অচেনা শহর (Unknown City)

in hive-120823 •  2 days ago  (edited)

নমস্কার বন্ধুরা,,,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক...

সকালবেলা,,,

সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর সকালের খাবার খেয়ে নিলাম। আমি গতকালকের পোস্টে বলেছিলাম আমি গতকাল আমার অচেনা একটা শহরে এসেছি।

সেখানে নতুন বাসা নিয়েছি। বাসার কিছুই এখনো ঠিকঠাক ভাবে গোছানো হয়নি। তাই সকাল বেলা খাওয়া শেষ করে ঘর গোছাতে শুরু করে দিলাম। ঘর গোছানো প্রায় শেষ। এখন শুধু ঘরের কিছু জিনিস পত্র কিনতে বাকি আছে। তাছাড়া আর সব কিছু মোটামুটি কমপ্লিট।

IMG20241202134949.jpg

দুপুরবেলা + বিকালবেলা,,,,,,

ঘর গোছানো শেষ করে স্নান করে নিলাম। স্নান করা শেষ করে জামা প্যান্ট পরে রেডি হলাম নিচে যাওয়ার জন্য। যদিও শহরটি আমার কাছে অচেনা, রাস্তা ঘাট, মানুষ জন, বাড়ি ঘর কিছুই চিনি না আমি, তবুও রেডি হয়ে নিচে আসলাম। আমরা যে বাসাটি নিয়েছি সেটি ৭ তালা বিশিষ্ট। আমরা ৬ তালায় থাকি।

যাই হোক, বাসা থেকে নিচে এসে দেখি এক মামা বাসার পাশে মাছ বিক্রি করছে। সেখানে মাছ দেখতে গেলাম। মাছ গুলো জীবিত ছিল দেখে মনে হলো মাছ গুলো এই মাত্র পুকুর অথবা নদী থেকে ধরে এনেছে।

মাছ গুলো দেখে পছন্দ হলো। তাই মামার কাছে মাছ গুলোর দাম জিজ্ঞেস করলাম। মামা বললো রুই মাছ ২২০ টাকা কেজি আর তেলাপিয়া মাছ ১৫০ টাকা কেজি। তেলাপিয়া মাছ গুলো সাইজে বেশ বড় ছিল এবং জীবিত ছিল। তাই সেখান থেকে ১ কেজি তেলাপিয়া মাছ নিলাম।

IMG20241202134958.jpg

মাছ নেওয়া শেষ, মামাকে বললাম মাছ গুলোকে কেটে পরিষ্কার করে দিতে। নতুন বাসায় উঠেছি তো, এখনো বাসার জিনিস পত্র সব কেনা কাটা করা হয়নি।

তাই শুনে মামা মাছ গুলোকে সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে কেঁটে দিলো। আমি আর কোথাও না যেয়ে সে গুলো নিয়ে মামাকে মাছের দাম দিয়ে বাসায় ফিরে এলাম।

সন্ধ্যাবেলা + রাতেরবেলা,,,

IMG20241202212205.jpg

বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আবার নিচে নামলাম অচেনা শহর ঘুরে দেখার জন্য। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল। তখন প্রায় ৯ টা বাজে। তখন আমরা অচেনা শহর দিয়ে হেঁটে যাচ্ছি চেনা মানুষের সন্ধানে।(কাকুর সঙ্গে দেখা করতে)।

সঙ্গে কাকুর মেয়ে আর কাকিমা। আমরা ফোনে লোকেশন দেখে দেখে যাচ্ছি কাকুর অফিসে কাকুর সঙ্গে দেখা করতে। আমরা কিছু সময় পর কাকুর অফিসের সামনে এসে পৌঁছালাম। আসলে একটা কথা কি, হাতে ফোন থাকলে আর ফোন সম্পর্কে একটু জানলে কোন অচেনা জায়গা আর অচেনা থাকে না। যাই হোক, কিছু সময় পর কাকু অফিস থেকে বের হলো। তারপর সাবাই মিলে কাকুর সঙ্গে অচেনা শহরটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম।

IMG20241202212429.jpg

IMG20241202213208.jpg

বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে বাসায় ফেরার পথে দেখি রাস্তার পাশে ফল ও শাক-সবজি বিক্রি হচ্ছে। তাই দেখে আমি সে গুলোর দাম জিজ্ঞেস করলাম এবং সাথে কিছু ফটোগ্রাফিও করে নিলাম। দাম শুনে মনে হলো আমাদের খুলনার তুলনায় সব জিনিসের দাম একটু বেশি। বিশেষ করে শাক-সবজির।

দাম বেশি হওয়ারও কারণ আছে, এখানে শাক-সবজি লাগানোর মতো কোনো পরিবেশ নাই। সব জায়গায় বড় বড় ফ্যাক্টরি এবং বড় বড় গার্মেন্টস তৈরি। যার কারণে এই শাক-সবজি গুলো গ্রাম অঞ্চল থেকে এখানে আনতে হয় এই জন্য এই জায়গায় এর দাম একটু বেশি হয়।

যাই হোক, দাম দর করা শেষে এখান থেকে কিছু শাক-সবজি (যেমন- আলু, পেঁয়াজ, রসুন, শাক, শসা ইত্যাদি) নিয়ে নিলাম।

আর সঙ্গে কিছু ফল (যেমন- আপেল, কমলা, বেদনা, আঙ্গুর ইত্যাদি) নিয়ে বাসায় চলে আসলাম।

আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

নতুন কোথাও ঘর ভাড়া নিলে সবকিছুই অচেনা মনে হয়। যাইহোক আপনি নতুন জায়গায় ঘড় ভাড়া নিয়েছেন আপনার ঘর এবং গোছানো সম্পূর্ণ হয়ে ওঠেনি। আপনার আপনার সারাদিনের কাজকর্ম করে ভালো লাগলো।