কিছু মানুষ কিছু মানুষকে মানুষ মনে করে না। মনে করে হাতের পুতুল তারা যেভাবে বলবে আমাদের কে ও ঠিক সেভাবেই চলতে হবে কিন্তু তারা হয়তোবা ভুলে যায় আমরাও মানুষ। তারা এমনভাবে আমাদের সাথে আচরণ করে মনে হয় আমরা কাঠের বানানো পুতুল। যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমাদের সামনে প্রকাশ করবে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ইচ্ছাগুলো পূরণ করা।
মাঝে মাঝে মনে হয় আমি যেন যন্ত্রের তৈরি দ্বারা একটা রোবট। যে যেমন ইচ্ছা যতক্ষণ ইচ্ছা ব্যবহার করছে তারপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি যে রক্তে মাংসে গড়া একজন মানুষ, এটা তারা ভুলেই গেছে। আমারও কষ্ট হয় কিন্তু প্রকাশ করি না। আমার মনেও আঘাত লাগে কিন্তু কাউকে বুঝতে দেই না।
নিজের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করি আর এই লুকিয়ে রাখার অভ্যাস, আমার জীবনে অনেক ক্ষতি করে দিয়েছে। আমি প্রকাশ না করতে পারার কারণে প্রতিনিয়ত সবার কাছ থেকে অনেক বাজে ব্যবহার পেয়ে যাচ্ছি। যাদেরকে এতটা ভালোবাসার পরেও তারা আমাকে ছুড়ে ফেলে দিয়েছে। তাদের সাথে কথা বলতে বর্তমান সময় খুব খারাপ লাগে, কিন্তু তারপরেও আমি মনে করি, আমি যদি একটু খারাপ আচরণ করি তাদের মনে কষ্ট হবে।
তারা যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবতো তাহলে হয়তোবা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকতো। কাউকে কষ্ট দেয়ার আগে সেই মানুষটার জায়গায় নিজেকে একবার দাঁড় করিয়ে দেখা উচিত। আমি যে কথাগুলোই মানুষটাকে বলছি, কথা গুলোর কারণে সেই মানুষটার মনে কত পরিমাণে কষ্ট যাচ্ছে।
কিন্তু এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সবাই স্বার্থ নিয়ে বাঁচতে পছন্দ করে, মেয়েদের জীবনটাই এমন বাপের বাড়িতে থাকে দীর্ঘ ১৬ থেকে ২০ বছর। ওখানকার জীবনের সাথে বিয়ের পরের জীবনের তফাৎ অনেকটাই। যে মেয়েটা কখনো এক গ্লাস পানি ঢেলে খাইনি। সেই মেয়েটাই কিন্তু একটা সংসার সামনে নিতে পারে।
যেই মেয়েটা বাবার বাড়ির রাজকন্যা থাকে, সেই মেয়েটাই একদিন বাবার বাড়ির মেহমান হয়ে যায়, কিছুদিনের জন্য আসে আবার চলে যেতে হয়। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় যখন মা পেছন থেকে বলে, আর কয়েকটা দিন থেকে গেলে বেশ ভালই হবে। তোর জন্য মনটা খারাপ হয়। তখন খুব অভিমান করে বলতে ইচ্ছে করে, তোমরাই তো আমাকে পর করে দিলে। এমন একটা পরিবার নিয়ে গেলে। যেখানে আমার কোন মূল্য নেই আমি একটা মানুষ এটাও তারা ভুলে গেছে।
কিন্তু নিজের অভিমান গুলো নিজের কাছেই লুকিয়ে রাখি। মায়ের কথা শোনার পর চোখ দিয়ে পানি পড়ে কিন্তু মাকে বুঝতে না দিয়ে, আবারো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আমার মত রয়েছে এমন অনেক মেয়ে। যাদের মনে কষ্ট আছে দুঃখ আছে, কিন্তু প্রকাশ করার মত মানুষের বড্ড অভাব, আবার প্রকাশ করলে সেটা নিয়ে হাসাহাসি করার মত মানুষ অনেক পাওয়া যায়। দিনশেষে আমি নিজেকেই বোঝানোর চেষ্টা করি, আমি মানুষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েদের বিশেষ করে বেশিরভাগ শশুর বাড়ির মানুষজনই মানুষ বলে মনে করে না। তবে সহ্য করার একটা সীমা থাকা প্রয়োজন । একটা সময় বলা উচিত যে যথেষ্ট হয়েছে ,এবার থামো । এটা বললে প্রথমে তারা কিছুটা আগ্রাসী হলেও কিছুদিন পরে কিছুটা হলেও পরিস্থিতি সামান্য পাল্টায়। মুখ বুজে যত সহ্য করবেন মানুষ তত পেয়ে বসবে। তাই প্রতিবাদ করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষ যখন দুর্বল হতে শুরু করে তখন মানুষ দুর্বল ভেবে যখন খুশি নিজেদের মন মতো তাই করে নিতে চাই নিজেকে শক্ত করতে হবে এই যমুনায় তবেই মানুষ মানুষ মনে করে চলবে আমাদের আপনি যতই বেশি দুর্বল হবেন তত বেশি মানুষ আপনাকে দুর্বল মনে করে ব্যবহার করে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এজন্যই হয়তো বা বলা হয়ে থাকে কখনোই নিজের মনের কষ্ট কারো কাছে শেয়ার করবেন না। কারণ মানুষ আপনার দুর্বল জায়গায় আঘাত করতে অনেক বেশি পছন্দ করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit