হ্যালো স্টিমিয়ান'স বন্ধুরা,
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি।
আজ আমি আপনাদের মাঝে আমাদের বাড়ির পাশের নাওডাঙ্গার বিলে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। নাওডাঙ্গায় আটটা পুকুর মিলে একটা পুকুর হওয়ার কারণে স্থানটি নাও ডাঙ্গার বিল নামে পরিচিত।
নাওডাঙ্গার বিলটি অবস্থিত কুড়িগ্রাম জেলার, উলিপুর উপজেলার,ময়েশের বাজারের পূর্ব দিকে। ময়েশ নামের এক ব্যক্তির একটি দোকান ছিল ওই বাজারে । লোকটি মারা যাওয়ার পর। ওই বাজারের নাম তার নামেই নামকরণ করা। তখন থেকেই বাজারে কি মাইকের বাজার নামে পরিচিত।
ময়েষের বাজারের পূর্ব দিকেই গেলে দেখা যায় ওই বিশাল বিলটি বিলটির সৌন্দর্য মনমুগ্ধকর বিলটিতি ঘুরতে গেলে অনেক ভালই লাগে। বিল্টির চারদিকে রয়েছে অনেক পুরানো, পুরানো গাছ ,দ্বীপ ও একটি কুঁড়েঘর।
বিলটিতি রয়েছে অনেক রকমের ফলের গাছ কাঠের গাছ । তার মধ্যে রয়েছে মোট ৩০ টি নারিকেলের গাছ ও ২০ কি খেজুরের গাছ । শীতকালে ওখানে আমরা খেজুর রস খেতে যাই ওখানকার খেজুর রস অনেক সুস্বাদু ও মজাদার । ওখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের আদিম যুগের গাছ ।এবং বিলটিতে রয়েছে একটি মাটির দ্বারা তৈরি করা ভবন।
বিল্টির সৌন্দর্য মনোমুগ্ধকর। বিলটি দেখার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ আসে। আমার বাড়ির পাশে বিলটি হওয়ার কারণে আমি এবং আমার বন্ধুরা সহ মাঝেমধ্যে ঘুরতে যাই। বিলটিতে সময় কাঁটাইতে অনেক ভালো লাগে।
বিশেষ করে শুক্রবার দিনটিতে গেলে অনেক কিছু দেখা যায়। যেমন, অনেক বড় বড় মাছ এবং বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। আরো একটা মজাদার বিষয় যে শুক্রবার দিনটিতে ওখানে গেলে । বড় বড় মাছ ধরার প্রক্রিয়া ও দেখা যায়। বিলটি অনেক বড় হওয়ার কারণে ওখানকার মাছগুলো অনেক বড় এবং সুস্বাদু ।
ওই বিশাল বড় বিলটিতে রয়েছে অনেক প্রজাতির প্রাণী। এবং পোকামাকড়। বিলটির আশেপাশে যারা বসবাস করে তারা বলে যে বিলটিতে রাতের বেলা অনেক প্রজাতির প্রাণী ও পোকামাকড় দেখা যায় ।
সেজন্য মানুষ রাতের বেলা বিলটিতে যেতে চায় না।
আমি একদিন আমার এক বন্ধুসহ সন্ধ্যাবেলা বিলটিতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে দেখি আমাদের একটু সামনে একটা বিশাল বড় সাপ । দেখে খুব ভয় পেয়েছিলাম।সেদিন থেকে আমিও আর সন্ধ্যার দিকে বিলটিতে ঘুরতে যাই না।
বিলটিতে যারা ঘুরতে আসে তারা সন্ধ্যার আগে ওখান থেকে চলে যায় ।
বিলটির কর্তৃপক্ষ সন্ধ্যার পর কাউকে বিলটিতে যেতে দেয় না এবং উনিও যায় না। বিলটির কর্তৃপক্ষ বিল যাওয়ার রাস্তার মাঝখানে একটা বিশাল গেট/দরজার ব্যবস্থা করেছেন।
বিলটির কর্তৃপক্ষ সন্ধ্যার পর গেটটি বন্ধ করে দেয়। এবং গেটের সামনে লেখা রয়েছে সন্ধ্যার পর বিলে
কেউ প্রবেশ করবেন না। সন্ধ্যার পর বিলে প্রবেশ নিষেধ। উনি আরো লিখেছেন সন্ধ্যার পর বিলে প্রবেশ করলে কারো যদি কোন ক্ষতি হয় কর্তৃপক্ষ কে দায়ী করতে পারবেন না।
আজ এই পর্যন্ত বন্ধুরা,
আশা করি আমার দেখা এই বিলটির সৌন্দর্য এবং বিলটিতে থাকা দৃশ্য গুলো আপনাদের ভালো লাগবে।
Curated by - @juichi
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit