প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি|| by ripon40

in hive-120823 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি
  • ০৩, জানুয়ারী ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেলে কাটানো সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1672729151859-01.jpeg


Device : Redmi Note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


বাংলাদেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দ্বারা ভরপুর। বিভিন্ন মৌসুমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে হাজির হয়। আমি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কখনো মিস করি না। প্রকৃতিপ্রেমীরা এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্মৃতিচারণ করার চেষ্টা করে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। যেখানেই যাই সুন্দর দৃশ্য দেখলেই ক্যামেরাবন্দি করি। আমার কাছে আকাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। তাছাড়া ফুলের সুন্দর ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আজ আপনাদের সাথে প্রকৃতির কিছু সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG_20220728_172909-01.jpeg


Device : Redmi Note 11
সাদা গোলাপ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। ফুল পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে তার পাশাপাশি মানুষের মনকে মনোরঞ্জন করে তোলে। লাল গোলাপ আমার খুবই পছন্দের সাদা গোলাপ গুলো আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। গোলাপ ফুলের উপর জমে থাকা শিশির বিন্দু ফুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

IMG_20220809_124625-01.jpeg


Device : Redmi Note 11
সুন্দর আকাশের দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • আকাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার বেশ ভালো লাগে কারণ আকাশ বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়। বৈচিত্র্যময় এই দৃশ্যপটভূমিগুলো সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সবুজ প্রকৃতির উপর ছেয়ে থাকা আকাশ সত্যিই অনেক সুন্দর। এই অনুভূতি এই সৌন্দর্য উপভোগ করতে সব সময় ভালো লাগে।

IMG_20220816_175706-01.jpeg


Device : Redmi Note 11
নৌকার দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শাখা নদী। সেখানে কম বেশি পানি সারাটা বছর থেকেই যায়। গ্রামের মানুষের জীবনযাত্রা চলাফেরার ক্ষেত্রে এরকম পরিস্থিতিতে নৌকা খুবই উপযোগী। একজন কৃষক নৌকা নিয়ে তার ব্যস্তময় সময় পার করছে। সেই দৃশ্য পটভূমি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG_20220729_181044-01.jpeg


Device : Redmi Note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। একমাত্র সূর্য উদয় এবং সূর্যাস্ত মুহূর্তে সূর্যের সৌন্দর্য উপভোগ করতে পারা যায়। আমার কাছে খুবই ভালো লাগে যেটা আপনাদের সাথে শেয়ার করেছি।

IMG_20220727_170513-01.jpeg


Device : Redmi Note 11
পাখির উড়ন্ত দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • আকাশের পানে পাখিগুলো যখন একসাথে উড়ে তখন ওই দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় আকাশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে পাখিরা এভাবেই উড়তে দেখলে আমি সেই দৃশ্যগুলো ফটোগ্রাফি করে থাকি।

IMG_20220727_172258-02.jpeg


Device : Redmi Note 11
হাঁটু পানিতে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • এইতো কিছুদিন আগে মোহনা নদীর তীরে গিয়েছিলাম। সেখানে মোটরসাইকেল নিয়ে দারুন সময় অতিবাহিত করেছিলাম। হাঁটু পানি ছিল জায়গাটি অনেক শক্ত মোটরসাইকেল নিয়েও পানির ভিতরে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়।

IMG_20220725_183210-01.jpeg


Device : Redmi Note 11
গোধূলি বিকেলের সুন্দর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



  • বিকেলের সুন্দর মুহূর্তে নদীর পাশে দারুন সময় অতিবাহিত করেছিলাম। জায়গাটি অনেক সুন্দর প্রতিদিন বিকেলে সেখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় ।তাছাড়া বিশুদ্ধ হাওয়া পরিবেশটা সত্যিই উপভোগ্য ছিল।

ধন্যবাদ সবাইকে



💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Loading...

Please do not use other community logo here

I will refrain from it later.

আপনার তোলা প্রত্যেকটি ছবি ভীষন সুন্দর হয়েছে। ছবিগুলো ভাগ করে নেওয়ার পাশাপাশি ছবি সম্পর্কিত ছোটো ছোটো তথ্য গুলো দিয়ে আপনি আপনার লেখনীকে আরও সুন্দর করে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।