হ্যালো বন্ধুরা,
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন ,সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমাদের দেশে অবহেলিত কিছু কৃষক ও দিনমজুরের কথা।
একজন কৃষক অতি যত্ন করে একটা জমি পরিচর্চা করে।খুব সুন্দর করে বীজ রোপন করে তারপর সেই বীজ পরিচর্যা করে অন্য বা খাবারে পরিণত করে তাদের জন্যই আমরা। কষ্ট না করেই অল্প টাকায় খাবার কিনে খেতে পাচ্ছি। অথচ আমাদের সমাজে তাদের কোন মূল্য দেওয়া হয় না ।তাদেরকে মানুষ যেখানে সেখানে ছোট করে অপমান করে ।কোন ধরনের সম্মান দেয় না। এটাই কি আমাদের সমাজ।
অন্যদিকে আমাদের সমাজে দিকে তাকিয়ে দেখবেন।যে, যারা ক্ষমতার দাপটে অনেক বাড়ি গাড়ির মালিক হয়েছে ।এবং ধনসম্পদ করেছেন কালো টাকা দিয়ে তারা সমাজের মধ্যে মাথা উঁচু করে সকলের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে চলে। সবাই তাদের সম্মান করে, সালাম জানায় এবং দেশের সরকার। তাদের যেন কোন সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রোডাকশন পর্যন্ত দেয়। তাদের কোনো সমস্যা হলে সাথে সাথে পুলিশ বা সরকারি কর্মকর্তা তার সমাধান করে দেয় ।কারণ তাদের টাকা আছে বড় বড় গাড়ি আছে ধনসম্পদ আছে।
আর অন্যদিকে দেখবেন কৃষক বা দিনমজুরের কোন সমস্যা হলে বা কেউ তার কোন ক্ষতি করলে। কৃষক বা দিনমজুরটির কোন কিছু করার থাকে না। সে শুধু নীরবে কান্না করে এবং মাথা নিচু করে থাকে ।কারণ সে কোথায় বিচার দিবে কোথায় সমস্যা সমাধান করবে তারতো টাকা নেই। সে তো কারো সাথে ভালোভাবে কথা বলতে পারবেনা।এগুলো দেখে আমি যা বুঝলাম যে এই সমাজে বেঁচে থাকার জন্য টাকাই সব।
একজন সরকারি কর্মকর্তার কাছে যদি একজন কৃষক বা দিনমজুর। একটা নালিশ করতে যায়। সেখানে সরকারি কর্মকর্তা বলে যে কাকু আপনি কি করেন ।আপনার পেশা কি ?? যখন বলে যে বাবা আমি একজন কৃষক বা দিনমজুর । সরকারি কর্মকর্তারা পরিচয় জেনে মুখ ভার করে বলে ।যে, এখন বলেন আপনার সমস্যার কথা ।যখন কৃষক টি তার সমস্যার কথা বলে ।সরকারি কর্মকর্তাটি কি বলে জানেন? এটা কোন সমস্যা হল এটা একটা সাধারন বিষয়। এইটুকু ঘটনা নিয়ে আপনি আমার কাছে নালিশ নিয়ে এসেছেন। জানতো এখন বাড়ি যান এই হল আমাদের সমাজের অবস্থা।
আমাদের সমাজে একজন কৃষক মাতার ঘাম পায়ে ফেলে ।অন্য যোগান দেয় ।অন্যদিকে একজন দিন মজুর বড় বড় দালানকোটা,বড় ,বড় যানবাহন তৈরি করে । অনেক কষ্ট করে বা যত্ন করে ।কিন্তু সেখানে কিছু কালো টাকার মালিক ওগুলা কিনে নিয়ে বসবাস করে ।যারা সেগুলো তৈরি করল তাদেরকেই দাম দেয় না। ধিক্কার জানাই তাদেরকে যারা ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করে না।
সমাজের দিকেই তাকালেই দেখবেন যে, কৃষক ও দিনমজুর রাই সমাজে অবহেলিত এবং নিচু জাতের মানুষ হিসেবে পরিচিত।
আজ এটুকুই বন্ধুরা,
আবারো আপনাদের মাঝে নিয়ে আসবো আমাদের সমাজে কিছু অবহেলিত দিনমজুর ও কৃষকের কষ্টের নিয়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।