বর্তমান সময়ে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। পরিস্থিতি মানুষকে শেখায় কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হবে। পরিস্থিতি মানুষকে শেখায় কিভাবে আপনি আপনার প্রিয় মানুষ গুলোকে চিনবেন। উপযাজক হয়ে কারো উপকার করতে যাবেন না। কেননা দিনশেষে দেখবেন সে মানুষটাই আপনাকে, খারাপ মনে করবে এটা একেবারেই বাস্তব।
বর্তমান সময় মানুষ যখন নিজের স্বার্থের প্রয়োজন হয়। একমাত্র তখন আপনার সাথে কথা বলবে এর আগে আপনার সাথে কখনোই কথা বলবে না। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি কে সেটা চিনবে না। পরিস্থিতি খারাপ আপনি বুঝতে পারবেন। আপনার প্রিয় কে এবং আপনার অপ্রিয় কে ছিল এবং থাকবে আপনার পাশে।
আজকালকার সম্পর্ক গুলো হচ্ছে লোহার মতো। কিছুদিন পরে যখন যোগাযোগ বন্ধ হয়ে যায়, তখন লোহাতে যেমন আমরা ব্যবহার না করলে মরিচা পড়ে যায়। ঠিক তেমনি সম্পর্ক গুলোর মধ্যেও মরিচা ধরে যায়। ধীরে ধীরে সম্পর্কগুলো নষ্ট হতে শুরু করে। তাই অন্ততপক্ষে সম্পর্ক গুলো টিকিয়ে রাখার জন্য হলেও, আপনাকে যোগাযোগ রাখতে হবে।
বেশ কয়েকদিন থেকেই মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। জানিনা ভবিষ্যতে কি হবে। তবে তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছি। তিনি যা রাখবেন আমার ভাগ্যে ঠিক তাই হবে। তবে আগে থেকেই কিছু ধারণা করছি যে, ভালো কিছু হবে বলে মোটেও মনে হচ্ছে না।
কারো উপকার করলে সে কথা মনে রাখবেন না এবং নিজে একা চলতে শিখুন। একাকীত্ব আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। কিভাবে এ পৃথিবীতে বসবাস করতে হয়। কিভাবে আপন মানুষগুলোর কাছ থেকে দূরে থাকতে হয়। কেউ যদি আমাদেরকে মূল্যায়ন না করে। আমার মনে হয় সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেয়াটা উওম।
এমনভাবে সরিয়ে নিতে হবে তারা যেন আমাদের ছায়াও দেখতে না পায়। অন্ততপক্ষে তারা যেন বুঝতে পারে তাদেরকে ছাড়াও আমরা ভালো থাকতে পারি। তাহলে দেখবেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন। একাকীত্ব হয়তোবা প্রথম প্রথম আপনার কষ্ট হবে। কিন্তু পরবর্তী সময়ে আপনি সবকিছু মানিয়ে নিতে পারবেন।
আজকাল পরিস্থিতি আমাকে অনেক কিছু শেখাচ্ছে। প্রিয় মানুষের মুখে কিভাবে কটু কথা শুনতে হয়, সেটা বেশ ভালোভাবেই আমরা জানি। বর্তমান সময়ে একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। শ্বশুরবাড়িতে আমরা অনেক বেশি ফেমাস। সেখানে আমাদের সামনে যেমন আমাদের সমালোচনা করা হয়। ঠিক তেমনি আমাদের পেছনেও, আমাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা করা হয়।
তবে দিনশেষে নিজেকে এটা বলে বুঝ দিয়ে থাকি যে, আমার যোগ্যতা আছে বলেই আমাকে নিয়ে সমালোচনা করছে। তা না হলে তো আমাকে নিয়ে কথা বলার মত কেউই থাকতো না। পরিস্থিতি সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে এটা বুঝতে পেরেছি এগিয়ে গিয়ে কারো উপকার না, করে পিছিয়ে আসাটাই উওম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
একদম সঠিক কথা বলেছেন বর্তমান সময়ে মানুষ স্বার্থের জন্য সম্পর্ক টিকিয়ে রাখে।। আর এই পরিস্থিতিগুলো থেকে শিখতে পারি আর জীবনে এইগুলো কাজে লাগিয়ে অনেক সময় অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই বর্তমান সময়ের মানুষ স্বার্থ ফুরিয়ে গেলে কাউকে মনে রাখে না, এটা একেবারেই বাস্তব। যার জলজ্যান্ত প্রমাণ আমি কিছুদিন আগ থেকেই পাচ্ছি হয়তো বা ভবিষ্যতে আরো পাব। তবে চিন্তা করি না ইনশাল্লাহ সে মানুষগুলোকে চিনতে পেরেছে এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কোন না কোন জিনিস শিখে যায় আর এটা যতদিন বেঁচে থাকব ততদিন শিখেই যাব।। কিছু কিছু শিক্ষা আমাদের অনেক বেশি কিছু ভাবায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তবধর্মী একটি পোস্ট
পড়লাম। আমাদের সম্পর্কটা একটি কাচের গ্লাসের মত। একবার যদি ভেঙে যায় শত জোড়া দিয়ে তাতে যেমন পানি পান করা যায় না তেমনি ভাঙ্গা সম্পর্কটা মিলে গেলও আগের মত মজবুত থাকে না।
আর আমাদের জীবনে বারবার পরিস্থিতি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। মাঝে মাঝে মনে হয় জীবনে দুঃসময়ে আসা ভালো তখন আপন মানুষগুলো চেনা যায়। যাদের বিপদে আমি একদিন এগিয়ে এসেছিলাম তারাই আমার বিপদে এড়িয়ে যায় তখন প্রকৃত বন্ধু চেনা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা গ্লাস থেকে যদি এক ফোঁটা পানি নিচে পড়ে যায়। তাহলে কিন্তু সেই গ্লাসের কোন ক্ষতি হয় না। ঠিক তেমনি একটা দেয়ালের যদি কিছু বালুকণা নিচে খসে পড়ে যায়। সেই দেয়ালের ও কিন্তু কোন ক্ষতি হয় না। কিন্তু একটা সম্পর্ক যখন একটু একটু করে ফাটল ধরতে শুরু করে। একটা মানুষ যখন আপনার বিশ্বাস নিয়ে খেলা করতে শুরু করে। তখন সে সম্পর্কটা কিন্তু বেশিদিন টিকে থাকে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
শ্বশুরবাড়িতে মেয়েরা এভাবেই থাকে, তবে চরম সত্য কথা হলো শ্বশুরবাড়িতে মেয়েরা যেমন ব্যবহার করে শাশুড়ি রা একই রকম করে। যদি ঘরের বউ এরা সুন্দর ব্যবহার করত আপন করে নিতে পারত তাহলে শাশুড়িরাও একই কাজ করতো। সবার ক্ষেত্রে এক নয়, অনেকের ভিতরে ভিন্নতা আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা শাশুড়ি যদি তাদের মেয়ের মত করে, প্রত্যেকটা ছেলের বউকে আদর যত্ন করত আর প্রতিটা ছেলের বউ যদি, তাদের শাশুড়িকে নিজের মায়ের মত শ্রদ্ধা করতো। তাহলে হয়তোবা আমাদের পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। তবে আমি যতটুকু সম্ভব আদর স্নেহ মায়া মমতা দিয়ে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আগলে রাখার চেষ্টা করি! কিন্তু দিনশেষে তাদের কাছ থেকে এমন কিছু ব্যবহার আমি পেয়ে থাকি, সেটা আমি কখনো কল্পনাও করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit