গ্রামের মেয়েরা হয়তোবা এতটাই স্মার্ট হয়ে চলাফেরা করতে পারে না। কিন্তু যখনই মসজিদে নামাজের জন্য আজান হয়। তখনই কিন্তু তাড়াতাড়ি করে মাথায় ওড়না টা দিতে পারে। স্মার্ট হয়ে এই দুনিয়ায় চলার চাইতে আল্লাহকে ভয় করা উত্তম। তাই আমার কাছে মনে হয় আমরা যে যে ধর্ম পালন করি না কেন? নিজেদের ধর্মটাকে শক্ত করে, বুকে আগলে রাখার চেষ্টা করতে হবে।
এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে পরকালে। তাই এই দুনিয়ায় আমরা যত ভালো কাজ করব। তারপর ভিত্তি করেই কিন্তু আমরা পরকালে ভালো থাকা নির্ভর করে। আমরা সবাই জানি মৃত্যুর পরে কবরে আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমরা চাইলেই কিন্তু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে, আল্লাহর পথে চলার কথা একেবারেই ভুলে যাই।
স্মার্ট হওয়া ভালো কিন্তু অতিরিক্ত স্মার্ট হওয়া মোটেও ঠিক নয়। বর্তমান সমাজের দিকে তাকালে আমরা অনেক বেশি অবাক হই। বিশেষ করে ঢাকা শহরে যখন আমি গিয়েছিলাম। তখন ওখানকার মেয়েদের চলাফেরা দেখে আমি রীতিমতো অবাক হয়েছিলাম। এভাবে চলাফেরা করে মেয়েরা একেবারে ছেলেদের মত। এটা করা মোটেও ঠিক না। মুসলমান ঘরে যখন জন্মগ্রহণ করেছি যখন। তখন তো আল্লাহর রীতি নীতি অনুযায়ী চলার চেষ্টা করাটাই উত্তম। যতটুকু সম্ভব আল্লাহর পথে চলার মধ্যে যে শান্তি আছে। সেটা কিন্তু অন্য কোথাও নেই।
আমরা যতবেশি পরহেজগার হবো এবং নিজের পরিবার নিয়ে ততোটাই ভালো থাকার চেষ্টা করব। ততই কিন্তু আল্লাহর নৈকট্য পূর্ণ বান্দা হিসেবে এই পৃথিবীতে বসবাস করতে পারব। নামাজ পড়লে নামাজের মধ্যে যে শান্তি আছে। সে শান্তি কিন্তু অন্য কোথাও নেই। আমাদের সংসারে অনেক ধরনের সমস্যা হয়। সে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত সামলে নেয়ার চেষ্টা করি। কিন্তু নামাজ এর মধ্যে যে শান্তি আছে সেটা উপভোগ করতে হবে। আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দেয় এই নামাজের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সাধ্য অনুযায়ী পরহেজগার ভাবে চলাফেরার করার চেষ্টা করা।
- পরহেজগার বউ(২০২৪ সাল)
- নাটক সম্পর্কিত কিছু তথ্য
পরিচালক:- আরীহা চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক:- মনির
সহকারী পরিচালক:- মাহবুব আলম
চিত্রগ্রহণ:- মন্দিরা
নাটকের মধ্যে অভিনয় করেছেন:-
পামির, আকলিমা, রাজিব আহম্মেদ, সাদিয়া জান্নাতি,কথা, কামরুল,মনির এবং আরও অনেকেই।সময়:- 39 মিনিট 36 সেকেন্ড
নাটকটির ধরন :- sad, emotional, creativity,
আজকে আমি আপনাদের সাথে যে নাটকের রিভিউ উপস্থাপন করার জন্য চলে এসেছি। সেই নাটকের পরিচালক বর্তমান সমাজের উপর ভিত্তি করেই। এই নাটক তৈরি করেছে এবং এই নাটকে দেখা হয়েছে। তার স্বামী যতই তাকে ইগনোর করুক না কেন? সেই মেয়ে নামাজ পড়ার মাধ্যমে এবং নিজের পর্দা শীল থাকার মাধ্যমে! স্বামীকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করছেন।
আমাদের ধর্মে একটা কথা বলা হয়ে থাকে। আমাদের সৌন্দর্য শুধুমাত্র দেখার অধিকার রয়েছে আমাদের স্বামী। আমাদের স্বামী আমাদেরকে যেভাবে বলবে আমরা তার সাথে সেভাবে থাকতে বাধ্য। কিন্তু পর পুরুষের সামনে আমাদের সব সময় পর্দা করে থাকতে হবে। নিজেদেরকে এমন ভাবে লুকিয়ে রাখতে হবে। ঠিক যেমন একটা কলা তার খোসার ভিতরে, নিজের ভেতরে অংশটাকে লুকিয়ে রাখে।
আল্লাহর পথে থেকে ধৈর্য ধারণ করে এগিয়ে চলার মধ্যে শান্তি আছে। আমরা যদি কোন কাজ প্রতিনিয়ত একটু একটু করে করি। আল্লাহ কিন্তু সেই কাজে আমাদেরকে সফলতা দান করে থাকেন। এই নাটকের মধ্যেও তেমনটাই বোঝানো হয়েছে। তার স্বামী যতই তাকে অবহেলা করেছে দিন শেষে সে তার ভুল বুঝতে পেরেছে এবং তার পরিবারকে আপন করে নিয়েছে। আল্লাহর পথে পথ চলা শুরু করেছে। তার সংসার এবং তার ব্যবসা সুন্দরভাবে চলতে শুরু করেছেন।
এই নাটক থেকে আমাদের শিক্ষা
এই নাটক আমি যদি রেটিং করি তাহলে আমি এখানে
✳️9/10✳️
মার্কস দিব।
তাই আমাদের প্রত্যেকের উচিত। জীবনে যত বাধাই আসুক না কেন অন্ততপক্ষে আল্লাহর পথ থেকে কখনো সরে যাওয়া যাবেনা। নামাজ পড়ুন জীবনের শান্তি আসবে। যদি মনে হয় রিজিকের ব্যবস্থা হচ্ছে না। নামাজ পড়ে সেজদায় পড়ে থাকো। আল্লাহ আপনার নিজেকে ব্যবস্থা করে দেবে। তো বন্ধুরা নাটকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা নাটকটা দেখে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
বিশেষ দ্রষ্টব্য:- প্রতিটি ছবি মোবাইল থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে!
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমি নাটক এখনো দেখি নাই কিন্তু আপনার এই নাটকের রিভিউটা পড়ে আমার কাছে মনে হল অবশ্যই নাটকটা দেখা উচিত, আপনি যেভাবে নাটকের শিক্ষা নিয়োগ জিনিসগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন সেটা আসলে অনেক সুন্দর ছিল আপনার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ফ্রী সময় চেষ্টা করবেন নাটকটা দেখার জন্য। নাটকের মধ্যে অনেক কিছু শিখনীয় বিষয় রয়েছে। আমরা চাইলে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আর এই পৃথিবীতে আমরা সারা জীবন বেঁচে থাকবো না। অবশ্যই পরকালে চলে যেতে হবে। তাই আল্লাহর নিয়ম অনুযায়ী পথ চলার চেষ্টা করব। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক খুব বেশী দেখা হয় না আমার। আর বর্তমানে বাংলাদেশের নাটকের মান অনেকটাই নীচে নেমে গেছে। তাই দেখতেও ইচ্ছা করে না। কিন্তু আপনার এই নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে এটি দেখা যেতে পারে। দিন দিন মর্ডান হতে গিয়ে শালীনতা হারিয়ে ফেলছে মেয়েরা। সেখানে এরকম নাটক সচেতনতার কাজ করবে। সবাইকে না পারলেও কিছু মানুষ যদি এসকল নাটক দেখে ভালো পথে ফিরে আসে সেটিই স্বার্থকতা। আপনি অনেক সুন্দরভাবে রিভিউ দিয়েছেন নাটকটির। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও সময়ের অভাবে তেমন একটা দেখতে পারিনা। তবে ফেসবুক স্কলিং করার সময় যে নাটকের বিভিন্ন অংশ আমার সামনে পড়ে। ওই নাটকের অংশগুলো যদি আমার কাছে ভালো লাগে। তখন আমি ইউটিউবে গিয়ে ওই নাটকটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। এটা একেবারেই ঠিক অতিরিক্ত স্মার্ট হতে গিয়ে মেয়েরা নিজেদের শালীনতা হারিয়ে ফেলে। নিজেরা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এটা তারা ভুলে যায়। তারা এমনভাবে চলাফেরা করে। মনে হয় তারা এই পৃথিবীতে আজীবন থেকে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ইউটিউবে এই নাটকের নাম দেখেছি কিন্তু এখনো দেখিনি।। আপনি খুবই চমৎকার ভাবে নাটক রিভিউ করে থাকেন কিন্তু পূর্ব কয়েকটি নাটক পোস্ট করেছিলেন।। এটা একদম সঠিক গ্রাম গঞ্জে মেয়েরা আযানের সময় মাথায় কাপড় দিয়ে থাকে নামাজ না পড়লেও এই কাজটা তারা করে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি এই নাটকের সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই সময় পেলে নাটকটা দেখার চেষ্টা করবেন। আমি ঠিক জানিনা গ্রামের মেয়েরা কতটুকু নামাজ পড়ে বা পড়ে না। কিন্তু এই কাজটা তারা প্রতিনিয়তই করে। তবে আমার কাছে মনে হয় শহরের মেয়েদের চাইতে গ্রামের মেয়েদের মধ্যে পর্দাটা অনেক বেশি রয়েছে। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও চাই আপনি মাঝে মাঝে আমাদের মধ্যে সুন্দর সুন্দর নাটকের রিভিউ দিন আর সেখান থেকে নাটকটা আমরা দেখার চেষ্টা করব।। এটা একদম সঠিক বলেছেন শহরের তুলনায় গ্রামের মেয়েরা পর্দা একটু বেশি করে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে প্রচুর নাটক দেখা হতো কিন্তু বর্তমান সময়ে এসে নাটক দেখার সুযোগই হয় না।
তবে আপনার নাটকের রিভিউ টা পড়ে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবং ভিসা সম্পর্কে পেরেছি।
আপনি কিন্তু একদম ঠিক বলেছেন একটা নারী থাকা উচিত একটা কলা যেভাবে থাকে,,সব সময় পর্দাশীলতা ভাবে চলাফেরা করে। তবে বর্তমান সময়ে এসে এর অভাব অনেক বেশি
তবে প্রার্থনা করছি সকল নারীদের মাঝে আল্লাহর এই রহমত যেন বর্ষিত হয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের জীবন ক্ষণস্থায়ী একটা সময় এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। তাই নির্ভেজাল ভাবে নিজেদেরকে যতটা পর্দা শীল এবং পর্দার ভেতরে রাখতে পারব। ততই আমাদের জন্য মঙ্গল। আর এই নাটকের মধ্যে সেটাই শিক্ষা দেয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Really liked the review of the play. Village girls may not be really smart but they are very homely and take care of everything. But compared to that, it is not seen in the city. Thank you friend for reviewing a drama.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit