"আসলেই কি আমি এতটাই খারাপ....!

in hive-120823 •  last month 
pexels-photo-8560432.jpeg

Image source

আমি সব সময় মানিয়ে নিতে আর মেনে নিতেই পছন্দ করি। আমার কাছে মনে হয় কারো সাথে কোন সমস্যা না জড়িয়ে, নিজেই মানিয়ে নেয়াটা কেই উত্তম, কিন্তু এই অভ্যাসটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের কথা আমি শুনে আসছি। তারপরেও চুপ থাকতে পছন্দ করি, কারো সাথে কোন ঝগড়া বিবাদ করাটা আমার কাছে কেমন যেন একটা খারাপ অভ্যাস মনে হয়। যে অভ্যাসটা আমার নিজের মধ্যে না থাকার কারণে, আমি অন্যের মধ্যে দেখলেও সেটা আমার কাছে খারাপ লাগে।

কেউ কিছু বললে তার প্রতি উত্তর না করে চুপচাপ ওখান থেকে চলে আসাটা কেই উত্তম মনে করি। আমি মনে করি হয়তোবা আমি যদি কথা না বলি সেই মানুষটা এমনিতেই চুপ হয়ে যাবে, কিন্তু ওই যে কথায় আছে না কিছু মানুষ কখনোই চুপ হয় না। তারা চেষ্টা করে কিভাবে একটা সংসার নষ্ট করা যায়। তারা চেষ্টা করে কিভাবে একটা মানুষের মনে অন্য মানুষের জন্য একটু শয়তানি বুদ্ধি তার মনের ভেতর দেয়া যায়। এটা করা কি মোটেও ঠিক? প্রশ্নটা না হয় আপনাদের মাঝে রেখে গেলাম! যদি উত্তর আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না।

pexels-photo-7699377.jpeg

Image source

আশেপাশের মানুষ আমার প্রিয় আপনজন ভালো থাকুক সর্বদা এটাই চেয়েছি, আর কারো মনে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কোন কাজ করা এটা আমি কখনোই করি না! কারণ আমি মনে করি আজকে যদি আমি তার মনে কষ্ট দেই! তাহলে ওপরে যিনি আছেন তিনি অবশ্যই সেটা দেখছেন! সময়ের সাথে সাথে সেই কষ্ট একদিন আমিও পাব, কারণ আমি জানি সময়ের মতো বড় শিক্ষক আর কেউই হতে পারে না। কেননা দিনশেষে এই সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়! তাই চুপচাপ মেনে নেয়াটা কেই আমার জীবনের একটা বড় লক্ষ্য হিসেবে ধরে নিয়েছিলাম।

কিন্তু আমি মেনে নিলে তো হবে না! কিছু মানুষ যখন বুঝতে পেরেছে আমি মেনে নিতে আর মানিয়ে নিতেই নিজেকে অভ্যস্ত করে নিয়েছি! তখন সেই মানুষটাও আমাকে কষ্ট দেয়ার ক্ষেত্রে একটু পিছপা হয়নি! যখন যে কথা বলেছে আমি চুপচাপ শুনেছি কিন্তু আপনারাই বলুন একটা মানুষ কতক্ষণ চুপ থাকতে পারে? ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন একটা মানুষের মুখ দিয়ে এমনিতেই কথা বের হয়! কিন্তু তার পরেও নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছি।

দিনশেষে এইটুকুই বুঝতে পারলাম, আমি যতই তাদেরকে ভালো রাখার এবং ভালো থাকার চেষ্টা করছি! তারা ততই আমার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে! তারপরেও সৃষ্টিকর্তার কাছে বলি আল্লাহ তায়ালা যেন তাদেরকে সঠিক এবং সৎ পথে চলার তৌফিক দান করে! আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই তিনি আমাকে শাস্তি দেবেন, কিন্তু যেখানে আমার কোন ভুল নেই যেখানে আমি কোন কিছুই জানিনা! সেখান থেকে কথা শোনার পরে আসলে চুপ থাকতে পারিনা। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আসলেই কি আমি এতটাই খারাপ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

নিজেকে প্রশ্ন করি, আসলেই কি আমি এতটাই খারাপ।

@rubina203 কে বলেছে? একবার ঠিকানাটা দিন!

