আসসালামু আইলামকুম,,,,,
কেমন আছেন সবাই,,,,,,'’''
এই মাসের ২৪তারিকে আমরা বাসার সবাই মিলে দাদার এবং নানার বাড়ি যাব ।প্রথমে আমরা ফজরের নামায পড়ে বাসায় এসে হালকা নাস্তা করে রওনা দিলাম,কিন্তু বাবা আমরা যাওয়ার পরে যাবে,তাই বাবা যাইনাই।
বনানী এলাকায় আমাদের বাসা। বনানী থেকে আব্বুর গাড়ি করে আমরা গেলাম হলো মুহাখালি বাস কাউন্টারে ।তখন বাজে সকাল ৬ টা ১০ মিনিট। গাড়ি একটি সেরে দিছে প্রথমের টা। আমরা পরে ২য় বাসের টিকেট কাটলাম।
আমাদের গাড়ি ছারবে হলো ৬টা ২০মিনিটে। আমাদের গাড়ি কিছুক্ষণ পরে ছেরে দিল। তখন রাস্তায় কোন যেম ছিলনা। আমারা উত্তরায় আসলাম হল ২০ মিনিটের ম্যধে।ওই খানে আবার একটি ছোট বাস কাউন্টার আছে তাই গাড়ি ওই খানে ৫মিনিটের মত ছিল।
পাঁচ মিনিট পরে ওই খান থেকে আমাদের গাড়ি ছেরে দিল। কিছুক্ষণ যাওয়ার পরে হালকা হালকা যেম পরে গেল।কিছুক্ষণ পরেই ঢাকার শেষ মাথায় এসে যেমে পরে গেলাম। ১ঘন্টার মত যেমে ছিলাম।
কিছুক্ষন পরে হালকা যেমে গাড়ি আস্তে আস্তে চলতে ছিল।ঢাকা থেকে পাই আশুলিয়া পর্যন্ত গাড়ি এই ভাবে গিয়ে ছিল।যাই হক আশুলিয়ার পর থেকে গাড়ি এক টানা গিয়ে ছিল।আবার কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ি এক পাম্পে থেমে ছিল ১০মিনিটের মত।
গাড়ি থেকে নেমে হালকা নাস্তা করলাম ১০মিনিট পরে গাড়ি ছেরে দিল।কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের যমুনা ব্রিজ এসে পরল। ব্রিজে উঠার জন্য টুল কাটল পরে আমরা ব্রিজে উঠলাম। ব্রিজ টি পার হইতে আমাদের সময় লেগে ছিল ৪মিনিটের মত।
ব্রিজ পার হলাম ওই খান থেকে আবার সিরাজগঞ্জ সহরে আসতে আমাদের ২ঘন্টা সময় লেগে গিয়ে ছিল।সিরাজগঞ্জ সহরে এসে বাস থেকে নেমে আবার আটো গাড়িতে উঠ লাম আবার আটো ছারতে ছারতে বিশ মিনিট লেগে গেল।
সহরে থেকে আমাদের মেঘাই আসতে আরো দুই ঘন্টা সময় লেগে ছিল।আমরা সবাই মেঘাই এসে নামলাম । আবার ওই খান থেকে নদী পার হতে হবে।মেঘাই এসে আমরা নৌকায় উঠে বসে থাকলাম। কিছুক্ষণের ভিতরে নৌকা ভরে গেল তার কিছুক্ষণ পরে নৌকা ছেরে ছিল।
নদী আবার পার হতে হতে আমাদের সময় লাগল এক ঘন্টার মত।যাই হক আমরা ঠিক মতই নদী পার হলাম পরে আমারা নৌকা থেকে নেমে ছোট ছোট ভেন গাড়িতে উঠলাম।ভেন গাড়ি দিয়ে সরাসরি বাড়ীর সামনে নামলাম।
প্রথমে আমরা দাদুর বাড়িতে আসলাম ঈদের পরে আমারা নানুর বাড়িতে যাব।
Device | Name |
---|---|
Android | Xiaomi Redmi Note 10 |
Camera | 48Mp PDAF camera |
Location | Dhaka, Bangladesh 🇧🇩 |
Short by | @rjabdullah |
আপনি ঈদের ছুটিতে দাদা ও নানার বাড়িতে ঘুরতে যাচ্ছেন মনে হয় ঐ জায়গায় ঈদ করবেন ৷ দেখলাম বাস ও করে যাচ্ছেন তারপর আপনার যাত্রা দুই ঘন্টার মত ছিল তারপর বাস থেকে নেমে অটো করে চলে গেলেন নানার বাড়ি ৷ তারপর দেখলাম নদী ও পার হয়েছিলেন নৌকা দিয়ে ৷ আপনার যাত্রা টি আসলেই অনেক সুন্দর হয়েছে ৷ যাই হোক ভাই আপনাদের সবার ঈদ কাটুক অনেক আনন্দের সাথে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit