প্রথম ভালোবাসা (Fast Love)❤️

in hive-120823 •  15 days ago  (edited)

Hello Everyone,,,
কেমন আছেন সবাই.? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মত আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক গল্প নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক...

pexels-photo-773124.jpegSource

প্রথম ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর এবং মধুর অধ্যায়গুলোর একটি। প্রথম ভালোবাসা হৃদয়কে ছুঁয়ে যায়, জীবনকে নতুন করে উপলব্ধি করতে সাহায্য করে। প্রথম ভালোবাসা হঠাৎ করেই মানুষের জীবনে চলে আসে। এটি একটি এমন অনুভূতি যেখানে হৃদয় ধড়ফড় করে, চোখ মিশে যায়, আর মন হারিয়ে যায় এক অজানা স্বপ্নে। তখন এই পৃথিবীটাকে আর আগের মত লাগে না। এই পৃথিবীটাকে এক অজানা পৃথিবী মনে হয়।

প্রথম ভালোবাসার মায়া অনেক সুন্দর হয়। প্রতিটি মুহূর্তকে মনে হয় অমূল্য। প্রিয় মানুষটির এক নজরে হৃদয় খুশি হয়ে ওঠে, তার একটা কথা শুনলে মন ভরে ওঠে। প্রথম ভালোবাসা, যখন হঠাৎ করেই জীবনে আবির্ভূত হয়, তখন মনে হয় যেন সবকিছু নতুন করে শুরু হয়েছে। তখন প্রত্যেকটি মুহূর্তকে মনে রাখার জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগে। সেই প্রথম দেখা, প্রথম কথা, প্রথম হাসি, সবকিছুই মনে হয় যেন এক স্বপ্নের মতো। সারা দিন তার কথা ভাবি, তার সাথে কথা বলার জন্য মুহূর্ত গুনি। প্রথম ভালোবাসা হলো এক অদ্ভুত অনুভূতি, যেখানে সবকিছু নতুন করে দেখতে শুরু করি।

pexels-photo-6669875(1).jpegSource
pexels-photo-6669854(1).jpegSource

কিন্তু প্রথম ভালোবাসা কখনোই সহজ হয় না। প্রথম ভালোবাসা শুধু আনন্দই নয়, এনে দেয় অনেক কষ্টও। প্রত্যাখ্যানের ব্যাথা, ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়, এই সব কিছুই আমাদের জীবনে আসে। কিন্তু এই কষ্টগুলোই আমাদেরকে শক্তিশালী করে তোলে। প্রথম ভালোবাসার মায়া এতটাই প্রবল যে, মন কখনোই এ থেকে মুক্তি পেতে চায় না।

প্রথম ভালোবাসা আমাদের অনেক কিছু শিখায়। প্রথম ভালোবাসা আমাদের ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে আর সবথেকে গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসতে শিখায়। প্রথম ভালোবাসা আমাদের জীবনকে অর্থবহ এবং সমৃদ্ধ করে তোলে। প্রথম ভালোবাসা আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। প্রথম ভালোবাসা হলো এক অমূল্য উপহার, যা আমরা সারাজীবন মনে রাখি।

pexels-photo-1148572.jpegSource

তবে প্রথম ভালোবাসা সবসময় সফল হয় না। যদিও সময়ের সাথে সাথে প্রথম ভালোবাসা হয়তো পরিবর্তিত হয় বা শেষ হয়ে যায়, কিন্তু এর স্মৃতি সারাজীবন আমাদের সাথে থাকে। এটি আমাদের হৃদয়ে একটি সুন্দর স্মৃতি হিসেবে জীবিত থাকে।

প্রথম ভালোবাসা হলো জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি আমাদেরকে শিখায় ভালোবাসা, কষ্ট, আনন্দ, সবকিছু মেনে নিতে। এই অভিজ্ঞতা আমাদেরকে জীবনের সব চড়াই-উতর পার করার জন্য শক্তিশালী করে তোলে।

তাই, যারা প্রথম ভালোবাসায় পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলব, এই অনুভূতি গুলো উপভোগ করুন। কারণ প্রথম ভালোবাসা জীবনের একটি অবিস্মরণীয় অধ্যায়।

সমাপ্ত

"ধন্যবাদ সবাইকে"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

পোস্টটা পড়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে আমি কিন্তু খানিকটা সময় পিছনে ফিরে গিয়েছিলাম, জীবনে প্রথম যাকে ভালো লেগেছিল তার মুখটা যেন চোখের সামনেই ভেসে উঠেছিল। তবে এটা সত্য প্রথম ভালোবাসা শুধু হয় আনন্দের, তাকে হারানোর ভয় এবং একপর্যায়ে কষ্ট পাওয়া,

তবে সবার ক্ষেত্রে যে এমনটা হবে এটা কিন্তু নয় তবে ১০০% এর ভিতর নব্বই পার্সেন্ট মানুষ শুধু কষ্ট পায়, ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ

শুধু ভালোবাসা নয় জীবনে প্রথম অবস্থায় যেকোনো কিছু পাওয়ার মধ্যেই আনন্দ থাকে অন্যরকম আমরা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান জিনিসগুলো যখন জীবনে প্রথম পাই তখন মনে হয় জীবনের সবচাইতে বড় কিছু পেয়ে গেছি কিন্তু যখন সেটা হারিয়ে যায় তখন এত পরিমানে কষ্ট হয় যেটা কাউকে বলে বোঝানো সম্ভব না।

ভালোবাসা কিন্তু হঠাৎ করেই একটা মানুষের প্রতি বৃদ্ধি পায় ভালবাসার মাধ্যমে মায়া বেড়ে যায়, হাজার বার চেষ্টা করলেও সেই মায়া কাটিয়ে উঠতে পারে না ভালোবাসার প্রথম ছোঁয়া পাওয়া এতটাও সহজ নয় যে মানুষটা একবার ভালবাসার প্রথম ছোঁয়া পেয়েছে এবং আঁকড়ে ধরে এই পৃথিবীতে বেঁচে আছে সেই মানুষের চাইতে সুখী হয়তো বা কেউ নেই বেঁচে থাকুক পৃথিবীর ভালবাসার প্রতিটা মানুষ চমৎকার লেখা উপস্থাপন করার জন্য ধন্যবাদ।