হ্যালো বন্ধুরা,
আসসালামুয়ালাইকুম,অন্যান্য ধর্মের ভাই ও বোনদের জন্য রইলো শুভ কামনা।
আশা করি সকলেই ভালো আছেন।
আল্লাহ এর অশেষ রহমত এ আমিও ভালো আছি।
সকালে রোদ বিকালে বৃষ্টি রাতে কুয়াশা এই মনোমুগ্ধকর দিন এ বিকালে বসে আছি একা একা
হটাৎ করেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো।
ইসস আবার যদি ছোট বেলায় ফিরে যেতে পারতাম।
আবার যদি সেই দাদী দাদুর কাছে আব্বুর কাছে ২ টাকা নিয়ে দৌড়ে দোকানে যাইতে পারতাম।
ভাবতে ভাবতে হটাৎ চোখের সামনে পড়ে গেলো এই গাছ টি।
আমাদের সবার খুবই পরিচিত এই গাছ।
এইটার নাম আমার সঠিক জানা নাই।
তবে ছোট বেলায় এটাকে আমরা মধু গাছ বলে ডাকতাম।
গাছের ফুল গুলোকে ছোটবেলায় আমরা নিয়ে নিয়ে চুষে চুষে মধু খাইতাম।
একজন আর একজন এর কাঁচ থেকে মধু খাওয়া জন্যে মারামারি করতাম।
আবার একসাথেই গাছ খুঁজতাম।
কি মজাদার ছিল না ,স্কুল যাওয়ার সময় একসাথে গাছ খুঁজতে খুঁজতে যাইতাম ক্লাস ফাঁকি দিয়ে এসে মধু খাইতাম।
কোথায় গেলো সেই দিন।
গাছ গুলো আজ ডায়নোসর এর মত বিলুপ্তির পথে
আগে বিকেলে সবাই সহ একসাথে বাগানে জঙ্গল এ ঘুরে ঘুরে এই গাছ এর ফুল এর মধু খাইতাম আজ সেই গাছ দেখাই মিলে না।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমন আমাদের সব ছোটবেলা বিলুপ্ত হয়ে যাচ্ছে ।
তেমনি দিন বাড়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সব মূল্যবান গাছপালা
যান্ত্রিক এই শহরে বাস বাড়ি অফিস আদালত দোকান পাট এর ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না শান্তির একটু পরিবেশ যেখানে বসে ছোটবেলা মনে করা যায়
মানুষের ভিড় এ কাজ এর চাপে বাচ্চারা হারাচ্ছে তাদের পূর্বপুরুষ এর অতীত ।
বাচ্চারা পরে আছে,
তাদের টিভি মোবাইল ভিডিও গেমস এ
হয়ে
আছে রুম এ বন্দী।
আমাদের সময় আমাদের রুম এ বন্দী রাখার জন্যে জোর করে রাখা হতো
খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন বাইরে পরে থাকতাম।
আমাদের শৈশব টা ছিল আনন্দ বিনোদন এ ভরপুর।
আজকের মত এখানেই শেষ করছি ,
আর বেশি কিছু লিখছি না ।
আবার ও দেখা হবে নতুন কোনো
বিষয় নিয়ে নতুন একটা পোস্ট এ
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
সকলকে ধন্যবাদ
অনেক সুন্দর ভাবে পোস্ট উপস্থাপনা করেছেন।
আপনার শৈশবের স্মৃতিগুলো তুলে ধরেছেন।
এবং আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লেগেছে।
আপনার ফটোগ্রাফি এবং পোস্ট দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।
সুন্দর একটি ফটোগ্রাফি ও পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য। এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুলফির আমরা সচারচর সব জায়গায় দেখে থাকি ৷ এই ফুল গুলো সাদা এবং ছোট আকাড়ের হয়ে থাকে ৷ এই ফুল গুলো সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে হিন্দু ধর্মের মানুষেরা পূজা করে থাকে ৷ তারপর এই ফুলে নানা ধরনের মৌমাছি বা পোকা বসে থাকে এবং মধু সংগ্রহ করে থাকে ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে,,,, আমার মনে হচ্ছিল! আমি আমার ছোটবেলায় ফিরে গিয়েছে! সত্যিই বলেছেন,,, আপনি এই ফুলের মধু খাওয়ার জন্য! আমরা সবাই মিলে মারামারি করতাম! সেই ছোট্টবেলার কথা! আজকে আপনি আবারো,,, আমাকে স্মরণ করিয়ে দিলেন।
আপনি এটাও বলেছেন,,,, বর্তমান সময়ে সবাই মোবাইল গেমস, ইউটিউব, ফেসবুকিং ভিডিও, এগুলো নিয়ে ব্যস্ত থাকে! আসলে কি জানেন তো? বর্তমান সময়ে,,,, কেউ এই প্রকৃতির সৌন্দর্য,,, দেখার মতো সময় থাকে না।
আপনি অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন! এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন! আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো! আমি আশা করব,,, প্রত্যেকদিন আপনার পোস্ট,,, আমি পরিদর্শন করতে পারব।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, সৃষ্টিকর্তা সব সময় আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দরভাবে আপনি আপনার ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন দেখে খুবই ভালো লাগলো ফটোগ্রাফি দক্ষতা আপনার অনেকটাই ভালো দেখে খুবই ভালো লাগলো আপনার প্রতিটা ফটোগ্রাফি পাশাপাশি আপনি ফটোগ্রাফি কিছু উল্লেখ লেখা আমাদের মাঝে শেয়ার করেছেন বেশ ভালই লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has been upvoted through Steemcurator09.
Team Newcomer- Curation Guidelines for APRIL 2023
Curated by - @tocho2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit