কাল আপনার ছুটি থাকায় আপনি দিনটি বেশ উপভোগ করিছেন বলে মনে হচ্ছে। আপনার বন্ধুরা সব দেশে ফিরে আসাস আপনি কোন সঙ্গী না পেয়ে একা একা ঘুরে বেড়িয়েছেন।
আইসক্রিম খেয়েছেন, আপনার আইসক্রিম খাওয়ার কথা পড়ে মনে হচ্ছে আপনার ওখানে এখনো শীতের প্রভাব তেমন একটা পড়িনি।
তবে আমাদের এখানে শীতের যে প্রভাব তাতে বাইরে বের হওয়াটাই কষ্টের।
যাই হোক, আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন।