![]() |
---|
কল্পনার জগত অনেক বেশি সুন্দর। অনেকটা সিনেমার মতো। আমি চোখ বন্ধ করে মাঝে মাঝেই কল্পনা করি। আমি অনেক কিছু করব অনেক পরিশ্রম করব অনেক কষ্ট করবো। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি ভাই কষ্ট তো অবশ্যই করতে হবে। প্রতিনিয়ত যদি কষ্ট না করি, তাহলে দিনশেষে কখনোই আমি ভালো থাকতে পারবো না। টাকা এমন একটা জিনিস যেটা আপনার সব সমস্যা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাকা দিয়ে চাইলে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। টাকা দিয়ে আপনি পরিশ্রম করেন ভালো একজন ব্যবসায়ী হতে পারেন। টাকা থাকলে আপনি উদ্যোগ গ্রহণ করে, হাঁস মুরগি কবুতর গরু ছাগল ইত্যাদি মাছ পালন করতে পারেন।
আমি কল্পনা করি আমার কাছে অনেক টাকা আছে। আর সেই টাকা দিয়ে আমি অনেক কিছু করব, কিন্তু কল্পনার জগত থেকে যখন আমি বাহিরে বের হয়ে আসি। তখন খুব খারাপ লাগে একটা জিনিস খুব ভালোভাবে আমি উপলব্ধি করেছি। টাকা থাকলে পরামর্শ দেয়ার মানুষের অভাব নেই, অথচ কাছের মানুষগুলোর কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এমন বাস্তবতার সাক্ষী আমি নিজে। আমার কাছে যখন টাকা থাকে তখন কেউ চাইলে আমি না করতে পারি না। কিন্তু কিছু মানুষকে দেখেছি টাকা থাকার পরেও বলে আমার কাছে টাকা নেই।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
আল্লাহ তাআলা বলেছেন যতটুকু আছে অন্তত শুকরিয়া আদায় কর। আছে এই কথাটা স্বীকার করো। একেবারে নেই এই কথাটা কখনোই স্বীকার করো না। বাস্তবতার নিরিখে খুব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই জিনিসটা আমি পেয়েছি। যারা কিনা প্রতিনিয়ত বলে আমার কাছে এটা নেই। আমার কাছে ওটা নেই। আমার কাছে টাকা নেই, কেউ যখন ধার চাইতে যায় কিংবা বিপদে পড়ে তার কাছে টাকা চাইতে যায়। তখন বলে আমার কাছে নেই। অথচ আলমারিতে অবশ্যই টাকা আছে। এই নেই বলার কারনে তাদের এখন বর্তমানে যে অবস্থা, সেটা দেখে মাঝে মাঝে চিন্তা করি কখনো নাই এই কথাটা বলবেন না। যতটুকু আছে শুকরিয়া আদায় করুন একেবারে খালি হওয়ার চাইতে কিছুতো আছে।
আমি যা ভাবি আমার সাথে সেটা কখনোই হয় না। আমি যা কল্পনা করি সেটা আমার সাথে বাস্তবে কখনোই ধরা দেয় না। কেন জানেন কারণ আমার কাছে টাকা নেই। টাকা থাকলে অবশ্যই আমি সবকিছু করতে পারতাম। টাকা থাকলে সবার পরামর্শ পেতাম ভালবাসা পেতাম। আদর স্নেহ মায়া মমতা কোন কিছুরই অভাব হতো না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক কিছুর অভাব বোধ করি। যেখান থেকে ভালোবাসা পাওয়ার আশা করি।সেখানে দেখি ভালোবাসার ছিটে ফোঁটাও নেই, তারপরেও চিন্তা করি ভালো থাকবো।
আমি প্রতিনিয়তই আপনাদেরকে একটা কথা বলি, আমাদের জীবনটা হচ্ছে যুদ্ধের ময়দান, প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হবে। একটু একটু করে আপনাকে এগিয়ে যেতে হবে। একটা মানুষ হঠাৎ করে চাইলেই কিন্তু পাহাড়ের উপর উঠতে পারে না। হাজার বার হোঁচট খেয়ে নিচে পড়তে হয়, আবার হাজারবার চেষ্টা করে উপরে উঠতে হয়। আমাদের জীবনটাও এমন আমি চাইলেই অনেক টাকা ইনকাম কখনোই করতে পারবোনা। আমি চাইলেই ভালো একজন উদ্যোক্তা কখনোই হয়ে উঠতে পারবো না। আমাকে প্রতিটা পদে বাঁধার সম্মুখীন হতে হবে।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
সমস্যা আসবে সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ আমি পারবো এটা আমার মধ্যে জেদ থাকতে হবে। অনেকেই আছেন নিজে কিছু না করে অন্যের সফলতা দেখে হিংসা করে। আর মনে মনে চিন্তা করেন আমি এটা চাইলেও কখনো পারতাম না। আপনি কি কখনো চেষ্টা করে দেখেছেন। আপনি পারবেন এই লক্ষ্যে যদি এগিয়ে যেতেন, তাহলে আপনি নিশ্চয়ই পারতেন, ওই মানুষটা যদি পারেন তাহলে আপনি কেন নয়। ওই মানুষটাকে সৃষ্টিকর্তা যা দিয়েছে আপনাকেও তাই দিয়েছে। অনেকের ক্ষেত্রে দেখেছি আমরা তাও সুস্থ সবল আছি। আমাদের চাইতেও আরো অসুস্থ মানুষ অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। তাহলে আমি আর আপনি কেন নয়। আসুন না আবারো চেষ্টা করি, নিজের কল্পনার জগত টাকে একটু বাস্তবে রূপান্তর করতে।
আমরা কি পারি না, আমরা কি পারবো না চেষ্টা করলে অবশ্যই পারবো। কিন্তু আমরা সেই চেষ্টা কখনোই করে দেখি না। সময় চলে যাচ্ছে কল্পনা করছি কিন্তু সেটা বাস্তবে রূপান্তর করতে পারছি না। দিনশেষে এটা নিয়েও আফসোস করতে হবে। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগে সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন।হয়তোবা একটু কষ্ট হবে হয়তোবা আপনার ঘাম ঝরবে। কিন্তু সঠিক জায়গায় যদি আপনি ঘাম ঝরাতে পারেন। তাহলে দিন শেষে সফলতার হাসি আপনি নিশ্চয়ই হাসতে পারবেন, গ্যারান্টি দিলাম।
ছবিগুলো আগে ব্যবহার করা হয়েছে।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আসলে আপনি ঠিক কথাই বলেছেন মানুষ কল্পনার জগতেই বেশি সুন্দর। অনেক মানুষ আছে যারা কল্পনার জগতে নিজেকে রাজা ভাবে কিন্তু তারা আসলে তা নয়। কল্পনা জগৎটা আসলে সিনেমার মতো যা বাস্তবে কখনোই ঘটবে না।
ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন আপু আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কল্পনার জগত আপনি কখনো বাস্তবে রূপান্তর করতে পারবেন না যদি সেটা রূপান্তর করতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে কল্পনার জগত মানুষকে অনেক বেশি সুখ দেয় সে জীবনটা অনেক বেশি শান্তির তবে বাস্তবতার সাথে তার কোন মিল নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্ট পরিদর্শন করে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations! This post has been voted through steemcurator09 We support quality posts, good comments anywhere and any tags.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য আপনাদের সাপোর্ট আমাদের একজন নতুন করে কাজ করতে উৎসাহ দেয় ভাল থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit