প্রথম ডলফিন অর্জন! সাথে স্টিমিটে আগামী পথ চলার সংকল্প ও অঙ্গীকার!

in hive-120823 •  14 days ago  (edited)

প্রথম ডলফিন অর্জন! সাথে স্টিমিটে আগামী পথ চলার সংকল্প ও অঙ্গীকার!_20250120_174604_0000.png

Edit Canva

আমাদের মানুষের জীবনে উত্থান পঠন লেগেই থাকে। তবে হয়তোবা কারো জীবনে সুখের সময়টা আসে একটু তাড়াতাড়ি। আবার কারো জীবনে সুখের সময়টা আসে একটু দেরিতে। তাই বলে সর্বদা আমরা বিষাদ মগ্ন হয়ে থাকলে চলবে না। জীবনে আপনি যদি একটা জায়গায় পৌঁছাতে চান। তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল যখন অনেক মিষ্টি হবে, তখন আপনি এত পরিমানে শান্তি পাবেন, সেটা বলে কাউকে বোঝাতে পারবেন না।

তবে কথায় আছে না মানুষ যদি নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারে। তাহলে কিন্তু সে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। দীর্ঘ দুই বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই প্লাটফর্মে নিজের একাউন্টে পাঁচ হাজার স্টিম জমা করব। সেই লক্ষ্যে নিজের পরিশ্রম টাকে প্রতিনিয়ত অব্যাহত রেখেছি। তবে মাঝখানে আমি বেশ কিছুদিন সঠিকভাবে কাজ না করার কারণে, আমার এই অর্জন হতে অনেকটা সময় লেগে গেছে। আমি যদি ওই সময়টাকে সঠিকভাবে কাজ করতাম। তাহলে আমার এই অর্জন হয়তোবা আরো অনেক আগেই করে ফেলতে পারতাম।

তবে দেরিতে হলেও নিজের পরিশ্রমটা সার্থক হয়েছে, এটা দেখে আজকে আমি অনেক বেশি আনন্দিত। অনেকটা পরিশ্রম করার পরে যখন কোন একটা জিনিস আমরা পাই। তখন তার কতটা আনন্দ সেটা আজকে আমি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি। তবে কিছু মানুষ যদি আমার জীবনে না থাকতো, তাহলে হয়তো বা আমি এই অর্জন কখনোই করতে পারতাম না। আমি অবশ্যই তাদের জন্য মন থেকে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি। তারা সব সময় এভাবেই ভালো থাকুক আর প্রতিটা মানুষের পাশে থাকার যে প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। সেটা যেন মৃত্যুর আগ পর্যন্ত অব্যাহত রাখতে পারে।

Screenshot_2025_0118_182116.jpg

@sduttaskitchen এই মানুষের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। কেননা আমি এই প্লাটফর্মে এসে এমন একজন মানুষকে পেয়েছি। যে কিনা শাসন করতে পারে আবার ভালবাসতে ও পারে। তবে শাসনের চাইতে ভালোবাসাটা আমি অনেক বেশি পেয়েছি। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ভুল করেছি সেটা শুধরে নিয়েছি। নিজেকে আবার নতুন করে দাঁড় করানোর জন্য এই মানুষটা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার এখনো মনে আছে, আমি যখন প্রথম এই কমিউনিটির মধ্যে আসি। তখন আমার ওয়ালেট এর মধ্যে মাএ ১৭ স্টিম ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলতে বারবার ইচ্ছা করছে। কারণ আমি পেরেছি আমার প্রথম স্বপ্নটা পূরণ করতে একমাত্র এই মানুষটার কারণে।

@sampabiswas সাপোর্টের জায়গা থেকে এই মানুষটাও কিন্তু অন্যতম। সর্বদাই চেষ্টা করেছে কিভাবে আমরা এগিয়ে যাব কিভাবে আমাদেরকে একটু সাপোর্ট দেয়া যাবে। বিভিন্ন দিক থেকে সেটা মানসিক দিক হোক কিংবা প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে। যে কোন বিষয় শেখার ক্ষেত্রেই হোক না কেন। আলহামদুলিল্লাহ এই প্লাটফর্মে আপনাদের মত দুইজন মানুষকে পেয়ে আমি অনেক বেশি গর্বিত। আমি বুক ফুলিয়ে বলতে পারি আর যাই হোক এই প্লাটফর্ম আমাকে এমন দুইজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। যারা নিজের রক্তের সম্পর্কের চাইতেও অনেক বেশি মূল্যবান।

Screenshot_2025_0118_183755.jpg

আজকে আমি অনেক বেশি আনন্দিত। আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমার মনে হয় আমাদের জীবনের স্বপ্নগুলো জীবনের শূন্যস্থান থেকেই দেখা উচিত। আপনি যখন জীবনের শূন্য একটা অবস্থান নিয়ে শুরু করবেন আপনার স্বপ্ন দেখা। একটা সময় দেখা যাবে, কাজ করতে করতে অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমি এভাবেই আগামীতে এই প্লাটফর্মে টিকে থাকতে চাই। যতদিন পর্যন্ত আমি হাতে মোবাইল রাখতে পারব। ততদিন এই প্লাটফর্মে এই কমিউনিটির সাথে যুক্ত থাকব। ইনশাআল্লাহ যতদিন এই কমিউনিটি থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

TEAM 5 Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts, good comments anywhere and any tags.

Picsart_24-12-31_15-00-29-616.jpg

Curated By @memamun

অভিনন্দন প্রিয় আপু। আপনার আগামী পথ গুলো সহজ ও আপনার পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হোক।

Cc: @memamun

Loading...

অভিনন্দন আপু, প্রথমে আপনাকে বলব এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো! আল্লাহ হাফেজ

এই মুহূর্তটা পার করার জন্য অনেক চেষ্টা করেছি ভাই আজ সে চেষ্টার ফল আমি ভোগ করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে আমি চেষ্টা করি এই পর্যন্ত আসতে পেরেছি ইনশাল্লাহ আমার আগামী দিনের পথ চলা যত কঠিন হোক না কেন আমি এখানে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করব আপনিও প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করেন দেখবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করে সেই দিন খুব বেশি দূরে নয় চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।

আপনার গল্পটি সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং হৃদয়স্পর্শী। জীবনে যখন কঠিন সময় আসে, তখন একমাত্র পরিশ্রম এবং একাগ্রতা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হয়। আপনি যে ৫,০০০ স্টিমের লক্ষ্য অর্জন করেছেন, সেটা আপনার পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। এটি প্রমাণ করে যে, যদি আমরা নিজেদের লক্ষ্যের প্রতি আন্তরিক থাকি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে সাফল্য আসবেই, যদিও তা দেরিতে আসে।

আপনার কাছে যারা সহায়ক ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও অত্যন্ত সুন্দর। সত্যিই, জীবনযুদ্ধে আমরা যাদের পাশে পাই, তাদের অবদান কখনো ভুলে যাওয়া যায় না। @sduttaskitchen দিদি এবং @sampabiswas আপু এর মতো মানুষের সমর্থন এবং পরামর্শ সবার জীবনে এক বিশেষ ভূমিকা পালন করে। তাদের জন্য আপনার দোয়া এবং কৃতজ্ঞতা জানানো অত্যন্ত হৃদয়গ্রাহী।

আলহামদুলিল্লাহ, আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আশা করি আপনার এই যাত্রা আরও সফল হবে এবং আপনি এই কমিউনিটিতে আরও অনেক কিছু অর্জন করবেন। আপনার জন্য শুভ কামনা রইল, এবং আল্লাহ আপনাকে আরও সাফল্য প্রদান করুন।

আমাদের প্রতিটা মানুষের কাজ করার ক্ষেত্রে একটা লক্ষ্য স্থির করা প্রয়োজন আপনি যদি একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা খুব বেশি দূরে অবস্থান করবে না পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম করা আজকাল অনেকের হাতে সময় পায় না কিন্তু অনেকেই ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে সময় পার করতে অনেক বেশি পছন্দ করে।

আমি মনে করি আপনার পরিবারকে সময় দেয়ার পরে যেটুকু সময় আপনার হাতে বেঁচে থাকে সেই সময় টুকুকে আপনি আপনার কাজে লাগান আত্মবিশ্বাসী হয়ে উঠুন কারণ দিন শেষে আপনি আফসোস করতে হবে আপনি যদি আপনার সময়টাকে নিজের জন্য ব্যয় না করেন।

জীবনে কিছু একটা করতে হবে এরকম একটা বিশ্বাস নিজের মধ্যে নিয়ে রাখেন লক্ষ্য স্থির করে যদি এগিয়ে যেতে পারেন এক জায়গায় দাঁড়িয়ে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার সফলতা নিয়ে আসতে পারবেন জীবনে এমন কিছু মানুষের খুব প্রয়োজন যারা ভাল মন্দ দিকনির্দেশনা দিয়ে থাকে এই দুইজন মানুষের কাছ থেকে আমি এই প্লাটফর্মে অনেক কিছুই পেয়েছি তাই চেষ্টা করেছি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ভালো থাকবেন।

IMG_20250104_205140_662.jpg

প্রথমে আপনাকে অভিনন্দন, ডলফিন হওয়া আপনার দু বছর ধরে চেষ্টা ছিল এবং ফাইনালি আপনি এটি অর্জন করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগলো। সত্যি বলতে নিজের একাউন্টকে ডলফিন হিসেবে দেখতে কার না ভালো লাগে, আমারও ইচ্ছে ছিল খুব কাছাকাছি গিয়ে একটা প্রবলেমের কারণে আবার খানিকটা পিছিয়ে দিয়েছি। তবে ইনশাল্লাহ চেষ্টা থাকবে এবছরের মধ্যে একটা বড়সড়ো টার্গেট নিয়ে আমিও আমার স্বপ্নটা পূরণ করে ফেলব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

চিন্তা করবেন না অবশ্যই আপনি যদি এখন আবার সঠিকভাবে কাজ করা শুরু করে দেন তাহলে আপনি আবারো এই লক্ষ্যে পৌঁছাতে পারবেন শুধুমাত্র একটু পরিশ্রম করেন বাকিটা আপনি আপনি হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

অভিনন্দন

ধন্যবাদ আমার প্রিয় ভাই।

আমার মনে হয় পৃথিবীতে সবচাইতে আনন্দ মুহূর্ত হচ্ছে স্বপ্ন পূরণ।।। এই প্লাটফর্মে আমরা একসাথে আসলেও আপনি আমার আগে এই পরিবারের যুক্ত হয়েছিলেন আর আপনার মাধ্যমে আমিও হয়েছি।। আমি আপনার মাঝে একটা জিনিস দেখেছি সেটা হল পরিশ্রম।।। একজন মানুষ কতটা পরিশ্রমের সাথে কাজ করতে পারে সেটা আপনাকে দেখলে বোঝা যায়।।

সত্যি আজকে আমি অনেক আনন্দিত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন।। আর আমরা প্রতিটি মানুষ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি যদি পরিশ্রম ও চেষ্টা করতে পারি।। দোয়া করি আপনার আগামী পথ চলা আরো সুন্দর ও দৃঢ় হোক।।

ভাইয়া আমার এই অর্জন হয়তবা আরো অনেক আগেই হয়ে যেত মাঝে নিজের কিছু পোস্ট গ্যাপ হওয়ার কারণে সেটা পূরণ হতে অনেকটা সময় লেগে গেল পরিশ্রম ছাড়াই পৃথিবীতে কেউ সফল হয়নি আর যারা সফল হয়েছে তাদের গল্পটা এতটা সহজ ছিল না আমি সর্বদাই চেষ্টা করিনি নিজের সবকিছু গুছিয়ে নিয়ে নিজের কাছ থেকে একটু গুরুত্ব দেয়ার।

আমরা যদি শুধুমাত্র সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমাদের জীবনের তেমন কোন মূল্য আছে বলে আমার মনে হয় না তবে যদি সংসারের পাশাপাশি নিজে কিছু করতে পারি তার মূল্য অবশ্যই আছে এটা আমি মনে করি তাই পরিশ্রম করে যাচ্ছি অবশ্যই আমি আরো অনেক বড় হওয়ার চেষ্টা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য দোয়া করি আপনিও খুব দ্রুত এই জায়গায় গিয়ে পৌঁছান যেন আমরাও আপনাকে নিয়ে আনন্দ করতে পারি।