শুধু তোর আর আমার না, প্রত্যেকের শীতের সময় লেপের ভিতর থেকে বের হতে ইচ্ছা করে না। তবু্ও কাজের ক্ষেত্রে বের হতে হয়।
তুই ও যে আমার মতো বাজারে যাস না সেটা আমি জানি। তবে আজ গিয়েছিলির সেটাও আমি জানি কারণ তোর সাথে আমার দেখা হয়ে ছিল।
ধন্যবাদ তোকে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। তুইও ভালো থাকিস।