আসসালামু আইলামকুম,
কেমন আছেন।
আসা করি সবাই ভালো আছে,আমি বেশি ভালো নাই এই মাসের ২০তারিক আার নতুন মাদ্রাসার ভর্তি পরিক্ষা, তাই অনেক টেনশনে আছি,সবাই আমার জন্য দুয়া করবেন।
পনের তারিখ সকালে আমার এক বন্ধুর সাথে, আমি যে নতুন মাদ্রাসায় ভর্তি হবো, সেই মাদ্রাসাই গিয়ে ছিলাম,মাদ্রাসার নাম হলো, জামিয়া কারিমিয়া মাদ্রাসা, ঠিকানা হলো, ঢাকা, রামপুরা।
বাসা থেকে আমরা দুই জন এক সাথে, বাহির হলাম সকাল সাতটার সময়, আমাদের এলাকা থেকে রিস্কায় উঠলাম, নামলাম হলো ওয়ালেস, ওই খান থেকে বাছে ওঠলাম, যাইতে যাইতে আট টা বেজে গেল।
পরে আমরা বাছ থেকে নামলাম রামপুরায়, ওই খান থেকে হেটে যাইতে পাঁচ মিনিট লাগে, পরে মাদ্রাসার গেটে দারোওয়ান ছিল, সে বললো তোমরা কই যাইবা, পরে বললাম আমরা এই মাদ্রাসায় নতুন ভর্তি হব,তাই দেখতে আইছিলাম।
পরে সে ঢুকতে দিল আমাদের কে , মাদ্রাসা হলো ছয় তালা, জামাত হলো নুরানী বিভাগ থেকে দাওরা হাদিস পর্যন্ত আছে, আমি তাইছির বিভাগে ভর্তি হবো।
প্রথমে মাদ্রাসার অফিস রুমে গেলাম আমরা,ওই খানে গিয়ে মাদ্রাসার ম্যানেজারের সাথে কথা বললাম, মাদ্রাসার ভর্তির ব্যাপার নিয়ে, তার পরে দুই তালাই গেলাম আমরা, আর মাদ্রাসার অফিস রুম ছিল নিছ তালায়,দুই তালায় হেফজ বিভাগ ছিল, আর মাদ্রাসার মসজিদ।
তার পরে চার তালায় গেলাম আমরা, চার তালায় ছিল নুরানী বিভাগ, আর মাদ্রাসার বডিং রুম , কিছুক্ষণ ওই খানে ছিলাম আমরা, পরে আবার পাঁচ তালায় গেলাম, ওইখানে ছিল কিতাব বিভাগের প্রথম চার জামাত, পরে ছয় তালায় ও ছিল বাকি জামাত গুল।
মাদ্রাসার পরিবেশটা আমার কাছে ভালো লেগেছিল,আমি যে জামাতে ভর্তি হব, সেই জামাতে গিয়ে দুই জন ছাত্র ছিল তাদের সাথে কথা বললাম,তখন মাদ্রাসার নিরানী বিভাগ আর হেফজ বিভাগ খুলা ছিল,এছারা বাকি সব ক্লাস বন্ধ ছিল।
তাই অন্য ক্লাসে কেন ছাত্র ছিলনা,কিছুক্ষণ পরে মাদ্রাসার বড হুজুর আসলো, তার সাথে আমরা পরিচয় হলাম, কথা বাত্রা বললাম, তার কিছুক্ষণ পরে আযান দিল, জুয়ার নামাজ পরলাম ওই খানেই।
নামাজের পরে আমরা দুই জন বাসার দিকে রওনা দিলাম, বাসাই আসতে আসতে আমাদের তিন টার মত বেজে গেল।
Device | Name |
---|---|
Android | Xiaomi Redmi Note 10 |
Camera | 48Mp PDAF camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |
তুমি নতুন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য তোমার বন্ধুদের সাথে করে নিয়ে চলে গেলে সেই মাদ্রাসায়। অফিস ম্যানেজার এর সাথে কথা হলো। তুমি যেই বিভাগে ভর্তি হবা সেই বিভাগের মাত্র দুজন ছাত্র আছে। এছাড়াও অন্যান্য বিভাগ এখন বন্ধ কেননা রমজান মাস ছুটির সময়।
অঙ্গীকারনামা পড়লাম সেখানে অনেক সুন্দর ভাবে বিষয়বস্তু তুলে ধরেছে আশা করি এই অঙ্গীকারনামা কোন ছাত্র মেনে চললে ভালো ফলাফল অর্জন করবে।
দোয়া রইল ছোট ভাই তোমার জন্য। পড়াশোনা কোন মন দিয়ে।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and any tags.
Curated by : @steemdoctor1
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা দুই জন বাসা থেকে বের হলেন মাদ্রাসা যাওয়ার জন্য ৷ আপনারা নতুন ভর্তি হলেন মাদ্রাসার পরিবেশ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ৷ যাই হোক তারপর আপনারা ভর্তি হলেন ৷
যাই হোক ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ আপনি মন দিয়ে লেখাপড়া করেন ৷ ধন্যবাদ আপনাকে ৷
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We support quality posts anywhere and any tags.
Curated by : @steemdoctor1
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক আপনি নতুন মাদ্রাসায় ভর্তি হবেন। সেজন্য আপনার বন্ধু মিলে ওই মাদ্রাসায় বাসে করে চলে গেলেন। এবং সেখানে গিয়ে ভর্তি হওয়ার জন্য, আপনারা ছয় তলায় ভর্তি বিভাগে গেলেন।
সেখানে গিয়ে দেখছি আপনি ফরম পূরণ করেছেন। অঙ্গীকারনামা ছবি দিয়েছেন, আসলে প্রত্যেকটা মাদ্রাসা বা স্কুলেই এ সকল নিয়মগুলো মানতে হয়। এবং এর পরেই ভর্তির কার্যক্রম শুরু হয়।
যাক আপনার নতুন মাদ্রাসা এবং পড়াশোনা বেশ ভালো কাটুক, এই কামনা করছি সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা, যেন আপনাকে সঠিকভাবে পড়াশোনা করার তৌফিক দান করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।
#miwcc
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit