পরিবর্তন..........

in hive-120823 •  yesterday 
pexels-photo-2277784.jpeg

Image source

মাঝে মাঝে যদি মনে হয় আপনার জীবনে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন। তাহলে অবশ্যই নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। একটা কথা বলি আপনাদেরকে, যেই পানি আমরা বাড়ির মধ্যে একেবারেই ফ্রি খাই। সেই পানি কিন্তু আমরা চায়ের দোকানে দুই টাকা দিয়ে এক গ্লাস পানি খাই। আবার সেই একই পানি আপনি যদি বাসস্ট্যান্ড থেকে কিনতে যাই। তাহলে আপনাকে এক বোতল পানি ২০ টাকা দিয়ে কিনতে হবে। আবার সেই একই পানি আপনি যদি এয়ার পোর্টে থেকে কিনতে যান। আপনাকে ৫০ টাকা কিংবা ১০০ টাকা খরচ করতে হবে। এখান থেকে অবশ্যই আমাদের শিক্ষা নেয়া উচিত।

যদি কখনো মনে হয় আপনার পরিবারের মানুষ আপনাকে অবহেলা করছে। অপমান করছে প্রতিটা কথায় আপনাকে সবার সামনে অনেক বেশি খারাপ ভাষায় কথা বলছে। তাহলে আমার মনে হয় নিজের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসুন। যদি দেখেন একটু পরিবর্তনের কারণে সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে আর বেশি পরিবর্তন আনার কোন প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন কোন কিছুই পরিবর্তন হয়নি। তাহলে আরও একটু বেশি পরিবর্তন হয়ে যান। আপনি যখন শুধুমাত্র চুপ করে শুনবেন, তখন মানুষ আপনাকে শুনাতে পছন্দ করবে।

pexels-n-voitkevich-6120219.jpg

Image source

কিন্তু যেদিন থেকে আপনি আপনার অন্যায়ের প্রতিবাদ করবেন। সেদিন থেকে আপনি কারো কাছে ভালো হতে পারবেন না। আর কেউ আপনাকে ভালো কখনোই বলবে না। একটা জিনিস বেশ ভালোভাবেই দেখেছি। একটা ছেলে কিংবা একটা মেয়ে সংসারের মধ্যে যখন বোকা হয়ে থাকে। কেউ কিছু বললেও কোন জবাব দেয় না। সেই সন্তান বাবা-মায়ের কাছে অনেক বেশি ঠকে যায়, ভাই বোনের কথা না হয় বাদ দিলাম।

তাহলে আমার আপনার মত মানুষ আমরা কিভাবে চিন্তা করি। আমরা পরিবারের মানুষের কাছে ভালো থাকবো। কেউ আমাকে ভালো বলবে না। আমি যদি একটু আমার অন্যায়ের প্রতিবাদ করি। আমি হবো একেবারেই সবচাইতে খারাপ মানুষ। যদি আমি দোষ না করেও সেই দোষের ভার নিজের কাঁধে না নিয়ে, যে দোষ করেছে তার কাঁধে উঠিয়ে দেই। তবে আমি মনে করি আমি যদি অন্যায় না করি, সে অন্যায়ের ভার আমি কেন নেব। এই কথাটা বলতে গেলেই সংসারের বউ ভালো না। সংসারের ছেলে ভালো না, একটা কথা বেশ অনেক ভাবে আমি চিন্তা করে দেখেছি।

pexels-photo-2990647.jpeg

Image source

এই পৃথিবীতে টাকা হচ্ছে সব কিছু। টাকা হলে আপনি ভুল বলেন আপনি ঠিক বলেন আপনি হাজারও অন্যায় করেন, আপনার ফ্যামিলি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি অন্যায় না করলেও আপনি অন্যায়কারী। আপনি কোন দোষ না করলেও আপনি দোষী। তাহলে কি বুঝলেন এই দুনিয়াতে টাকা কথা বলে। এই দুনিয়াতে শিক্ষিত মানুষের চাইতে টাকার দাম অনেক বেশি। অনেক ক্ষেত্রেই দেখেছি, শিক্ষিত মানুষ টাকাওয়ালা মানুষের কাছে বিক্রি হয়ে যায়।

দিনশেষে নিজের মধ্যে পরিবর্তন আনাটা অনেক বেশি প্রয়োজন। আমরা অনেকের উপর ভর করে চলার চেষ্টা করি। তবে কিছুদিন আগে একটা ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে। কারো কাছে অতিরিক্ত প্রত্যাশা করা উচিত না। আপনি যখন একটা মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা করবেন। হয়তোবা সে মানুষটা আপনাকে ঠকাবে আর নয়ত বা সে মানুষটা আপনাকে কাঁদাবে। কারো কাছে প্রত্যাশা না করে নিজে পরিশ্রম করুন। অন্ততপক্ষে দিনশেষে নিজের টাকা দিয়ে কিছু খেয়ে শান্তিতে থাকতে পারবেন।

pexels-photo-1072824.jpeg

Image source

নিজের জায়গা থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। হয়তোবা আপনি মনে করছেন আপনি কি করবেন। আপনি কিছুই পারেন না এই চিন্তাটা আমিও করেছিলাম। কিন্তু যখন একটু একটু করে চেষ্টা করলাম, তখন মনে হল ইনশাল্লাহ আবারো চেষ্টা করে দেখি আমাকে দিয়ে নিশ্চয়ই অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। চুপ করে বসে না থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আপনার একটু চেষ্টা আপনাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে।

আপনি যেদিন শূন্য থেকে শুরু করবেন। সেদিন আপনার সাথে কেউ থাকবে না এটাই বাস্তব। কিন্তু আপনি যেদিন সফল হবেন সেইদিন আপনার পরিশ্রমের ফল ভোগ করার জন্য, আপনার পরিবারের মানুষ আপনার দূরের আত্মীয়-স্বজন সবাই আসবে। কিন্তু আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন নিজের আত্মীয়-স্বজন নিজের পরিবার নিজের প্রিয় মানুষ, কেউ আপনার সঙ্গে থাকবে না। এটাই বাস্তব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে বলব; এত সুন্দর একটি বিষয় বুঝতে নিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবারই উচিত নিজেকে পরিবর্তন করা। আপনার পোস্টটির মাঝে একটি বিষয় উল্লেখ করেছেন যে টাকাই সব। আমি আপনার সাথে একমত পোষণ করি পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে টাকাই সব। আপনার পোস্টটের মাঝে অনেক সুন্দর ভাবে আপনি অনেক কিছুর বাস্তব জীবনের সাথে মিলে রেখে উপস্থাপন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।

Loading...