তারপর দেখাচ্ছি আমাদের রুবিনাকে ব্যতিব্যস্ত করলে কি হয়!

জীবনে সেই মানুষগুলো বেশি কষ্ট পায় যারা সবাইকে খুশি রাখার প্রয়াস করে, যারা অন্যায় দেখেও মুখ বুজে সব মেনে নেয়!

ভুলে গেলে চলবে না, আমাদের নিজেদের ভালো থাকার অধিকার আছে।
আমরাও কারোর সন্তান আমাদের নিজের একটা আলাদা অস্তিত্ব আছে।

মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া দুর্বলতা ততক্ষণ নয়, যতক্ষণ সেটা সততার ক্ষেত্রে প্রয়োগ হয়।

ভালো থাকার জন্য সৃষ্টিকর্তার পথ অবলম্বন করে নিষ্ঠা এবং সততা কে অব্যাহত রাখতে হবে, কখনও নরম আবার প্রয়োজনে গরম হতে হবে।

অন্যায়কে মেনে নেওয়া অন্যায় করার চাইতেও বেশী অপরাধ, হতে পারে আপনার প্রতিবাদহীন মানসিকতা আজকে আপনার পরিস্থিতির জন্য খানিক দায়ী।

এমন তো নয়, আপনি নিজের পক্ষ রাখতে পারেন না, আমি নিজে তার সাক্ষী, তাহলে আজকের এই পরিস্থিতির পিছনে আপনার কোনো এমন কাজ লুকিয়ে আছে কিনা একবার ভেবে দেখবেন।

কারণ, আমরা অনেক সময় অন্যের ক্ষেত্রে অথবা বিপদে যখন পাশে দাঁড়াই না, আমাদের বিপদেও কাউকে পাশে পাওয়া যায় না, এমনকি সৃষ্টিকর্তাকে ও, তাই সাদা কে সাদা, এবং কালো কে কালো বলতে শিখুন।

আর কিছু না হোক আপনার একটা ব্যাক্তি হিসেবে অস্তিত্ব তৈরি হবে।

আসলেই দিদি সত্য কথা বলা এবং সত্যের পথে চললে, কিছু সমস্যা আমাদের জীবনে এমনিতেই এসে যায়। যেটা আমরা কখনো পরিকল্পনাও করি না বা কখনো আশা করি না। তবে বর্তমান সময়ে যে পরিস্থিতি বা যে অবস্থানের মধ্যে আমি রয়েছি। তার জন্য আমার আসলে কিছু পদক্ষেপ যখন নিয়েছিলাম।তখন এই পরিকল্পনাগুলো বা এই সমস্যাগুলো হবে আগে থেকেই চিন্তা করেছিলাম।

তবে কিছু মানুষের কথা সহ্য করতে করতে এখন কেন যেন সহ্য হয় না। এখন মনে হয় প্রতিবাদ করি, কথা বলি কিন্তু আবার এটাও চিন্তা করি আমার কথার কারণে যদি তার মনে কষ্ট যায়। তখন হয়তোবা আমার নিজেরই খারাপ লাগবে। তাই সবকিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করে নেয়ার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু সময় নিজের মুখ দিয়ে কথা বের হয়ে যায়। কারণ আমিও তো মানুষ, ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

ripon0630.jpg
Congratulations!!! because your post has been upvoted by Team 7 using steemcurator09. Keep up the good work and keep making quality posts. Curated By <@ripon0630>

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভালো থাকবেন।

আসলে আমরা যখন চুপি চুপি সব কথা মেনে নিতে চাই মানুষ আমাদেরকে আরও বেশি খারাপ আচরণ করে। কিছু কিছু সময় কথা না বলেও থাকা যায় না। তবে আমার মনে হয় যায় কিছু হোক না কেনো ধৈর্য ধারণ করা উচিত। এবং ধৈর্য ধারণ করলে সৃষ্টিকর্তা ও তাকে পছন্দ করে। ধৈর্য ধারণ করে যদি আপনি থাকতে পারেন তাহলে অবশ্যই এক দিন না এক দিন সব কিছু ঠিক হয়ে যাবে।