মানিয়ে নিয়ে চলতে পারলে জীবন সুন্দর!🥰

in hive-120823 •  11 days ago 
pexels-photo-1416736.jpegSource

নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ছোটবেলা থেকে বেশ অস্থির ধরনের ছিলাম। নতুন পরিস্থিতি বা পরিবর্তন আমাকে কখনো কখনো খুব ভয় পাইয়ে দিতো। ছোটবেলায় আমি যখন কোনো কিছু ঠিক মতো কিছু করতে পারতাম না, তখন আমার মনে হত আমি কখনো কিছু করতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে কিছু বিষয় আমি শিখেছি। এখন বুঝতে পারি, জীবনে যদি সুন্দর হতে হয়, তবে কিছু জিনিসের সাথে মানিয়ে নিতে শিখতে হবে। "মানিয়ে নিয়ে চলতে পারলে জীবন সুন্দর" এই বিষয়টি আমি নিজের জীবনে খুব গভীরভাবে অনুভব করেছি।

যখন আমি কলেজে ভর্তি হয়েছিলাম, তখন আমার জীবনে একেবারে নতুন পরিবেশ তৈরি হয়েছিল। নতুন বন্ধু, নতুন শিক্ষক, নতুন পরিস্থিতি—সব কিছুই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আমি নিজেকে বারবার প্রশ্ন করতাম, "এটা আমি পারব তো? আমি কি এই পরিবেশে মানিয়ে নিতে পারবো?" প্রথমে আমি খুবই অসন্তুষ্ট ছিলাম, মনে হতো যে সবাই খুব ভালো করছে আর আমি পিছিয়ে আছি। কিন্তু পরবর্তীতে আমি বুঝলাম, এই পরিবেশের সাথে মানিয়ে নেয়া ছাড়া আমার সামনে আর কোনো বিকল্প ছিল না।

এমন এক সময় ছিল, যখন আমি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার সম্মুখীন হয়েছিলাম। আমি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব খারাপ ফল করেছিলাম। অনেক দিনের পরিশ্রম সত্ত্বেও ফলাফল আমার প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। আমি খুব হতাশ হয়েছিলাম। সেদিন, আমি একেবারে ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছিল জীবনের সব কিছুই শেষ। কিন্তু তারপর, আমি নিজেকে বুঝিয়ে বললাম, "এটা আমার একমাত্র পরীক্ষা ছিল না। আমি আবার চেষ্টা করতে পারি।" সেই মুহূর্ত থেকেই আমি শিখলাম, জীবনে কোনো এক ব্যর্থতা মানেই সব শেষ নয়।

এভাবে আমি নিজেকে মানিয়ে নিতে শিখলাম। যখন আমি বুঝতে পারলাম, কোনো কিছু না ঘটলে জীবনে শেখার সুযোগ থাকে না, তখন থেকে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আমি এখন জানি, কোনো পরিস্থিতিতেই হাল ছাড়লে চলবে না। নিজের সাথেই যুদ্ধ করে এগিয়ে যেতে হয়। কিছু ক্ষেত্রে, আমার সব পরিকল্পনা একেবারে ভুল হয়ে যায়, কিন্তু আমি সেই ভুলগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে শিখেছি।

pexels-photo-7439129.jpegSource

এখন, আমি জীবনের প্রতি এক ধরনের ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে তাকাই। যখন কোনো পরিস্থিতি খুব কঠিন মনে হয়, তখন নিজেকে মনে করিয়ে দিই, "এই মুহূর্তটা সাময়িক। কিছুদিন পর, সব ঠিক হয়ে যাবে।" আমি জানি, পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা আমার হাতে।

সত্যি বলতে, জীবন কখনোই সরল পথের মতো নয়। সব সময় শান্তি, সুখ বা সাফল্য থাকে না। কিন্তু আমি শিখেছি যে, যখন পরিস্থিতি কঠিন হয়, তখন যদি নিজের মধ্যে মানিয়ে নেওয়ার শক্তি তৈরি করি, তখনই জীবন সুন্দর হয়ে ওঠে। জীবন যদি কোনো সোজা পথ না হয়, তাহলে তার সাথে চলার শক্তি এবং ধৈর্য্যই আমাদের সত্যিকার সুখের পথে নিয়ে যায়।

এটাই আমি শিখেছি—মানিয়ে নিয়ে চলতে পারলে, জীবনের সব দুঃখ-কষ্টের মধ্যেও সুন্দরতা খুঁজে পাওয়া সম্ভব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

আজকে আপনার জীবন সম্পর্কে অনেক কথাই আমাদের মাঝে তুলে ধরেছেন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক কিছুই উপস্থাপন করেছেন
। আসলে ছোট থাকতে আমাদের জীবনের চলার ধারণা একরকম থাকে আর বড় হওয়ার সাথে সাথে সেটা পরিবর্তন ঘটে।।