নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সকলেরই ভালো লাগবে। চলুন শুরু করা যাক...
নেমন্তন্ন খেতে যেতে আমি ভীষণ পছন্দ করি। তবে সেটা যদি বিয়ে, জন্মদিন অথবা অন্নপ্রাশন এর হয়ে থাকে তাহলে। আজ আমাদের একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল। আমি সচারচর শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না। কারণ আমার শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ি যেতে ইচ্ছা করে না।
কিন্তু আজ ইচ্ছা না থাকা শর্তেও সেখানে আমি গিয়েছিলাম। কারণ সব নেমন্তন্ন বাড়ি এড়িয়ে গেলে চলে না। কিছু কিছু জায়গা আছে ইচ্ছে না থাকলেও সেখানে যেতে হয়। যেমন- বোনের বাড়ি, মামার বাড়ি, শশুর বাড়ি ইত্যাদি।
আজ আমাদের নিমন্ত্রণ ছিল বোনের বাড়ি থেকে। তাই না যেয়ে থাকতে পারিনি। কিছু দিন আগে হঠাৎ করেই তার জ্যাঠিমনি মারা গিয়েছিল। আজ তার কল্যাণে খাওয়া দাওয়া ছিল।
জ্যাঠিমনি মারা যাওয়ার কথা শুনে আমিও খুব কষ্ট পেয়েছিলাম। কারণ জ্যাঠিমনি আমাকে খুব ভালোবাসতেন। কি আর করা যাবে। যার যখন সময় তাকে তো চলে যেতেই হবে। কথায় আছে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। তাই কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না।
যেহেতু আমাদের পরিবারের সকলেরই নিমন্ত্রণ ছিল, তাই সকলে এক সাথে আসার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আজ আমাদের সাপ্তাহিক হাঁট বার হওয়ায় বাবা হাঁটে চলে গেলো। আমরা নিমন্ত্রণ খেতে চলে গেলে, বাবা একা একা নিমন্ত্রণ খেতে যেতো না। তাই আমরা সকলে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর বাবা বাজার থেকে বাড়ি আসলো। তারপর আমরা বাড়ি থেকে রওনা দিলাম।
যেহেতু আমরা এখনো নিমন্ত্রণ খেতে যাইনি তাই বোন বার বার কল দিতে লাগলো। আমরা কিছু সময় পর নিমন্ত্রণ বাড়ি যেয়ে উপস্থিত হলাম।
নিমন্ত্রণ বাড়ি কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হয়েছিল কারণ ওদের ছোট জায়গা তাই কিছু সময় অপেক্ষা করেতে হয়েছিল। কিছু সময় অপেক্ষা করার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তবে ওদের বাড়ি সমস্ত রান্না খেতে খুবই ভালো হয়েছিল।
আসলে নেমন্তন্ন বাড়িতে রান্না ভাল না হলে খেয়ে শান্তি পাওয়া যায় না এবং লোকে বদনামও করে যায়। যাই হোক, ওদের বাড়ির মেনু ছিল- ভাত, বেগুনের সুক্ত, মুড়ি ঘন্ট, রুই মাছ, আলুর তরকারি, দই, মিষ্টি, পান।
যাই হোক সমস্ত খাবারের শেষে পান দেওয়া হলো। মিষ্টি খাওয়ার পর গা-টা কেমন জড়াতে লাগলো। তখন পানটা খেলাম। পানটা খেয়ে খুবই ভালো লাগলো। সকলে এক সাথে খাওয়া-দাওয়া সেরে আবার এক সাথে বাড়ি ফিরে এসেছিলাম।
আজ এখানেই শেষ করলাম। আবার পরবর্তী কোন এক গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ভাই একটু ভিন্ন রকম মানুষ, আমি দাওয়াতে খুবই কম যাই, আমার পরিবার যায় কিন্তু আমি তেমন যাই না, যদি আপনার মতন বিশেষ কিছু কাছের মানুষ হয়ে থাকে বা পরিবারের লোক হয়ে থাকে তখন যাওয়া হয়। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম।আপনার জ্যাঠিমনি মারা গিয়েছে, অনেক খারাপ লাগলো এই বিষয়টি শুনে, আমাদের সাথে এই রকম একটি ভিন্ন পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনেরই চরম সত্যি।খুব কাছের মানুষের মৃত্যুর খবর আমাদেরকে কষ্ট দেয় ঠিকই, কিন্তু এমন কিছু মানুষও থাকে যারা রক্তের সম্পর্কের কেউ না হলেও, তাদের মৃত্যুও আমাদেরকে অনেক খানি আঘাত দেয়। আপনার ক্ষেত্রে বোধহয় এমনটাই হয়েছে।
অনেকেই আছেন যারা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে ভালোবাসে না। আবার অনেকের বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দেয় শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করার পর। তবে আপনার একথাও আমি একেবারেই অগ্রাহ্য করতে পারছি না যে, কিছু কিছু বাড়ি থাকে যেখানে যাওয়ার ইচ্ছা না থাকলেও আমরা যেতে বাধ্য হই।
ঠিক এই কারণেই আপনাকেও বোনের বাড়িতে যেতে হয়েছিলো। যাক সবকিছু মিলিয়ে অনুষ্ঠান বাড়ির যোগদান দেওয়া থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সব কিছুই ভালোভাবে সম্পন্ন হয়েছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit