অনুভূতি খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার জন্য, এই অনুভূতিটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। কয়েক ঘন্টার জন্য একটা ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা তৈরি হয় দীর্ঘ একটা সময়ের জন্য, কিন্তু যারা ভালোবাসার সঠিক ভাবে অনুভব করতে পারে না। তারা ভালোবাসার মূল্য কখনোই দিতে পারেনা।
কোন এক সন্ধ্যায় নির্জন কোন এক শহরের ছোট্ট একটা কপি শপের, ঠিক জানালার পাশের টেবিলে বসে আছে আরিফ নামের ছেলেটি। বাহিরে হিমেল হাওয়ায় বাতাস বইছে। মৃদু বৃষ্টির ধারার ঝরে পড়ছে গাছের পাতায়। অনেকটা সময় একা বসে থাকার পর আরিফ মনে মনে তার ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করছে। তার ভালোবাসা তার ভালোবাসার মানুষের অনুভূতি, সবকিছু অন্যরকম এক মায়া ছিল যেটা এখন আর নেই।
বাহিরের ঝুম বৃষ্টি তাই আরিফ সেখান থেকে বের না হয়ে চুপচাপ বসে রইল, ওই জানালার পাশের টেবিলে। হঠাৎ করেই সে খেয়াল করল তার পাশের টেবিলে একটা মেয়ে বসে আছে। মেয়েটা অচেনা, কিন্তু তারপরেও কেন যেন এক পরিচিত অনুভূতি আরিফের মধ্যে জেগে উঠলো। মেয়েটার দিকে তাকিয়ে আরিফ বুঝতে পারল তার মনের হাজারো প্রশ্ন। তার মনে হল তার সেই প্রশ্নের উত্তর আরিফ দিতে পারবে। মেয়েটির নাম সুমি। একটু পরেই সে আরিফের দিকে তাকিয়ে মৃদু হাসি দিল।
আরিফ ও হেসে উঠলো তাদের কথা বলার শুরুটা একেবারে সাধারণভাবেই হয়েছিল। কিন্তু তাদের কথার মধ্যে গভীর অনুভূতি ছিল। ছোট ছোট গল্প আর একটু মৃদু হাসি এখান থেকেই তাদের গল্প শুরু হয়, কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা অনুভব করে তারা তাদের হারিয়ে ফেলা সেই ভালোবাসাটা আবারো ফিরে পেয়েছে।
বৃষ্টি বন্ধ হয় না রাত বাড়তে থাকে, তাদের গল্প ও শেষ হয় না। তারা একজন আরেকজনের সাথে তাদের জীবনের সেই মুহূর্তগুলো শেয়ার করতে থাকে। যখন তারা অনেক বেশি হাসিখুশি ছিল এবং তারা দিনশেষে বুঝতে পেরেছে, ভালোবাসার মানুষের অনুভূতি কতটা মধুর হয় এবং তাদের সম্পর্কটাও অনেক বেশি মধুর হয়ে উঠেছিল। কিন্তু দিন থেকে সেটা টিকিয়ে রাখতে পারেনি।
আমার কাছে মনে হয় যদি আপনি অনুভব করেন, আপনার প্রিয় মানুষকে ছাড়া আপনি থাকতে পারবেন না। তাহলে কখনোই তার সাথে ঝগড়া করবেন না, আর যাই হোক না কেন তাকে নিয়ে কখনো কটু কথা বলবেন না। কেননা মানুষ সবকিছু সহ্য করতে পারলেও অপমান সহ্য করতে পারে না। একবার যদি সে জানতে পারে আপনি তার বিরুদ্ধে কারো কাছে কোন বাজে কথা বলেছেন। তখন থেকেই আপনার প্রতি যার অবহেলা শুরু হয়ে যাবে।
আর প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা পাওয়ার মত জঘন্য কাজ করা থেকে বিরত থাকুন। অনুভব করুন তার ভালোবাসার, অনুভব করুন তার প্রত্যেকটা কথার পেছনে লুকিয়ে থাকা কষ্টকে। তাহলে বুঝতে পারবেন সে মানুষটা আপনাকে আসলে কতটা ভালোবাসে। আমি যত অনুভব করতে পারবেন, আপনার জীবনটা তত বেশি সুন্দর হবে। ভালোবাসা তত বেশি বাড়বে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের চলার পথে এবং আমাদের জীবনে অনেক মানুষ আসে তবে প্রিয় মানুষ সবাই হয় না এবং যে প্রিয় মানুষ হয় তাকে হারিয়ে ফেলার অনুভূতি হয়তো বা আমি কিছুটা অনুভব করতে পারি একটি প্রিয় মানুষ নিজের মনের মধ্য থাকে যখন সেই প্রিয় মানুষটি হারিয়ে যায় বা কোথাও দূরে যায় তখন তার কষ্ট আমি অনুভব করতে পারি যাই হোক সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit