হ্যালো বন্ধুরা,
আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি।
আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ওয়াজ মাহফিল কাটানো কিছু মুহূর্ত ও ওয়াজ মাহফিল থেকে যা যা শিক্ষা পেলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি।
ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে উলিপুর উপজেলার বসার বাজার সংলগ্ন মৌলভী পাড়ায়। ওয়াজ মাহফিল টি আমার বাড়ি থেকে বেশি দূর না তাই আমি ওয়াজ মাহফিলটি রাত একটা পর শেষ হয়েছে সেই পর্যন্ত পুরো সময় ছিলাম।
ওয়াজ মাহফিলের চারদিকে খুব সুন্দর করে মরিচ বাতি সহ সাজানো আরো অনেক সুন্দর সুন্দর বাতি দিয়ে ওয়াজ মাহফিল এর পুরো মাঠ সাজানো।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন মোতালেব হোসেন হুজুর। হুজুরের বক্তব্য অনেক সুন্দর ও সুমধুর।
হুজুরের বক্তব্য শুনে মনে হল যেন আমি কোরআন এর বাণী শুনতেছি অবশ্য হুজুর সব কুরআনের বাণী বলেছিল কোরআনের বাণী গুলো শুনে খুবই ভালো লাগছিল। হুজুর আখিরাত বা পরকাল সম্পর্কে যেগুলো ধারণা আমাদের দিয়ে গেল কুরআন শরীফের আলোকে তাতে মনে হল যে আমরা দুনিয়াদারিতে কিসের জন্য এসেছি ।দুনিয়াদারিতে কিছুই নেই।
যে দুনিয়ায় আমরা এত কিছু করে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু তৈরি করে দিয়েছে। কত সুন্দর একটি দুনিয়া আমাদের উপহার দিয়েছে। কত সুন্দর সুন্দর গাছপালা ,কত প্রজাতির পাখি, আরো অনেক কিছু তার দুনিয়া এসে আমরা তাকেই ভুলে গেছি। আজ আমরা তার দুনিয়া উপভোগ করতেছি ।
কিন্তু তার ইবাদত করতেছি না ।এগুলা শুনতে শুনতে কখন যে চোখ থেকে পানি এসে গেল নিজেই বুঝতে পারলাম না। কখন যে দুনিয়াদারির সব কিছু ভুলে গেলাম নিজেই বুঝতে পারলাম না। তখন শুধু মনে হয়েছিল যে সারা জীবন আল্লাহর গোলামী করে যাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রোজা রাখব কিন্তু কেন জানি ওখান থেকেই বের হওয়ার পর সেগুলো আর মাথায় থাকে না।
কালকে ওয়াজ মাহফিল থেকে যে শিক্ষা পেয়ে এলাম। তাতে মনে হল যে আমরা যে এত কিছু নিয়ে গর্ব করি। যার পৃথিবীতে বা জগতে থাকি তাকেই মনে রাখি না ।তার ইবাদতই করি না ।
এত কিছু করে কি হবে ।এত ধন-সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হবে ।কাল থেকে নিয়ত করলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ সারা জীবন পড়ে যাব। আল্লাহ যেন আমার এই নিয়ত কবুল করেন আমিন।
হুজুরের বক্তব্য শেষে যখন বাড়ির দিকে রওনা দিলাম। তখন শুধু মনে হয়েছিল যে যদি আরেকটু এখানে থেকে যেতে পারতাম ।খুবই ভালো হতো। তখন শুধু মনে হইত যে সারাদিন রাত কোরানের বাণী শুনতে পারতাম। কিন্তু সেটা তো আর হবে না।
আজ এই পর্যন্ত বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।আবার আপনাদের সাথে দেখা হবে। অন্য কোন প্রসঙ্গ নিয়ে । আল্লাহ হাফেজ ।
যতক্ষণ পর্যন্ত আমরা হুজুরের বক্তৃতা শুনি ঠিক ততক্ষণ পর্যন্ত। আমাদের ভিতরে অন্যরকম এক অনুভূতি কাজ করে।
আমরা এ পৃথিবীতে এসেছি সৃষ্টিকর্তার করুণায়। সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার এবাদত করার জন্য। কিন্তু আমরা সেটা না করে পৃথিবীতে কিভাবে ধন সম্পদ বাড়ানো যায়। একজন মানুষকে কিভাবে হ্যস্ত ন্যস্ত করা যায় সেই বিষয়গুলো নিয়ে পড়ে থাকি।
কি হবে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে। যখন চোখ বন্ধ করলেই। এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় করে দিবে। অবশ্যই ওই সৃষ্টিকর্তার কথাগুলো মেনে চলার চেষ্টা করুন। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ দেখিয়েছেন।সেভাবে চলার চেষ্টা করুন।
আপনার লেখাটি পড়ে বেশ ভালই লাগলো অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Curated by - @adeljose
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমার পোস্টটি সুন্দরভাবে দেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit