আসসালামু আলাইকুম,
কেমন আছ সবাই আসা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি, আপনাদের সাথে আবার নতুন একটা পোস্ট নিয়ে আসলাম।
আজকে দুপুরে আযানের পর গোসল করে রেডি হয়ে ছিলাম মসজিদে যাওয়ার জন্য , তখনও দেখলাম আকাশে হালকা হালকা মেঘ ছিল, তারপরেও ওই অবস্থায় মসজিদের দেখে রওনা হলাম, আমাদের এলাকায় মোট নাম করার মসজিদ আছে দুইটা, একটা হল টিএন্ডটি বড় মসজিদ, আরেকটা হল ৫ নাম্বার গেট মসজিদ, যেটা ভালো টিএনটি বড় মসজিদ এই মসজিদে নাম জামিয়া মোহাম্মদিয়া মসজিদ, আর পাঁচ নাম্বার গেট যে মসজিদটি তার নাম শুধু জামিয়া মসজিদ।
সবাই ঐ মসজিদটিকে বড় মসজিদ বলেই চিনে, কেউ যদি এই এলাকায় আসে যদি বলে বড় মসজিদে যাব, তাহলে টিএনটি বড় মসজিদে নিয়ে আসে, যাই হোক এই মসজিদটি এলাকার ভিতরে সব থেকে বড়, এবং অনেক পুরানো মসজিদ, বিল্ডিং হয়েছে প্রায় ২২ বছর রানিং , এই মসজিদটি অবস্থিত হয়েছে প্রায় ৪৫, ৪৬ বছর হয়েছে, আর পাঁচ নাম্বার গেট মসজিদটি হয়েছে ৩৪ বছর রানিং, যাই হোক যখন আমি মসজিদের রাস্তার এসে পড়েছি তখন দেখলাম আকাশে ধীরে ধীরে কাল হচ্ছিল।
মসজিদের দিকে তখন সোজা চলে গেলাম, মসজিদের সামনে একটা মাঠ আছে মোটামুটি বড়, মসজিদটা হল দুই তালা, মসজিদটি দুই তালা হলেও ভিতরে অনেক বড় নিচতলা উপর তালা মিলিয়ে প্রায় ছয় পাঁচ ছয় হাজার মানুষ আটে, আমি গিয়ে মসজিদের মাঠের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ করে দেখি আকাশে অনেক রোদ উঠে গেল, ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে পরে মনে হল বৃষ্টি আর আসবে না।
কিছুক্ষণ পরে দেখি নিজতলা মানুষ দিয়ে ভরে গিয়েছে এবং উপরের দিকে মানুষ উঠা শুরু করেছে, তখন আমি তাড়াতাড়ি করে দুই তলায় চলে গেলাম নামাজের জন্য , দ্বিতীয়তলা একপাশে লাগিয়ে বসলাম ,প্রথমে মানুষ ছিল না কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় তালায় মানুষ দিয়ে ভরে গিয়েছে এবং অনেকেই দেখি বাইরে দাঁড়িয়ে ছিল।
কিছুক্ষণ পরে সুন্নত পড়ার সময় দিল, সুন্নতের পর একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে ছিল , বিষয়টি হলো আমাদের এলাকার মধ্যে একটি মহিলা মাদ্রাসা বানানোর কাজ চলতেছিল, তাই মাদ্রাসার জন্য কালেকশন করা শুরু করল, কালেকশন শেষ করি খুতবা শুরু হল তারপর জুম্মার নামাজ শুরু করল।
নামাজ শেষ করে যখন চলে আসতে ছিলাম তখন দেখলাম মসজিদ ভরার পরেও দেখলাম মসজিদের মাঠেও দেখি মানুষ দিয়ে মোটামুটি ভরে গিয়েছিল,
ওখান থেকে পড়ে বাসায় চলে আসলাম, আসার সময় মহিলা মাদ্রাসার রাস্তা দিয়ে আসতে ছিলাম, দেখলাম কতটুকু কাজ হয়েছে, শুনেছিলাম রোজার পরপর মাদ্রাসা চালু হয়ে যাবে, দেখলাম মোটামুটি কাজ শেষ ভিতরে খালি টাইস এবং দরজা লাগানো বাকি আছে।
মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এত মানুষ হয় যে পুরা রাস্তা মানুষ দিয়ে বলক হয়ে থাকে, চাপাচাপি মধ্যে দিয়ে একজ অন্যজনকে ধাক্কা ধাক্কি করে বাহির হয়, যাইহোক ওখান থেকে আমি চলে আসলাম তখন, নামাজের আগে দেখেছিলাম আকাশে প্রচুর পরিমাণ মেয়ে ছিলো এবং নামাজের পর দেখি প্রচুর পরিমাণ রোদ উঠেছে।
আজকের মত আমার পোস্টটি এখানেই শেষ, আপনাদের সাথে আবারো নতুন একটি পোস্ট নিয়ে দেখা হবে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Device | Name |
---|---|
Android | Tceno |
Camera | 13M DUAL camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |
শুক্রবার জুম্মার একটি পবিত্র দিন এই দিনে আপনারা নামাজ আদায় করে থাকেন ৷ তারপর দেখলাম এই দিনে বেশ কিছু ঘুরাঘুরির মুহূর্ত শেয়ার করেছেন ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুক্রবারের দিন আসলে ঘুরে বেড়ানোর দিন। এই দিনটা তো কেমন যেন ঘুরে বসে থাকতে মন চায় না। ঘর থেকে বের হতে মন আনচান আনচান করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit