চট্টগ্রাম মিরসসরাই খৈয়াচড়া ঝর্ণায় ঘুরতে গিয়েছিলাম

in hive-120823 •  last year 

20230929_174024_0000.png
Edit by Canva

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভাল আছেন।আমি ও ভালো আছি। আমি এই কমিউনিটিতে ও এই প্লাটফর্মে একজন নতুন সদস্য। আমার বন্ধু রাসেলের হাত ধরে এই সেক্টরে আশা তার স্ট্রিম একাউন্ট নেম @mdrasel442।আমি এই প্লাটফর্ম ও আমার বন্ধু রাসেলের সম্মান অক্ষুন্ন রাখার আপ্রাণ চেষ্টা করব। এর মাঝেও যদি কোন ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনারা সবাই নির্দেশনা দিবেন যাতে আমার আর কোন ধরনের ভুল না হয়।

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিরশ্বরাই খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যাওয়ার কিছু অভিজ্ঞতা ও ফটোগ্রাফি।

IMG_20190823_070600.jpg

প্রথম যাত্রা শুরু আমাদের।
আমরা চট্টগ্রাম চকবাজার থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম রেল স্টেশনে সবাই একত্রিত হই। ওইখান থেকে ট্রেনে করে মিরসরাই গিয়ে নামি। এরপরে একসাথে সবাই চা খেয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। ওইখান থেকে গিরিপথে যাওয়ার সময় দেখলাম কিছু ছোট বাঁশের ছোট খুঁটি বিক্রি করতেছে যাহেতু পিচ্ছিল পথ।ওইখান থেকে একজনে একটা একটা বাঁশের লাঠি ক্রয় করলাম এরপর আবার ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা দিলাম।

IMG_20190823_101157.jpg

IMG_20190823_105042.jpg

IMG_20190823_105824.jpg

IMG_20190823_105817.jpg

IMG_20190823_105826.jpg

প্রায় আধাঘন্টা হাঁটার পর দেখতে পেলাম সেই প্রাকৃতিক সৌন্দর্যের ঝর্ণা।আমরা যখন গেছি তখন ঝর্ণায় প্রচুর পানি ছিল। সেখানে আমার বন্ধুদের সাথে অনেক্ক্ষণ সময় কাঠানোর পর বামপাশের উচু পাহাড় এর গাছের লতা বেয়ে উপরে উঠলাম। উঠার পরে পাহাড়ের ভিতর দিয়ে কিছুদুর যাওয়ার পর দেখলাম আগেরটার চেয়ে একটু ছোট আরেকটা ঝর্ণা। অইখানে ও কিছুক্ষণ সমায় কাটানোর পর আবার উপরের দিকে সবাই হাটা শুরু করলাম।

IMG_20190823_105928.jpg

IMG_20190823_110553.jpg

কিছুদূর যাওয়ার পর দেখলাম আরও একটা ঝর্ণা। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আজকে আমরা এইটার শেষ দেখে যাব। আবার আমরা হাটা দিলাম। আমরা যাইতে যাইতে প্রায় ১৫ টা ঝর্না দেখলাম এইপর্যন্ত আসতে আসতে আমাদের সবাই ক্লান্ত হয়ে গেল।

খুদা লাগলে খাওয়ার জন্য আমরা কিছু শুকনো খাবার নিয়ে গেছিলাম। সবাই একজায়গায় বসে খাওয়ার পর চিন্তা করলাম আর যাওয়া যাবেনা ফিরতে হবে। স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম ওইখানে আরো পরপর টোটাল ২৫টা ঝর্ণা আছে। এই ঝর্ণা টা পুরা চিটাগাং এরমধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর। এরপরে আমরা সবাই মিলে গোসল করলাম আরো ঘন্টাখানেক থাকলাম এরপরে আমরা আবার গিরি পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ভাতঘরে এসে ভাত খেলাম।এরপর সবাই একটা গাড়ি রিজার্ভ করে চকবাজার চলে আসলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  last year (edited)
DescriptionInformation
Verified User
Burnsteem 25
#steemexlusive
Plagiarism Free
Bot Free
Gpt
300+ Words
Club5050
Voting CSINA
Quality7.8/10
Feedback/Observation
  • আমরা চট্টগ্রাম চকবাজার থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম রেল স্টেশনে সবাই একত্রিত হই। ওইখান থেকে ট্রেনে করে মিরসরাই গিয়ে নামি। এরপরে একসাথে সবাই চা খেয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। ওইখান থেকে গিরিপথে যাওয়ার সময় দেখলাম কিছু ছোট বাঁশের ছোট খুঁটি বিক্রি করতেছে যাহেতু পিচ্ছিল পথ।ওইখান থেকে একজনে একটা একটা বাঁশের লাঠি ক্রয় করলাম এরপর আবার ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা দিলাম।

  • You and your friends really enjoy the biggest and most beautiful waterfall in all of Chittagong. Of course, it was a very memorable and enjoyable experience. We look forward to other interesting posts from you. Thank you for sharing with us.
  • You can use the club hashtag #5050.
  • We would like to appreciate your presence and activities towards the community. Our community also like to inspire you to participate in the engagement by visiting others post and make insightful comments.

Regards
@munaa (Moderator)

Incredible India

4IJbBnRVy9Iq78L7aK.gif

আমি অনেকের কাছে শুনেছি পাহাড়ে উঠতে নাকি এই লাঠির প্রয়োজন হয়। আজকে আপনার পোস্ট এবং ছবি দেখে বুঝতে পারলাম। কথাটা একদম সত্যি। আপনারা ঝর্ণা দেখার জন্য চট্টগ্রামের মিরসসরাই খৈয়াচড়া নামক জায়গায় ঘুরতে গিয়েছেন।

যেখানে আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনার বন্ধুদের সাথে আপনি খুব মজা করেছেন,, আনন্দ করেছেন। আসলে ঝর্ণার পানিতে গোসল করার আনন্দটাই অন্যরকম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। সেই সাথে আমাদের পরিবারের যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। দোয়া করবেন যাতে এই পরিবারের সাথে সুনামের সাথে থাকতে পারি।

আপনি এই প্লাটফর্মে রাসেল ভাইয়ের হাত ধরে এসেছেন শুনে অনেক ভালো লাগলো।।। রাসেল ভাই এই প্ল্যাটফর্মে অনেকদিন ধরে রয়েছে আমি আশা করব আপনিও এই প্লাটফর্মে দীর্ঘ সময় ধরে থাকবেন।।।

চট্টগ্রাম মিরসসরাই খৈয়াচড়া ঝর্ণায় ঘুরতে গেছিলাম আর অনেক বেশি মজা করেছেন যেগুলো আপনার ছবি দেখলেই বোঝা যায়।।।। অনেক সুন্দর ভাবে আপনার আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।।।। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।

অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন এই প্লাটফর্মে যাতে দীর্ঘদিন আপনাদের সাপোর্টে থাকতে পারি।

আপনাদের ঘুরতে যাওয়ার দৃশ্য গুলো আসলেই উপভোগ্য ৷ আপনারা বেশ কয়েকজন বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সেই দৃশ্য গুলো অনেক ভালো লাগলো ৷ সবাই মিলে ঘুরার পাশাপাশি অনেক আনন্দ করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে। দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাইতে পারি।