একটি স্বর্গীয় চিত্র:(গ্রামীণ পরিবেশ)

in hive-120823 •  2 months ago 

নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন এক পোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক...

free-photo-of-view-of-a-field.jpegSource

সবুজের ছোঁয়া, প্রকৃতির কোলে শান্তি, সহজ-সরল জীবনযাত্রা – এসব মিলে গড়ে ওঠে একটি সুন্দর গ্রামীণ পরিবেশ। গ্রামের পরিবেশ শহরের হৈ-চৈ থেকে একদম আলাদা। গ্রামের পরিবেশ থাকে নিরিবিলি। কোন কোলাহল নেই যানবাহনের হর্নের শব্দ নেই। গ্রামের পরিবেশ একটি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে প্রতিটি মুহূর্তই নতুন, প্রতিটি দৃশ্যই মনকে প্রশান্ত করে।

গ্রামে ঘুরে বেড়ালে চোখে পড়ে সবুজের বিস্তীর্ণ সমারোহ। ধানের ক্ষেত, ফলের বাগান, নদী-নালা, পুকুর – সব মিলে গ্রামকে করে তুলেছে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আধার। সকালে গাছের ডালে পাখির গুঞ্জন, সন্ধ্যায় গরু বাছুরের ডাক – এসব শব্দ মিলে গ্রামের পরিবেশকে করে তুলেছে আরোও সুন্দর।

গ্রামে মানুষের জীবন যাপন খুব সহজ ও সরল। সকালে উঠে তারা ঘরের আঙিনায় লাগানো ফুলের বাগানে পানি দেয়, গরু-বাছুর,ছাগলকে খেতে দেয়, ওদের খেতে দিয়ে সকালে কাজে যায়। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। কৃষিকাজ, পশুপালন, মাছ ধরা – এসবই তাদের জীবিকার উৎস। দুপুরে গাছের ছায়ায় বসে খাবার খায়। বিকেলে নদীতে গোসল করে। সন্ধ্যায় পরিবারের সাথে বসে আড্ডা দেয়। গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার বন্ধন খুবই দৃঢ় হয়।

তারা সবসময় সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে। গ্রামের মানুষের মধ্যে একটা গভীর ভ্রাতৃত্ববোধ কাজ করে। তারা একজন আরেকজনকে সাহায্য করে। একজন আরেকজনের বিপদে পাশে এসে দাড়ায়। শহরে এমনটা লক্ষ করা যায় না। শহরে যে যার কাজ নিয়ে ব্যাস্ত থাকে। কারো সাথে কারো গল্প করা তো দূরে থাক কথা বলারও সময় হয় না।

গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে শান্ত করে। শহরের কোলাহল থেকে দূরে গ্রামে মানুষ এক নিরিবিলী জীবন যাপন করে। গ্রামের বাতাস খুবই পরিষ্কার এবং শুদ্ধ হয়। গ্রামের গাছপালা অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। ফলে গ্রামের বাতাস খুবই শুদ্ধ। গ্রামের পানিও খুবই পরিষ্কার। নদী, নালা, কুয়া থেকে পরিষ্কার পানি পাওয়া যায়। এখন যদিও গ্রামের প্রতি ঘরে ঘরে টিউবওয়েল দেখতে পাওয়া যায়।

pexels-photo-14359102.jpegSource

কিন্তু আধুনিক যুগে এসে গ্রামীণ জীবনেও অনেক পরিবর্তন গঠেছে। শহরের মতো গ্রামেও বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল ইত্যাদি সুযোগ-সুবিধা এসেছে। কিন্তু এর সাথে সাথে গ্রামের পরিবেশও দূষিত হচ্ছে। কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলা, রাসায়নিক সারের ব্যবহার ইত্যাদির ফলে গ্রামের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে।

গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। কিন্তু এর সাথে সাথে গ্রামের পরিবেশ রক্ষার জন্যও ব্যবস্থা নেওয়া উচিত। গ্রামের মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে হবে। গাছ লাগানো, পানি দূষণ রোধ করা, প্লাস্টিকের ব্যবহার কমানো ইত্যাদি কাজ করে আমরা গ্রামের পরিবেশকে রক্ষা করতে পারি।

গ্রামীণ পরিবেশ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য। গ্রামীণ পরিবেশকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব।

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দাদা, এত সুন্দর একটি বিষয় বস্তু নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। জি দাদা আপনি ঠিকই বলেছেন,গ্রামের পরিবেশ এখন আগের মত নেই শহরের মতন গ্রামগুলো হয়ে যাচ্ছে, হয়তো দেখা যাবে ২০-৩০ বছর পর গ্রাম আর গ্রাম থাকবে না, গ্রাম তার পরিবেশ সবকিছু হারিয়ে ফেলবে , এই সব কিছুর জন্য দায়ী আমরাই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে গ্রাম্য পরিবেশ নিয়ে, আমাদের সাথে উপস্থাপন করেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি সম্পূর্ণ পড়েছেন এবং এতো সুন্দর একটি মন্তব্য করেছেন তার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Loading...

গ্রামের চিত্রটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, বর্তমান সময় গ্রামে অনেক ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে সরকার, একটা সময় গ্রামে প্রতিটা ঘরে বিদ্যুৎ ছিল না আর বর্তমান সময়ে প্রতিটা ঘরের পাশ দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে সরকার।
কিন্তু আমার কাছে মনে হয় গ্রামের মানুষগুলোকে আরো উন্নত হতে হবে চারপাশে পরিবেশের দিকে আরো বেশি খেয়াল রাখতে হবে। যাতে করে পরিবেশটা আরো সুন্দর হতে পারে কারণ গ্রামের মানুষ কিছু কিছু দ্রব্য ব্যবহার করার ফলে পরিবেশটা অনেকটা দূষিত হচ্ছে শহরের মতো।

বরাবরের মতোই আমি বলবো গ্রামীণ পরিবেশ আমি অনেক বেশি পছন্দ করি শহরের এলাকা আমার তেমন পছন্দ না আর গ্রামের মধ্যে কৃষকরা সকাল সন্ধ্যা কৃষি কাজ করেই কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু অনেকেই কৃষকদেরকে পছন্দ করে না এটা কেমন কথা।

আমাদেরও বর্তমান সময়ে কৃষিকাজ চলছে আর এটাকে আমরা নিজেদের দৈনন্দিন জীবনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি এই কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই কাজ যদি আমরা না করি তাহলে সারা বছর আমাদের চাল কিনে খেতে হবে আপনি গ্রামীণ দৃশ্যটাকে অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন যেটা দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।