস নাকি বছরে ৯ মাস ডিম দেয়। তাই ওই হাঁস এর🦆 বাচ্চা দিয়ে 🦆 এর খাঁমার শুরু করেছিলাম। কিছু ত্রুটির কারণে আমি ওই হাঁস গুলো থেকে লস করেছিলাম।

IMG_20230302_145056_433.jpg

কিন্তু হাঁসের বাচ্চাগুলো থেকে আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি। তাই আবারও খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেওয়ার জন্য হাটে গিয়েছিলাম। হাটে গিয়ে একজন হাঁস বিক্রেতাকে জিজ্ঞেস করলাম। যে হাঁসের বাচ্চা গুলোর পিস কত। তিনি আমাকে বললেন তুমি কতগুলো হাঁসের বাচ্চা নেবে।

IMG_20230302_145154_215.jpg

আমি বললাম যে আমি 200 হাঁসের বাচ্চা নিব। উনি আমাকে বলল তুমি যদি ২০০ বাচ্চা নাও। তাহলে তোমার কাছে আমি চল্লিশ টাকা করে। প্রতি পিস বাচ্চার দাম নিব। আর যদি তুমি অল্প বাচ্চা নাও তাহলে প্রতি পিস তোমার কাছে আমি ৪৫ টাকা করে নিব।

IMG_20230302_145049_420.jpg

আমি উনাকে বললাম যে আমি ২০০ পিস খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিব।উনি আমাকে বললেন তাহলেই তোমাকে চল্লিশ টাকা করে 🦆 হাঁসের বাচ্চার পিস দিতে হবে। আমি উনার কাছে দামাদামি করে ২০০ বাচ্চা ৩৮ টাকা পিস হিসাবে নিলাম। এবং হাঁসের বাচ্চার সাথে 🦆 হাঁস পালন করার নিয়মাবলী হিসেবে একটি বই তিনি আমাকে দিলেন।

আর বললেন যে এই বইয়ের লেখা অনুযায়ী তুমি হাঁসের বাচ্চা লালন পালন করিও। আমি উনাকে বললাম আমি এর আগেও এই জাতের হাঁস লালন পালন করেছি উনি। আমাকে বললেন তাহলে তো কোনো সমস্যা নেই। তোমার তো দেখি অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি হাসির বাচ্চাগুলো দেখে বেছে নিলাম।

IMG_20230302_145041_792.jpg

কারণ কিছু কিছু হাঁসের বাচ্চার সমস্যা থাকে। যেগুলা বাড়ি আনতে আনতে মারা যায়। আমি জানি যে কোন বাচ্চাগুলো নিলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি সব বাচ্চা বাছাই করে নিলাম। তারপর আমি সব বাচ্চা চারটা টেরে তে সমানভাবে ভাগ করে নিলাম।

IMG_20230302_145212_681.jpg

একটি অটো ডাক দিলাম ।এবং অটোতে বাচ্চাগুলো তুলে নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর আমি বাচ্চাগুলোকে কিছু মুড়ি পানিতে ভিজিয়ে খেতে দিলাম।

IMG_20230302_145206_666.jpg

কারণ ছোট হাঁসের বাচ্চা গুলো শুকনা খাবার খেতে পারবে না। শুকনা খাবার ওদের খেতে দিলে গলায় আটকাইতে পারে। তাই আমি কিছু মুড়ি পানিতে ভিজিয়ে নরম করার পর ওদেরকে খেতে দিলাম।

IMG_20230302_145056_433.jpg

দেখলাম যে বাচ্চাগুলো খুবই ভালোভাবে খেয়েছে মুড়িগুলো। বাচ্চা গুলো এখন অনেক সুস্থ রয়েছে।আশা করি এবার আমার হাঁসের খামার থেকে আমি কিছু পরিমাণ লাভবান হব। এই আশায় আমার ছোট হাঁসের খামারটি আমি শুরু করলাম।

আজ এই পর্যন্ত বন্ধুরা,

আপনাদের সাথে আবার দেখা হবে।অন্য কোনদিন,অন্য কোন প্রসঙ্গ নিয়ে।আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

আপনি একবার হাঁসের বাচ্চা পালন করতে গিয়ে লস খেয়েছেন। তার পার আপনি আবারো হাঁসের বাচ্চা পালন করার জন্য উদ্যোগ নিয়েছো। বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো।

একবার আপনি লস খেয়ে পিছিয়ে পড়েন নি, আবারো সেই কাজকে নতুন করে করার উদ্যোগ নিয়েছেন। এই জিনিসটাই সবচাইতে মূল্যবান।

যাক এবার ইনশাল্লাহ অবশ্যই আপনি সঠিকভাবে হাঁসের বাচ্চা গুলোকে পালন করতে পারবেন। এবং সঠিক দেখাশোনা করবেন।আমিও কিন্তু কিছুদিন আগে হাঁসের বাচ্চা নিয়ে ছিলাম।কিন্তু কোন কারণবশত সবগুলো হাঁসের বাচ্চাই মারা গিয়েছেন। যাই হোক দোয়া করি আপনি খুব সুন্দরভাবে হাঁসের বাচ্চা গুলোকে পর্যবেক্ষণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনারা কমেন্ট পড়তে আসলে আমার খুবই ভালো লাগে। আপনি খুব ভালো কমেন্ট করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করার জন্য ।এবং আমাকে উৎসাহিত করার জন্য।

Loading...
  • আমি এর আগেও একটি ছোট হাঁসের খামার গড়ে তুলেছিলাম। আমি আগের হাঁসের খামারটি থেকে কোন লাভ করতে পারিনি। আমার কিছু টাকা লস হয়েছে। কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি ওই ছোট্ট হাসির খামার থেকে।

  • হ্যাঁ এটাই তো ব্যবসা, ব্যাবসা মানেই তো লাভ লস, শুরুতে আপনি হাঁসের ব্যবসা করে লস খেয়েছিলেন, তবে আপনি হারকে প্রশ্রয় না দিয়ে আবার ব্যবসা জন্য উঠে পরে লেগেছেন, এটাই তো নিতি।

  • এগিয়ে যান ভাই, দোয়া রইলো ভালো কিছু অবশ্যই আপনার জন্য কাম্য রয়েছে। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে উৎসাহিত করার জন্য।

যে কোন কাজে লস লাভ দেখতে গেলে সব সময় হয় না কারণ আপনি সব সময় লাভের চিন্তা করলে কোন কাজে আপনি ঠিকভাবে করতে পারবেন না যে কাজে লস আছে সেই কাজে লাভ আছে আপনার আগের বছরে লস হয়ে গেছে ইনশাল্লাহ এইবার বছরে আপনার তার ছাড়া দ্বিগুণ টাকা লাভবান হবেন আল্লাহর পরে ভরসা রাখুন।

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন আমার খুবই ভালো লাগলো আপনার পোস্টটি দেখে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।