আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন, আপনাদের দোয়াতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের সাথে আবার অনেকদিন পর নতুন একটি পোস্ট নিয়ে আসলাম।
কিছু দিন আগে আমার এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ছিলাম ৩০০ ফিটে, মূলত আমাদের যাওয়ার কথা ছিল পাঁচ ছয় জনের, তার মধ্য থেকে আমি এবং আমার এক বন্ধু গিয়েছিলাম ওরা ব্যস্ততার কারণে যেতে পারেনি, আমরা বাসা থেকে বাহির হয়ে ছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে।
আমাদের বাসা থেকে বাহির হইতে হইতে প্রায় তিন টার মত বেজে গিয়েছিল, যাই হোক আমরা দুজন বাসা থেকে বের হয়ে একসাথে এক রিক্সা নিয়ে বাস স্টেশনে গেলাম, আমার বাসা থেকে ওর বাসা একটু দূরে, তাই ওই আগে বাহির হয়েছিল আমি একটু পরে বাহির হয়ে ছিলাম।
যাই হোক আমাদের এখান থেকে বাস স্টেশনের যাইতে প্রায় ১৫ মিনিটের মত লেগেছিল, ওইখানে গিয়ে একটি বাসে উঠলাম, ওই বাস দিয়ে আমরা গেলাম খিলক্ষেত, আমরা বাসে উঠেছিলাম সৈনিক ক্লাব থেকে, সৈনিক ক্লাব থেকে খিলক্ষেত যাইতে ২০ মিনিট লাগার কথা ছিল, কিন্তু লোকাল বাস তাই এক ঘণ্টার মতো লেগে গিয়েছিল।
যাই হোক খিলক্ষেতে নেমে আবারো একটা রিক্সা নিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে গেলাম, খিলক্ষেতের আগেই ছিল কুড়িল বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড থেকে ভেতর একটা গুলি আছে ওই দিকে যাওয়া যায় না, ওই গলিতে যেতে চাইলে খিলক্ষেত দিয়ে যেতে হয়, তাই আমরা ওখান থেকে একটি রিক্সা নিয়ে কুড়িল বিশ্ব রোডের দিকে গেলাম।
ওইখান থেকে আবারো আমরা ৪০ টাকা করে দুটি টিকিট কিনলাম বাসে ওঠার জন্য, ৩০০ ফিট যাওয়ার জন্য আলাদা বিআরটিসি বাস রয়েছে, টিকিটগুলি কিনে আমরা সিরিয়ালে দাড়াইলাম, প্রায় বিশ মিনিট পর বিআরটিসি বাসটি আসলো, পরে একে একে করে সবাই বাসের ভিতরে উঠলাম, বাসে ওঠার সাথে সাথেই বাসটি ছেড়ে দেবো বেশি দেরি করে নাই।
যাই হোক আমাদের যাওয়ার কথা ছিল চার নাম্বার ব্রিজে, কিন্তু আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই আমরা ভুলে দুই নাম্বার বিজি নামে এগিয়েছি লাম, আমরা মনে করেছিলাম এটাই সেই ব্রিজ, পরে আমরা হেঁটে হেঁটে তিন নাম্বার ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, ওখানেই কিছুক্ষণ হাটাহাটি করে বাসার দিকে আবার রওনা দিলাম।
আজকের মত আমার পোস্ট এখানেই শেষ, আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী পোস্ট নিয়ে, এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।
Device | Name |
---|---|
Android | Tceno |
Camera | 13M DUAL camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |
আপনি আজ আপনার পোস্টটিতে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কিছু মুহুর্ত শেয়ার করেছেন। বন্ধু হলো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তাই তাদের সাথেও কিছুটা সময় কাটানো উচিত।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনার ঘোরাঘুরি মুহূর্তগুলো দেখে অনেক ভালো লাগছে। আমাদের জীবনে বিনোদনের একটি মাধ্যম হলো কোথাও ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের হয়। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। ভালো থাকবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit