প্রিয়,
পাঠকগণ,
আশা করি আপনার সুস্থ আছেন। আর আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে।
আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না। কারন কাল যা রান্না করেছিলাম, সেই খাবার আমরা এখনো শেষ করে উঠতে পারি নি। আসলে এখন শীতকাল, এখন খাবার নষ্ট হয় না। আর শীতকালে একটা সুবিধা আছে খাবার খুব একটা ফ্রিজে রাখতে হয় না।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লাগানো কিছু গাছ ও ফুলের কথা। আপনার সকলেই জানেন আমি গাছ লাগাতে কতটা পছন্দ করি বা ভালোবাসি।
এর আগে অনেক বার আপনাদের সাথে আমার লাগানো ফুলের গাছের ছবি এবং কথা শেয়ার করেছি। আজ ও শেয়ার করবো। কিন্তু শীতকালে অনেক নতুন নতুন গাছ আমি লাগিয়েছি, সেই কথাই আপনাদের সাথে শেয়ার করবো। আর অনেক সুন্দর সুন্দর ছবি ও তুলেছি তাও আপনাদের দেখাবো।
আমি আসাম যাওয়ার আগে দুটো গাঁদা ফুলের গাছ বাজার থেকে কিনে এনে উঠানের উপর লাগিয়ে ছিলাম। দুদিন পর দেখলাম কড়ি বেড়িয়ে, আসলে কেনার সময়ই দেখে ছিলাম কড়ি বেড়োনোর সময় হয়েছিল। তাও ভাবি নি এত তাড়াতাড়ি কড়ি আসবে।
তারপর তো সবেদা গাছের ছোট্টো একটা সবেদা হয়েছিল। ঘুরে আসার পর দেখি সেটাও বড়ো হয়ে গেছে।
আমার লাগানো ছোট্টো একটা গোলাপ গাছের গোলাপ ফুল ফুটেছে।আজ সকালে আমি গাছে জল দেওয়ার সময় দেখলাম রোদটা পুরো গোলাপ ফুলের উপর পড়ছে, আর তখনই একটা ছবি তুলে নিয়েছি আপনাদের দেখাবো বলে।
কাল যখন আমার মেয়ে কুল পুকুর থেকে পূজো দিয়ে বাড়ি ফিড়ছিল, তখন আমার জন্য একটা লঙ্কার চাড়া কিনে আনে। কারন ছোটো থেকেই আমাকে দেখছে এই শীতকালে কিছু শীতকালীন সবজি আমি লাগিয়ে থাকি।
তাই আমার জন্য নিয়ে এসেছে। তা আবার আজ সকালে উঠেই আমি লাগিয়ে ফেলেছি, আমার তো গাছ লাগাতে খুব ভালো লাগে। আমার খুব আনন্দ হয় একটা নতুন গাছ লাগাতে পারলে।
আজকের আমার লাগানো গাছ ও ফল এবং ফুলের কথা ও ছবি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
শুভ রাএি।
এর নাম সফেদা হবে না সবেদা হবে এএা নিয়ে আমি কনফিউজ৷ আমি এই ফলটি খেয়েছিলাম একবার৷ অনেকেরই এই ফলটি খুব ভালো লাগে৷ বাজারে ভালোই চাহিদা রয়েছে দেখেছিলাম৷ আপনার বাগানের লাল গোলাপ বেশ সুন্দর লাগতেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@toufiq777 ফলটির নাম সবেদা। আমরা এই নামেই পরিচিত।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit